অনলাইন ডেস্ক
দক্ষিণ ইন্ডাস্ট্রির আবেদনময়ী অভিনেত্রী তামান্না ভাটিয়া। অভিনয় তো বটেই, ‘আজ কি রাত’–এর মতো আইটেম গানে ঘায়েল করেছেন লাখো পুরুষের মন। সিনেমা কিংবা ব্যক্তিগত জীবন নিয়ে প্রায়ই থাকেন চর্চায়। একসময় গুঞ্জন ওঠে, অভিনেতা বিজয় বর্মাকে মন দিয়েছেন তিনি। অবশ্য ২০২৩ সালে সেই গুঞ্জনে সিলমোহর দিয়ে প্রেমের কথা প্রকাশ্যে জানান এই জুটি। তাঁদের নিয়ে আগ্রহের কমতি নেই ভক্ত-অনুরাগীদের। খবরও রটে, শিগগিরই বিয়ের পিঁড়িতে বসছেন এই জুটি। সে জল্পনায় জল ঢেলে দিলেন অভিনেত্রীর এক ঘনিষ্ঠ সূত্র।
পিঙ্কভিলার এক প্রতিবেদনে জানানো হয়েছে, তাঁরা কয়েক সপ্তাহ আগেই আলাদা হয়ে গেছেন। তবে, আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানাননি। যদিও এরই মধ্যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে তামান্না ভাটিয়া সব গ্রুপ ছবি মুছে ফেলেছেন।
একটি ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে পিঙ্কভিলার প্রতিবেদনে বলা হয়েছে, তামান্না ও বিজয়ের বিচ্ছেদ হয়ে গেছে। তবে তাঁরা ভালো বন্ধু হিসেবে রয়েছেন। বর্তমানে দুজনেই নিজেদের কাজে ব্যস্ত।
সম্প্রতি হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তামান্নাকে জিজ্ঞেস করা হয়, তাঁরা কি এ বছর বিয়ের পরিকল্পনা করছেন? উত্তরে তিনি বলেছিলেন, ‘আমি জীবন নিয়ে খুবই খুশি। বিয়েও হতে পারে, কেন নয়?’
অভিনেত্রী আরও বলেন, ‘বিয়ে ও ক্যারিয়ারের মধ্যে কোনো সম্পর্ক নেই। আমি খুবই উচ্চাভিলাষী এবং বিয়ের পরও অভিনয় চালিয়ে যাব।’
২০২৩ সালে ইংরেজি নবববর্ষের এক পার্টিতে প্রথমবার একসঙ্গে দেখা যাওয়ার পর থেকেই তামান্না ও বিজয়কে নিয়ে গুঞ্জন শুরু হয়। পরবর্তীতে বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে উপস্থিত হন তাঁরা। এতে গুঞ্জন আরও জোরালো হয়। ‘লাস্ট স্টোরিজ ২’ ওয়েব সিরিজের প্রচারের সময় তাঁরা প্রকাশ্যে নিজেদের সম্পর্কের কথা স্বীকার করেন।
২০২৪ সালে ফিল্ম কম্পানিয়ন–কে দেওয়া এক সাক্ষাৎকারে তামান্না বিজয়কে তাঁর ‘হ্যাপি প্লেস’ বলে উল্লেখ করেন। বিজয়ও একাধিকবার সাক্ষাৎকারে তাঁর প্রতি ভালোবাসার কথা প্রকাশ করেন।
দক্ষিণ ইন্ডাস্ট্রির আবেদনময়ী অভিনেত্রী তামান্না ভাটিয়া। অভিনয় তো বটেই, ‘আজ কি রাত’–এর মতো আইটেম গানে ঘায়েল করেছেন লাখো পুরুষের মন। সিনেমা কিংবা ব্যক্তিগত জীবন নিয়ে প্রায়ই থাকেন চর্চায়। একসময় গুঞ্জন ওঠে, অভিনেতা বিজয় বর্মাকে মন দিয়েছেন তিনি। অবশ্য ২০২৩ সালে সেই গুঞ্জনে সিলমোহর দিয়ে প্রেমের কথা প্রকাশ্যে জানান এই জুটি। তাঁদের নিয়ে আগ্রহের কমতি নেই ভক্ত-অনুরাগীদের। খবরও রটে, শিগগিরই বিয়ের পিঁড়িতে বসছেন এই জুটি। সে জল্পনায় জল ঢেলে দিলেন অভিনেত্রীর এক ঘনিষ্ঠ সূত্র।
পিঙ্কভিলার এক প্রতিবেদনে জানানো হয়েছে, তাঁরা কয়েক সপ্তাহ আগেই আলাদা হয়ে গেছেন। তবে, আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানাননি। যদিও এরই মধ্যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে তামান্না ভাটিয়া সব গ্রুপ ছবি মুছে ফেলেছেন।
একটি ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে পিঙ্কভিলার প্রতিবেদনে বলা হয়েছে, তামান্না ও বিজয়ের বিচ্ছেদ হয়ে গেছে। তবে তাঁরা ভালো বন্ধু হিসেবে রয়েছেন। বর্তমানে দুজনেই নিজেদের কাজে ব্যস্ত।
সম্প্রতি হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তামান্নাকে জিজ্ঞেস করা হয়, তাঁরা কি এ বছর বিয়ের পরিকল্পনা করছেন? উত্তরে তিনি বলেছিলেন, ‘আমি জীবন নিয়ে খুবই খুশি। বিয়েও হতে পারে, কেন নয়?’
অভিনেত্রী আরও বলেন, ‘বিয়ে ও ক্যারিয়ারের মধ্যে কোনো সম্পর্ক নেই। আমি খুবই উচ্চাভিলাষী এবং বিয়ের পরও অভিনয় চালিয়ে যাব।’
২০২৩ সালে ইংরেজি নবববর্ষের এক পার্টিতে প্রথমবার একসঙ্গে দেখা যাওয়ার পর থেকেই তামান্না ও বিজয়কে নিয়ে গুঞ্জন শুরু হয়। পরবর্তীতে বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে উপস্থিত হন তাঁরা। এতে গুঞ্জন আরও জোরালো হয়। ‘লাস্ট স্টোরিজ ২’ ওয়েব সিরিজের প্রচারের সময় তাঁরা প্রকাশ্যে নিজেদের সম্পর্কের কথা স্বীকার করেন।
২০২৪ সালে ফিল্ম কম্পানিয়ন–কে দেওয়া এক সাক্ষাৎকারে তামান্না বিজয়কে তাঁর ‘হ্যাপি প্লেস’ বলে উল্লেখ করেন। বিজয়ও একাধিকবার সাক্ষাৎকারে তাঁর প্রতি ভালোবাসার কথা প্রকাশ করেন।
গ্লাসগোর রাস্তায় শুটিং দেখতে জড়ো হয়েছেন অনেকে। ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন হল্যান্ড। তাঁদের সঙ্গে কথা বলছেন। ছবি তুলছেন। স্পাইডার-ম্যানের পোশাক পরা এক শিশুকে কাছে টেনে নেন তিনি।
১২ ঘণ্টা আগেঅভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
১৫ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে; যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
১৭ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
২০ ঘণ্টা আগে