২০১০ সালে উৎপল দত্তের ‘হাঁড়ি ফাটিবে’ নাটক দিয়ে মঞ্চে যাত্রা শুরু করেছিল নাট্যদল এথিক। দীর্ঘদিন পর ঢাকার মঞ্চে নাটকটি নিয়ে আসছে নাট্যদলটি। প্রথম প্রযোজনাটি নতুন আঙ্গিকে নিয়ে আসছে এথিক। উৎপল দত্তের বিখ্যাত নাটক ‘হাঁড়ি ফাটিবে’ নতুন আঙ্গিকে নাটকটির নির্দেশনা দিয়েছেন দলের তরুণ নির্দেশক মিন্টু সরদার। আগামীকাল শুক্রবার রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে নাটকটি।
নির্দেশক মিন্টু সরদার বলেন, ‘নাটকটি চিরকালীন সমাজের দর্পণ। এত বছর পরেও নাটকের আবেদন বিন্দুমাত্র কমেনি। আজকের এই সভ্য সমাজে দাঁড়িয়েও নাটকটি যেন বর্তমান সময়েরই প্রতিচ্ছবি। এটি এথিকের প্রথম প্রযোজনা। দলের জন্মলগ্নের প্রযোজনা হিসেবে নাটকটি দলের সবার আবেগের চূড়ান্ত জায়গায় বিদ্যমান। সেই আবেগ অবগাহন করে নাটকটিকে উত্তরোত্তর দর্শকদের সঙ্গে সংযুক্ত করতেই কিছুটা ভিন্নতরভাবে পুনর্নির্মাণ করা হয়েছে।’
নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন হাসান রিজভী, ভাবনা হাসান, সুকর্ন হাসান, মনিরুল হক ঝলক, মনি কানচন, রওনক বিশাকা শ্যামলী, আজিম উদ্দিন, নাহিদুল মুন্না, এস পি খান শাওন, রুবেল খান, ও মিন্টু সরদার।
নাটকের আলোক পরিকল্পনা করেছেন ঠাণ্ডু রায়হান, মঞ্চ ও পোশাক পরিকল্পনায় আনিস আনন্দ, প্রচ্ছদ করেছেন পথিক পলাশ এবং সহযোগী নির্দেশক হিসেবে আছেন মনি কানচন।
২০১০ সালে উৎপল দত্তের ‘হাঁড়ি ফাটিবে’ নাটক দিয়ে মঞ্চে যাত্রা শুরু করেছিল নাট্যদল এথিক। দীর্ঘদিন পর ঢাকার মঞ্চে নাটকটি নিয়ে আসছে নাট্যদলটি। প্রথম প্রযোজনাটি নতুন আঙ্গিকে নিয়ে আসছে এথিক। উৎপল দত্তের বিখ্যাত নাটক ‘হাঁড়ি ফাটিবে’ নতুন আঙ্গিকে নাটকটির নির্দেশনা দিয়েছেন দলের তরুণ নির্দেশক মিন্টু সরদার। আগামীকাল শুক্রবার রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে নাটকটি।
নির্দেশক মিন্টু সরদার বলেন, ‘নাটকটি চিরকালীন সমাজের দর্পণ। এত বছর পরেও নাটকের আবেদন বিন্দুমাত্র কমেনি। আজকের এই সভ্য সমাজে দাঁড়িয়েও নাটকটি যেন বর্তমান সময়েরই প্রতিচ্ছবি। এটি এথিকের প্রথম প্রযোজনা। দলের জন্মলগ্নের প্রযোজনা হিসেবে নাটকটি দলের সবার আবেগের চূড়ান্ত জায়গায় বিদ্যমান। সেই আবেগ অবগাহন করে নাটকটিকে উত্তরোত্তর দর্শকদের সঙ্গে সংযুক্ত করতেই কিছুটা ভিন্নতরভাবে পুনর্নির্মাণ করা হয়েছে।’
নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন হাসান রিজভী, ভাবনা হাসান, সুকর্ন হাসান, মনিরুল হক ঝলক, মনি কানচন, রওনক বিশাকা শ্যামলী, আজিম উদ্দিন, নাহিদুল মুন্না, এস পি খান শাওন, রুবেল খান, ও মিন্টু সরদার।
নাটকের আলোক পরিকল্পনা করেছেন ঠাণ্ডু রায়হান, মঞ্চ ও পোশাক পরিকল্পনায় আনিস আনন্দ, প্রচ্ছদ করেছেন পথিক পলাশ এবং সহযোগী নির্দেশক হিসেবে আছেন মনি কানচন।
বুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ‘কুরাক’ চলচ্চিত্রকে বাংলাদেশের জুলাই মেমোরিয়াল পদকে ভূষিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে সিনেমার পরিচালক এর্কে জুমাকমাতোভার হাতে পুরস্কার তুলে দেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
২ ঘণ্টা আগেগত আগস্টে বঙ্গরঙ্গ নাট্যদল নিয়ে এসেছিল তাদের নতুন নাটক ‘মৃত্যুহীন প্রাণ’। আবারও মঞ্চে উঠছে নাটকটি। আগামীকাল শুক্রবার রাজধানীর শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে মৃত্যুহীন প্রাণ নাটকের দ্বিতীয় প্রদর্শনী।
৬ ঘণ্টা আগেছন্দে ফিরেছে কোক স্টুডিও বাংলা। এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর হাশিম মাহমুদের ‘বাজি’ গান দিয়ে আবার শুরু হয়েছে কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজনের কার্যক্রম। এরপর প্রকাশ পেয়েছে অংকন কুমার ও শেখ মুমতাহিনা মেহজাবিনের গাওয়া ‘লং ডিসট্যান্স লাভ’। এবার কোক স্টুডিওতে আসছেন সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ।
১৬ ঘণ্টা আগেবিশ্ববিদ্যালয়ের জীবনের দুষ্ট-মিষ্টি সময়ের গল্পের ওয়েব ফিল্ম ‘লিটল মিস ক্যাওস’। বানিয়েছেন মাহমুদা সুলতানা রীমা। এটি নির্মাতার প্রথম ওয়েব ফিল্ম। কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন সাদ সালমি নাওভী ও সাদনিমা বিনতে নোমান।
১৭ ঘণ্টা আগে