Ajker Patrika

সমু চৌধুরীকে উদ্ধার করল পুলিশ

বিনোদন প্রতিবেদক, ঢাকাময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ১৪ জুন ২০২৫, ১৭: ১৩
সমু চৌধুরী। ছবি: সংগৃহীত
সমু চৌধুরী। ছবি: সংগৃহীত

হঠাৎ করেই সোশ্যাল মিডিয়ার একটি ছবি বিস্মিত করল সবাইকে। অভিনেতা সমু চৌধুরী গামছা পরিহিত অবস্থায় শুয়ে আছেন একটি গাছতলায়। অনেকেই ভেবেছিলেন, কোনো শুটিংয়ের দৃশ্য। কিন্তু, অভিনয় শিল্পীসংঘে খোঁজ নিয়ে জানা গেল, এটা কোনো শুটিংয়ের দৃশ্য নয়, ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পাগলা থানার মুখী শাহ মিসকিন মাজারে গামছা পরে শুয়ে আছেন সমু চৌধুরী।

আজকের পত্রিকার স্থানীয় প্রতিনিধি জানান, দুপুর ১২টার দিকে তাঁকে সেখানকার একটি গাব গাছের নিচে শুয়ে থাকতে দেখা গেছে। মামুন নামের স্থানীয় এক যুবক সমু চৌধুরীর সেই ছবি তুলে ফেসবুকে পোস্ট করেন।

অভিনয় শিল্পীসংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু বলেন, ‘আসলে ঠিক কী হয়েছে আমরা এখনও নিশ্চিত নই। সোশ্যাল মিডিয়ায় ছবি দেখে আমরা নিকটস্থ থানায় যোগাযোগ করে তাঁকে নিরপত্তা দেওয়ার অনুরোধ জানিয়েছি। সমু চৌধুরীকে এখন থানায় নিয়ে যাওয়া হয়েছে। দ্রুতই তাঁকে ঢাকা নিয়ে আসার ব্যবস্থা করা হবে। তখন বিস্তারিত জানা যাবে।’

এ বিষয়ে জানতে চাইলে পাগলা থানার ডিউটি অফিসার এসআই শাহ আলম বলেন, ‘আমরা বিষয়টি জানার পর খোঁজ নিয়ে ঘটনার সত্যতা পেয়েছি। পুলিশ ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করেছে। পরবর্তীতে আরও বিস্তারিত জানাতে পারব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালার সঙ্গে শত্রুতা মুহাম্মদ ইউনূসের, আমি ‘কোল্যাটারাল ড্যামেজ’: টিউলিপ সিদ্দিক

এনসিপি নেতার বাড়িতে কাফনের কাপড়, চিরকুটে লেখা—‘প্রস্তুত হ রাজাকার’

৪০ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার, অর্থ ফেরতের নির্দেশ

গণশুনানিতে দুদক চেয়ারম্যানের প্রতি ক্ষোভ দেখালেন মৎস্যচাষি

‘কাল দেখা হইবে, ভালো থাকিস’—ছেলেকে বলেছিলেন গণপিটুনিতে নিহত প্রদীপ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত