রাশিয়া নিয়ন্ত্রিত দোনেৎস্ক অঞ্চলে ইউক্রেনের বিমান হামলায় এক রুশ অভিনেত্রী নিহত হয়েছেন। রুশ সেনাদের ছুটির দিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিতে এসেছিলেন পোলিনা মেনশিখ নামের ওই শিল্পী।
ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়, গত ১৯ নভেম্বর দোনেৎস্কের কুমাচোভো গ্রামের একটি নৃত্যশালায় পলিনার পরিবেশনা চলাকালে সেখানে আঘাত হানে ইউক্রেনের গোলা। এতে পোলিনাসহ অন্তত ২০ রুশ সেনা প্রাণ হারায় বলে দাবি করেছে ইউক্রেন। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি রাশিয়া।
ওই অনুষ্ঠানে হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা গেছে, এক নারী মঞ্চে গান গাইছেন ও গিটার বাজাচ্ছেন। তখনই একটি বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং হলটির লাইটগুলো বন্ধ হয়ে যায়। মঞ্চে যে নারীকে দেখা গেছে, তিনি পোলিনা মেনশিখ বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, পোলিনা মেনশিখ যে হলে পরিবেশনায় অংশ নিয়েছিলেন, সেখানে প্রায় ১৫০ জনের বসার ব্যবস্থা ছিল।
কুমাচোভো গ্রামটি একেবারে যুদ্ধক্ষেত্রের কাছে অবস্থিত। এ রকম ঝুঁকিপূর্ণ জায়গায় এই অভিনেত্রীকে দিয়ে এমন অনুষ্ঠান আয়োজনের জন্য আয়োজকদের কঠোর সমালোচনা করেছেন রাশিয়ার সামরিক ব্লগাররা। তারা তিরস্কার করে বলেন, যুদ্ধক্ষেত্রের এত কাছে এক জায়গায় এত সেনাকে নিয়ে এসে এমন আয়োজন করাই উচিত হয়নি।
রাশিয়ার সংবাদ সংস্থা তাস রোববার সেনা ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো মন্তব্য না করে হতাহতের খবর দিয়েছে। একটি প্রতিবেদনে বলা হয়েছে, ‘ইউক্রেনের যুদ্ধাপরাধ সংক্রান্ত বিষয়গুলোর জন্য জয়েন্ট কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন সেন্টার (জেসিসিসি) ডিপিআর-এর মিশনে ইউক্রেনীয় সেনাদের গোলাগুলির ফলে ডোনেস্ক পিপলস রিপাবলিক (ডিপিআর) এর কুমাচোভো গ্রামে একজন মহিলার মৃত্যু হয়েছে। ইউক্রেনীয় সেনারা একাধিক লঞ্চ রকেট সিস্টেম থেকে পাঁচটি প্রজেক্টাইল নিক্ষেপ করেছে।’
এদিকে এই মাসের শুরুর দিকে ইউক্রেনে একটি পুরস্কার অনুষ্ঠানে বিধ্বংসী রুশ হামলার প্রতিশোধ হিসেবে এই হামলার কথা স্বীকার করেছে ইউক্রেন। ইউক্রেনীয় এরিয়াল রিকনেসান্স ইউনিট বার্ডস অফ ম্যাগয়ারের কমান্ডার, রবার্ট ব্রোভদি বলেছেন যে কিইভের বাহিনী ‘১২৮ তম ব্রিগেডের প্রতিশোধ’ হিসেবে রাশিয়ান মেরিনদের ৮১০ তম পৃথক ব্রিগেড আক্রমণ করেছিল।
রাশিয়া নিয়ন্ত্রিত দোনেৎস্ক অঞ্চলে ইউক্রেনের বিমান হামলায় এক রুশ অভিনেত্রী নিহত হয়েছেন। রুশ সেনাদের ছুটির দিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিতে এসেছিলেন পোলিনা মেনশিখ নামের ওই শিল্পী।
ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়, গত ১৯ নভেম্বর দোনেৎস্কের কুমাচোভো গ্রামের একটি নৃত্যশালায় পলিনার পরিবেশনা চলাকালে সেখানে আঘাত হানে ইউক্রেনের গোলা। এতে পোলিনাসহ অন্তত ২০ রুশ সেনা প্রাণ হারায় বলে দাবি করেছে ইউক্রেন। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি রাশিয়া।
ওই অনুষ্ঠানে হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা গেছে, এক নারী মঞ্চে গান গাইছেন ও গিটার বাজাচ্ছেন। তখনই একটি বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং হলটির লাইটগুলো বন্ধ হয়ে যায়। মঞ্চে যে নারীকে দেখা গেছে, তিনি পোলিনা মেনশিখ বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, পোলিনা মেনশিখ যে হলে পরিবেশনায় অংশ নিয়েছিলেন, সেখানে প্রায় ১৫০ জনের বসার ব্যবস্থা ছিল।
কুমাচোভো গ্রামটি একেবারে যুদ্ধক্ষেত্রের কাছে অবস্থিত। এ রকম ঝুঁকিপূর্ণ জায়গায় এই অভিনেত্রীকে দিয়ে এমন অনুষ্ঠান আয়োজনের জন্য আয়োজকদের কঠোর সমালোচনা করেছেন রাশিয়ার সামরিক ব্লগাররা। তারা তিরস্কার করে বলেন, যুদ্ধক্ষেত্রের এত কাছে এক জায়গায় এত সেনাকে নিয়ে এসে এমন আয়োজন করাই উচিত হয়নি।
রাশিয়ার সংবাদ সংস্থা তাস রোববার সেনা ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো মন্তব্য না করে হতাহতের খবর দিয়েছে। একটি প্রতিবেদনে বলা হয়েছে, ‘ইউক্রেনের যুদ্ধাপরাধ সংক্রান্ত বিষয়গুলোর জন্য জয়েন্ট কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন সেন্টার (জেসিসিসি) ডিপিআর-এর মিশনে ইউক্রেনীয় সেনাদের গোলাগুলির ফলে ডোনেস্ক পিপলস রিপাবলিক (ডিপিআর) এর কুমাচোভো গ্রামে একজন মহিলার মৃত্যু হয়েছে। ইউক্রেনীয় সেনারা একাধিক লঞ্চ রকেট সিস্টেম থেকে পাঁচটি প্রজেক্টাইল নিক্ষেপ করেছে।’
এদিকে এই মাসের শুরুর দিকে ইউক্রেনে একটি পুরস্কার অনুষ্ঠানে বিধ্বংসী রুশ হামলার প্রতিশোধ হিসেবে এই হামলার কথা স্বীকার করেছে ইউক্রেন। ইউক্রেনীয় এরিয়াল রিকনেসান্স ইউনিট বার্ডস অফ ম্যাগয়ারের কমান্ডার, রবার্ট ব্রোভদি বলেছেন যে কিইভের বাহিনী ‘১২৮ তম ব্রিগেডের প্রতিশোধ’ হিসেবে রাশিয়ান মেরিনদের ৮১০ তম পৃথক ব্রিগেড আক্রমণ করেছিল।
প্রবীণ বলিউড অভিনেতা অচ্যুত পোতদার মারা গেছেন। জনপ্রিয় সিনেমা ‘থ্রি ইডিয়টস’-এ অধ্যাপকের চরিত্রে তাঁর অভিনয় দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন তিনি। ৯১ বছর বয়সে ভারতের থানে শহরের জুপিটার হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি।
১০ ঘণ্টা আগেকম্পিউটার নাকি ‘রাম’ এর নামে চলে, কারণ ‘র্যাম (RAM)’ শব্দটি হিন্দু দেবতা রামের নামের মতো শোনায়। একটি পডকাস্টে এমন মন্তব্য করেছেন ভারতের জনপ্রিয় সংগীত শিল্পী কৈলাশ খের। দুই মাস আগের ওই ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তার কৈলাশ খেরের ওই মন্তব্যে তোলপাড় নেট দুনিয়া। রীতিমতো সমালোচ
১৩ ঘণ্টা আগেগত সরকারের আমলে রাজনৈতিক কারণে দীর্ঘদিন দেশের মাটিতে কোনো ওপেন এয়ার কনসার্টে অংশ নিতে পারেননি আসিফ আকবর। পাসপোর্ট নবায়নের অনুমোদন না পাওয়ায় যেতে পারেননি বিদেশের কনসার্টেও। দীর্ঘ অপেক্ষার পর ২০২৩ সালে ই-পাসপোর্ট হাতে পান আসিফ।
১৮ ঘণ্টা আগেআজ থেকে বৈশাখী টিভিতে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘গিট্টু’। দুই পরিবারের গল্প নিয়ে তৈরি ধারাবাহিকটি রচনা করেছেন সুস্ময় সুমন। পরিচালনা করেছেন রুমান রুনি। সপ্তাহের প্রতি মঙ্গল থেকে বৃহস্পতিবার রাত ৯টা ২০ মিনিটে প্রচারিত হবে গিট্টু।
১৮ ঘণ্টা আগে