ভৈরবে আট দিনব্যাপী একুশে বই মেলায় আগামীকাল সোমবার মঞ্চস্থ হবে নাটক ‘মরীচিকার শহর’। রাত ৮টায় সরকারি কেবি পাইলট হাইস্কুল মাঠে নাটকটি মঞ্চস্থ হবে। ‘মনের খোড়াক নাট্যদল, ভৈরব’ এর প্রযোজনায় নাটকটি রচনা করেছেন ডা. শাকুর মাহমুদ এবং নাটকটির নির্দেশনা দিয়েছেন জনি আলম।
নাটক সত্য প্রকাশের ও চিন্তার বিকাশের মাধ্যম। সমাজের একটি খণ্ডচিত্র প্রকাশ পায় নাটকে। বর্তমান পরিস্থিতিতে সমাজের ভালো মানুষেরা হয়ে পড়েছেন কোণঠাসা।
এদিকে বহুরূপী চরিত্রের ভণ্ড মানুষদের সামাজিক মর্যাদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ‘মরীচিকার শহর’ যেন তেমনই এক ঘুনে ধরা সমাজের প্রতিচ্ছবি। এমনই এক সামাজিক চিত্র নিয়েই ‘মনের খোড়াক নাট্যদল, ভৈরব’–এর নাটক ‘মরীচিকার শহর’। নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন—শামসুল হক বাদল, এম. আর. রুবেল, মফিজুল ইসলাম মাহফুজ, জনি আলম, নুরুজ্জামান রানা, আল আমিন নাজির, নজরুল ইসলাম রিপন, ইমরান হোসাইন, রাহিম আহমেদ, রাকিব হোসাইন, রাজন আহমেদ রিপু, সাইদুর রহমান সাইফ, রনি বিশ্বাস, ওয়াহিদ চৌধুরী সৈকত ও ইয়াছিন অপি প্রমুখ।
ভৈরব বইমেলা পরিষদের আয়োজনে গত বৃহস্পতিবার থেকে কিশোরগঞ্জের ভৈরবে শুরু হয়েছে ৮ দিনব্যাপী ২৬ তম একুশে বইমেলা। সরকারি কেবি পাইলট হাইস্কুল মাঠে প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলছে। মেলার মঞ্চে প্রতিদিনই রয়েছে বিভিন্ন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক পরিবেশনা। মেলা চলবে আগামী ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত। এবারের মেলায় ২৪টি স্টল অংশ নিয়েছে।
ভৈরবে আট দিনব্যাপী একুশে বই মেলায় আগামীকাল সোমবার মঞ্চস্থ হবে নাটক ‘মরীচিকার শহর’। রাত ৮টায় সরকারি কেবি পাইলট হাইস্কুল মাঠে নাটকটি মঞ্চস্থ হবে। ‘মনের খোড়াক নাট্যদল, ভৈরব’ এর প্রযোজনায় নাটকটি রচনা করেছেন ডা. শাকুর মাহমুদ এবং নাটকটির নির্দেশনা দিয়েছেন জনি আলম।
নাটক সত্য প্রকাশের ও চিন্তার বিকাশের মাধ্যম। সমাজের একটি খণ্ডচিত্র প্রকাশ পায় নাটকে। বর্তমান পরিস্থিতিতে সমাজের ভালো মানুষেরা হয়ে পড়েছেন কোণঠাসা।
এদিকে বহুরূপী চরিত্রের ভণ্ড মানুষদের সামাজিক মর্যাদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ‘মরীচিকার শহর’ যেন তেমনই এক ঘুনে ধরা সমাজের প্রতিচ্ছবি। এমনই এক সামাজিক চিত্র নিয়েই ‘মনের খোড়াক নাট্যদল, ভৈরব’–এর নাটক ‘মরীচিকার শহর’। নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন—শামসুল হক বাদল, এম. আর. রুবেল, মফিজুল ইসলাম মাহফুজ, জনি আলম, নুরুজ্জামান রানা, আল আমিন নাজির, নজরুল ইসলাম রিপন, ইমরান হোসাইন, রাহিম আহমেদ, রাকিব হোসাইন, রাজন আহমেদ রিপু, সাইদুর রহমান সাইফ, রনি বিশ্বাস, ওয়াহিদ চৌধুরী সৈকত ও ইয়াছিন অপি প্রমুখ।
ভৈরব বইমেলা পরিষদের আয়োজনে গত বৃহস্পতিবার থেকে কিশোরগঞ্জের ভৈরবে শুরু হয়েছে ৮ দিনব্যাপী ২৬ তম একুশে বইমেলা। সরকারি কেবি পাইলট হাইস্কুল মাঠে প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলছে। মেলার মঞ্চে প্রতিদিনই রয়েছে বিভিন্ন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক পরিবেশনা। মেলা চলবে আগামী ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত। এবারের মেলায় ২৪টি স্টল অংশ নিয়েছে।
গ্লাসগোর রাস্তায় শুটিং দেখতে জড়ো হয়েছেন অনেকে। ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন হল্যান্ড। তাঁদের সঙ্গে কথা বলছেন। ছবি তুলছেন। স্পাইডার-ম্যানের পোশাক পরা এক শিশুকে কাছে টেনে নেন তিনি।
৬ ঘণ্টা আগেঅভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
১০ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি করে দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে। যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
১২ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
১৫ ঘণ্টা আগে