Ajker Patrika

এ সপ্তাহের ওটিটি

বিনোদন ডেস্ক
‘টেস্ট’ সিনেমায় মাধবন, নয়নতারা ও সিদ্ধার্থ। ছবি: সংগৃহীত
‘টেস্ট’ সিনেমায় মাধবন, নয়নতারা ও সিদ্ধার্থ। ছবি: সংগৃহীত

প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও বিভিন্ন প্ল্যাটফর্মে মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খবর থাকছে এই প্রতিবেদনে।

⊲ টেস্ট (তামিল সিনেমা)

  • অভিনয়: মাধবন, নয়নতারা, সিদ্ধার্থ
  • মুক্তি: ৪ এপ্রিল, নেটফ্লিক্স
  • গল্পসংক্ষেপ: ক্রিকেট নিয়েই বড় হয়েছে সারা। তবে ক্রিকেটার হতে পারেনি। সারার স্ত্রী কুমুদার বন্ধু অর্জুন জাতীয় দলের টেস্ট খেলোয়াড়। চেন্নাইয়ের একটি আন্তর্জাতিক ক্রিকেট টেস্ট ম্যাচকে ঘিরে সারা, কুমুদা, অর্জুন ও তার স্ত্রী জেসমিনের গল্প দেখানো হয়েছে সিনেমায়। কীভাবে একটা টেস্ট ম্যাচ জীবনের সবচেয়ে কঠিনতম সিদ্ধান্ত নিতে বাধ্য করে, কেনইবা নিতে হয় সিদ্ধান্ত, দেখা যাবে সিনেমায়।

টাচ মি নট (তেলুগু সিরিজ)

  • অভিনয়: দিক্ষিত শেঠি, নভদ্বিপ, পৃথ্বীরাজ, সানচিতা
  • মুক্তি: ৪ এপ্রিল, জিও হটস্টার
  • গল্পসংক্ষেপ: অতিপ্রাকৃত ক্ষমতাসম্পন্ন এক ব্যক্তিকে নিয়ে গড়ে উঠেছে সিরিজের গল্প। স্পর্শ করে কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে বিস্তারিত বলে দিতে পারে সে। এমনটা জানার পর একটি খুনের মামলার রহস্য উদ্‌ঘাটনের জন্য তদন্ত কর্মকর্তাদের দল সেই ব্যক্তিকে তাদের দলে ভেড়ায়। তবে, তাদের মিশনটি এক বিস্ময়কর মোড় নেয় যখন তারা বুঝতে পারে যে একজন রহস্যময় খুনি তাদের প্রতিটি পদক্ষেপ অনুসরণ করছে।

অদৃশ্যম সিজন ২ (হিন্দি সিরিজ)

  • অভিনয়: এজাজ খান, পূজা গর, তরুণ আনান্দ
  • মুক্তি: ৪ এপ্রিল, সনি লিভ
  • গল্পসংক্ষেপ: তিন দুষ্কৃতকারী কাশ্মীর বর্ডার দিয়ে ভারতে প্রবেশ করে। ২০০৮ সালে মুম্বাইয়ে সিরিজ সন্ত্রাসী হামলার চেয়ে বড় নাশকতাই তাদের উদ্দেশ্য। ভারতের প্রতিটি শহরে হামলার পরিকল্পনা করে তারা। তাদের পরিকল্পনা নষ্ট করতে মাঠে নামে আন্ডারকভার গোয়েন্দা কর্মকর্তা রবি ও পার্বতী। তারা আবহাওয়া বিভাগের কর্মচারী হিসেবে পরিচয় দিয়ে গোপনে সন্ত্রাসী হামলা মোকাবিলা করতে কাজ করে।

চমক-দ্য কনক্লুশন (হিন্দি সিরিজ)

  • অভিনয়: পরমবীর সিং, গিপ্পি গ্রিবাল, মনোজ পাহবা, মোহিত মালিক
  • মুক্তি: ৪ এপ্রিল, সনি লিভ
  • গল্পসংক্ষেপ: চমক সিরিজের দ্বিতীয় ও শেষ সিজন এটি। সিরিজের গল্প কালা নামের একজন প্রতিভাবান র‍্যাপারকে নিয়ে। কালার বাবাও একজন সংগীতশিল্পী। এক অনুষ্ঠানে আততায়ীর গুলিতে মারা যায় সে। কালা বড় হয় কানাডাতে। ধীরে ধীরে সেও হয়ে ওঠে প্রতিভাবান র‍্যাপ সিঙ্গার। দেশে ফিরে সংগীতশিল্পী হিসেবে কাজ শুরু করে কালা, আর গোপনে বাবার খুনের তদন্ত করে। ধীরে ধীরে বাবার খুনের রহস্যের পাশাপাশি পাঞ্জাবের মিউজিক ইন্ডাস্ট্রির এক কালো অধ্যায় উন্মোচন করে কালা।
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত