কনসার্ট ঘিরে শিরোনামে উঠে এসেছেন জনপ্রিয় সংগীত শিল্পী দিলজিত দোসাঞ্জ। মঞ্চে মাদক ও কনসার্টে টিকিট বিক্রির বিষয়ে কথা বলায় আলোচনা ও সমালোচনার কেন্দ্র বিন্দুতে তিনি। এর মধ্যে ভারতে আর লাইভ পারফর্ম করবেন না বলে জানান এই গায়ক ও অভিনেতা। কী কারণে এমন সিদ্ধান্ত নিলেন দিলজিত?
প্রথমবার দিলজিত তাঁর ‘দিল-লুমিনাটি ইন্ডিয়া ট্যুর’-এ ভারতজুড়ে লাইভ পারফরম্যান্স করছেন। তবে কনসার্টগুলোর অবকাঠামো নিয়ে তিনি খুশি নন। গত শনিবার চন্ডিগড় কনসার্ট দিলজিত ঘোষণা করেন যতক্ষণ না অবকাঠামো উন্নত করা হয়, ততক্ষণ তিনি ভারতের কোথাও লাইভ পারফর্ম করবেন না। এই ঘোষণার একটি ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়েছে।
ভিডিওটিতে দিলজিতকে পাঞ্জাবিতে বলছেন, ‘এখানে লাইভ শো করার জন্য অবকাঠামো নেই। এটি বড় আয়ের উৎস, অনেক মানুষ এখানে কাজ পান...আমি পরের বার চেষ্টা করব যাতে মঞ্চটা মাঝখানে থাকে যাতে আপনারা এর চারপাশে থাকতে পারেন। যত দিন এটা ঠিক না হয়, তত দিন আমি ভারতের কোথাও শো করব না, এই বিষয়টি নিশ্চিত।’
চণ্ডীগড়ের কনসার্টে দিলজিত তাঁর ভক্তদের জন্য কিছু স্মরণীয় মুহূর্ত উপহার দেন। তিনি আবেগপ্রবণ হয়ে নিজের শহর চণ্ডীগড়ে পারফর্ম করার অনুভূতি শেয়ার করেন এবং পুরো কনসার্টটি তিনি নতুনভাবে আন্তর্জাতিক দাবা চ্যাম্পিয়ন (FIDE) গুকেশ ডোমারাজুকে উৎসর্গ করেন।
একপর্যায়ে দিলজিত ‘পুশপা’ সিনেমার একটি আইকনিক ডায়ালগ দেন। এতেই পুনরায় উজ্জীবিত হয়ে যান তাঁর ভক্ত-অনুরাগীরা। ‘ঝুঁকেগা নেহি’—ডায়ালগটি মঞ্চে দেন। যদিও দিলজিত বলেন তিনি ‘পুশপা ২’ সিনেমা এখনো দেখেননি।
তরুণ প্রজন্মের অত্যন্ত জনপ্রিয় তারকা হলেন দিলজিত্। দেশ হোক কিংবা বিদেশ তিনি যেখানেই কনসার্ট করুন না কেন উপচে পড়ে ভিড়। কয়েক দিন আগে দিল্লির জওহরলাল নেহেরু স্টেডিয়ামেও সেই একই দৃশ্য ধরা পড়েছিল। কনসার্ট শেষের পর মাঠ জুড়ে দেখা যায় শুধুই ছড়িয়ে রয়েছে মাংসের হাড়, মদের বোতল! তা নিয়েও রীতিমতো সমালোচনা হয়। এবার হায়দরাবাদে শোয়ের আগে তাই তেলেঙ্গানা সরকারের তরফে তাই আইনি নোটিশ পাঠানো হয় পাঞ্জাবি পপতারকাকে।
প্রসঙ্গত, দেশ হোক কিংবা বিদেশ দিলজিত যেখানেই কনসার্ট করুন না কেন উপচে থাকে পড়ে ভিড়। কয়েক দিন আগে দিল্লির জওহরলাল নেহেরু স্টেডিয়ামেও ছিল একই দৃশ্য। কনসার্ট শেষের পর মাঠজুড়ে দেখা যায় ছড়িয়ে রয়েছে মাংসের হাড়, মদের বোতল। এ নিয়ে চলে তুমুল সমালোচনা। এমনকি ‘লেমোনেড’ এবং ‘পাঁচ তারা’ এই দুটি গান নিয়েই বিতর্কে জড়িয়েছিলেন দিলজিত। এর জেরে তেলঙ্গানা এবং গুজরাটে সমস্যায় পড়তে হয়েছিল গায়ককে। এবার হায়দরাবাদে শোয়ের আগে তেলেঙ্গানা সরকারের তরফে তাই আইনি নোটিশ পাঠানো হয় এই পাঞ্জাবি পপতারকাকে। তাঁর বিরুদ্ধে গানে মাদকের প্রচার করা হয়—এমন অভিযোগও ওঠে। যদিও এর বিরুদ্ধে মুখ খুলেছিলেন দিলজিত নিজেও। বলেছিলেন, ‘আগে দেশে মদ নিষিদ্ধ হোক, এরপর আমাকে শাসাবে।’
কনসার্ট ঘিরে শিরোনামে উঠে এসেছেন জনপ্রিয় সংগীত শিল্পী দিলজিত দোসাঞ্জ। মঞ্চে মাদক ও কনসার্টে টিকিট বিক্রির বিষয়ে কথা বলায় আলোচনা ও সমালোচনার কেন্দ্র বিন্দুতে তিনি। এর মধ্যে ভারতে আর লাইভ পারফর্ম করবেন না বলে জানান এই গায়ক ও অভিনেতা। কী কারণে এমন সিদ্ধান্ত নিলেন দিলজিত?
প্রথমবার দিলজিত তাঁর ‘দিল-লুমিনাটি ইন্ডিয়া ট্যুর’-এ ভারতজুড়ে লাইভ পারফরম্যান্স করছেন। তবে কনসার্টগুলোর অবকাঠামো নিয়ে তিনি খুশি নন। গত শনিবার চন্ডিগড় কনসার্ট দিলজিত ঘোষণা করেন যতক্ষণ না অবকাঠামো উন্নত করা হয়, ততক্ষণ তিনি ভারতের কোথাও লাইভ পারফর্ম করবেন না। এই ঘোষণার একটি ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়েছে।
ভিডিওটিতে দিলজিতকে পাঞ্জাবিতে বলছেন, ‘এখানে লাইভ শো করার জন্য অবকাঠামো নেই। এটি বড় আয়ের উৎস, অনেক মানুষ এখানে কাজ পান...আমি পরের বার চেষ্টা করব যাতে মঞ্চটা মাঝখানে থাকে যাতে আপনারা এর চারপাশে থাকতে পারেন। যত দিন এটা ঠিক না হয়, তত দিন আমি ভারতের কোথাও শো করব না, এই বিষয়টি নিশ্চিত।’
চণ্ডীগড়ের কনসার্টে দিলজিত তাঁর ভক্তদের জন্য কিছু স্মরণীয় মুহূর্ত উপহার দেন। তিনি আবেগপ্রবণ হয়ে নিজের শহর চণ্ডীগড়ে পারফর্ম করার অনুভূতি শেয়ার করেন এবং পুরো কনসার্টটি তিনি নতুনভাবে আন্তর্জাতিক দাবা চ্যাম্পিয়ন (FIDE) গুকেশ ডোমারাজুকে উৎসর্গ করেন।
একপর্যায়ে দিলজিত ‘পুশপা’ সিনেমার একটি আইকনিক ডায়ালগ দেন। এতেই পুনরায় উজ্জীবিত হয়ে যান তাঁর ভক্ত-অনুরাগীরা। ‘ঝুঁকেগা নেহি’—ডায়ালগটি মঞ্চে দেন। যদিও দিলজিত বলেন তিনি ‘পুশপা ২’ সিনেমা এখনো দেখেননি।
তরুণ প্রজন্মের অত্যন্ত জনপ্রিয় তারকা হলেন দিলজিত্। দেশ হোক কিংবা বিদেশ তিনি যেখানেই কনসার্ট করুন না কেন উপচে পড়ে ভিড়। কয়েক দিন আগে দিল্লির জওহরলাল নেহেরু স্টেডিয়ামেও সেই একই দৃশ্য ধরা পড়েছিল। কনসার্ট শেষের পর মাঠ জুড়ে দেখা যায় শুধুই ছড়িয়ে রয়েছে মাংসের হাড়, মদের বোতল! তা নিয়েও রীতিমতো সমালোচনা হয়। এবার হায়দরাবাদে শোয়ের আগে তাই তেলেঙ্গানা সরকারের তরফে তাই আইনি নোটিশ পাঠানো হয় পাঞ্জাবি পপতারকাকে।
প্রসঙ্গত, দেশ হোক কিংবা বিদেশ দিলজিত যেখানেই কনসার্ট করুন না কেন উপচে থাকে পড়ে ভিড়। কয়েক দিন আগে দিল্লির জওহরলাল নেহেরু স্টেডিয়ামেও ছিল একই দৃশ্য। কনসার্ট শেষের পর মাঠজুড়ে দেখা যায় ছড়িয়ে রয়েছে মাংসের হাড়, মদের বোতল। এ নিয়ে চলে তুমুল সমালোচনা। এমনকি ‘লেমোনেড’ এবং ‘পাঁচ তারা’ এই দুটি গান নিয়েই বিতর্কে জড়িয়েছিলেন দিলজিত। এর জেরে তেলঙ্গানা এবং গুজরাটে সমস্যায় পড়তে হয়েছিল গায়ককে। এবার হায়দরাবাদে শোয়ের আগে তেলেঙ্গানা সরকারের তরফে তাই আইনি নোটিশ পাঠানো হয় এই পাঞ্জাবি পপতারকাকে। তাঁর বিরুদ্ধে গানে মাদকের প্রচার করা হয়—এমন অভিযোগও ওঠে। যদিও এর বিরুদ্ধে মুখ খুলেছিলেন দিলজিত নিজেও। বলেছিলেন, ‘আগে দেশে মদ নিষিদ্ধ হোক, এরপর আমাকে শাসাবে।’
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর নয়া দিল্লি পাকিস্তানের সঙ্গে ৬ দশকের পুরোনো সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিতের ঘোষণা দেয়। তবে সেই ঘোষণা কতটা কার্যকর হয়েছে তা এখনো সঠিকভাবে জানা যায়নি। দুই দেশের মূল ধারার গণমাধ্যম এই বিষয়ে সেই অর্থে কোনো তথ্য দেয়নি।
২৯ মিনিট আগেঈদে মুক্তি পাওয়া আফরান নিশো অভিনীত ‘দাগি’ সিনেমায় জেফার রহমানের গাওয়া ‘নিয়ে যাবে কি’ শিরোনামের গানটি ইতিমধ্যেই শ্রোতাদের মন ছুঁয়েছে। অনলাইনেও গানটি নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছে। ‘নিয়ে যাবে কি আমায় দূরে কল্পনায়, তোমার আর আমার গল্পে কি আবার হবে নতুন সূচনা’ এমন কথায় গানটি লিখেছেন বাঁধন, সুর করেছেন জেফার
৮ ঘণ্টা আগেআন্তর্জাতিক নৃত্য দিবসে নতুন উদ্যোগের কথা জানালেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী উম্মে হাবিবা। রাজধানীর নিকেতনে শুরু করেছেন নিজের নৃত্য প্রতিষ্ঠান। টিম কালারস ড্যান্স ক্লাস নামের এই প্রতিষ্ঠানে ভরতনাট্যম, সেমি-ক্লাসিক্যাল, কনটেম্পরারি ও বলিউড নৃত্যশৈলীতে প্রশিক্ষণ দেওয়া হবে।
৮ ঘণ্টা আগেমহান মে দিবসে শিশুশিল্পীদের নিয়ে দুরন্ত টিভি প্রচার করবে বিশেষ নৃত্যানুষ্ঠান ‘নোঙর তোলো তোলো’। অনুষ্ঠানটিতে এম আর ওয়াসেকের নৃত্য পরিচালনায় গণসংগীতের সঙ্গে নৃত্য পরিবেশন করেছে নন্দনকলা কেন্দ্রের নৃত্যশিল্পী পুষ্পিতা, অর্পিতা, ইমি, পিউ, ইরা, অর্জন, মাহমুদা, শ্রেষ্ঠা, লাবিবা, সিলভা, সাদিয়া, সিজান, সিফা
৮ ঘণ্টা আগে