বিশ্বের সবচেয়ে সম্মানজনক চলচ্চিত্র আসর ‘অ্যাকাডেমি পুরস্কার’-এর (অস্কার) সদস্যপদ ত্যাগ করলেন অভিনেতা উইল স্মিথ। গতকাল শুক্রবার এক বিবৃতিতে এমনটি জানানো হয়েছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
এক বিবৃতিতে উইল স্মিথের পক্ষ থেকে বলা হয়, ‘আমি অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের সদস্যপদ ত্যাগ করছি। বোর্ড যে সিদ্ধান্ত নেবে তা-ই মেনে নেব। ৯৪তম একাডেমি পুরস্কার উপস্থাপনায় আমার কাজগুলো হতবাক, বেদনাদায়ক এবং অমার্জনীয় ছিল ৷ আমার আচরণে যাঁরা ব্যথিত হয়েছেন, তাঁদের তালিকাটি দীর্ঘ। এতে ক্রিস, তার পরিবার, আমার অনেক প্রিয় বন্ধু এবং প্রিয়জন, বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা দর্শক রয়েছেন।’
এবারের আসরে 'কিং রিচার্ড'-এর অভিনয়ের জন্য স্মিথ সেরা অভিনেতার পুরস্কারে মনোনীত হয়েছিলেন। গত রোববার ওভ্যাশন হলিউডের ডলবি থিয়েটারে অস্কার পুরস্কার অনুষ্ঠানে দর্শক সারি থেকে মঞ্চে এসে অস্কার উপস্থাপক ও কৌতুক অভিনেতা ক্রিস রকের গালে চড় বসিয়ে দেন স্মিথ।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, অস্কার আসরে স্মিথের স্ত্রী জ্যাডা পিনকেট স্মিথের উপস্থিতি নিয়ে রক কৌতুক করায় ক্ষিপ্ত স্মিথ এমন কাণ্ড ঘটিয়েছেন। এমন কৌতুক পূর্বপরিকল্পিত হলেও স্মিথ তা মেনে নিতে পারেননি।
পরে এ ঘটনায় ফেসবুকে ক্ষমা চেয়ে স্মিথ লেখেন, ‘হিংসা মাত্রই ক্ষতিকারক এবং ধ্বংসাত্মক। অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে আমার আচরণ গ্রহণযোগ্য ছিল না। কৌতুক আমাদের পেশার অংশ। কিন্তু অসুস্থ জাডার (স্মিথের স্ত্রী) শারীরিক অবস্থা নিয়ে ঠাট্টা আমার পক্ষে সহ্য করা কঠিন ছিল। ফলে আবেগপ্রবণ হয়ে গিয়েছিলাম। তাই প্রতিক্রিয়া জানিয়েছি, যা ঠিক হয়নি।’
বিশ্বের সবচেয়ে সম্মানজনক চলচ্চিত্র আসর ‘অ্যাকাডেমি পুরস্কার’-এর (অস্কার) সদস্যপদ ত্যাগ করলেন অভিনেতা উইল স্মিথ। গতকাল শুক্রবার এক বিবৃতিতে এমনটি জানানো হয়েছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
এক বিবৃতিতে উইল স্মিথের পক্ষ থেকে বলা হয়, ‘আমি অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের সদস্যপদ ত্যাগ করছি। বোর্ড যে সিদ্ধান্ত নেবে তা-ই মেনে নেব। ৯৪তম একাডেমি পুরস্কার উপস্থাপনায় আমার কাজগুলো হতবাক, বেদনাদায়ক এবং অমার্জনীয় ছিল ৷ আমার আচরণে যাঁরা ব্যথিত হয়েছেন, তাঁদের তালিকাটি দীর্ঘ। এতে ক্রিস, তার পরিবার, আমার অনেক প্রিয় বন্ধু এবং প্রিয়জন, বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা দর্শক রয়েছেন।’
এবারের আসরে 'কিং রিচার্ড'-এর অভিনয়ের জন্য স্মিথ সেরা অভিনেতার পুরস্কারে মনোনীত হয়েছিলেন। গত রোববার ওভ্যাশন হলিউডের ডলবি থিয়েটারে অস্কার পুরস্কার অনুষ্ঠানে দর্শক সারি থেকে মঞ্চে এসে অস্কার উপস্থাপক ও কৌতুক অভিনেতা ক্রিস রকের গালে চড় বসিয়ে দেন স্মিথ।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, অস্কার আসরে স্মিথের স্ত্রী জ্যাডা পিনকেট স্মিথের উপস্থিতি নিয়ে রক কৌতুক করায় ক্ষিপ্ত স্মিথ এমন কাণ্ড ঘটিয়েছেন। এমন কৌতুক পূর্বপরিকল্পিত হলেও স্মিথ তা মেনে নিতে পারেননি।
পরে এ ঘটনায় ফেসবুকে ক্ষমা চেয়ে স্মিথ লেখেন, ‘হিংসা মাত্রই ক্ষতিকারক এবং ধ্বংসাত্মক। অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে আমার আচরণ গ্রহণযোগ্য ছিল না। কৌতুক আমাদের পেশার অংশ। কিন্তু অসুস্থ জাডার (স্মিথের স্ত্রী) শারীরিক অবস্থা নিয়ে ঠাট্টা আমার পক্ষে সহ্য করা কঠিন ছিল। ফলে আবেগপ্রবণ হয়ে গিয়েছিলাম। তাই প্রতিক্রিয়া জানিয়েছি, যা ঠিক হয়নি।’
কলেজের প্রথম দিনে সবচেয়ে দুষ্টু ছাত্র সাদের (ইয়াশ রোহান) সঙ্গে দেখা হয় হৃদির। সাদ যতটা চঞ্চল ও দুষ্টু, হৃদি ঠিক ততটাই মিষ্টি ও গম্ভীর। ধীরে ধীরে হৃদিকে ভালোবেসে ফেলে সাদ।
৫ ঘণ্টা আগেবিদেশে ব্যস্ত সময় পার করছে দেশের ব্যান্ডগুলো। এরই ধারাবাহিকতায় ৭ আগস্ট ম্যানচেস্টারে ইউকে ম্যানেজমেন্ট কলেজে ‘সামারফেস্ট ২০২৫’-এ অংশ নেয় চিরকুট। পৃথিবীর নানা দেশের শিক্ষার্থী ছাড়াও চিরকুটের টানে এই আয়োজনে ছুটে এসেছিলেন প্রবাসী বাংলাদেশিরাও।
৫ ঘণ্টা আগেনয়া মানুষ মূলত নদীর চরে বসবাসরত মানুষের গল্প। নতুন মানুষ চরে এলে তাদের কী রকম সংকট বা সমস্যার মুখে পড়তে হয়, তা নিয়েই সিনেমার গল্প।
৯ ঘণ্টা আগেপাইরেটস অব দ্য ক্যারিবিয়ানের ষষ্ঠ সিনেমায় ফিরতে পারেন জনি ডেপ। প্রযোজক জেরি ব্রুকহেইমার জানিয়েছেন, পাইরেটস সিরিজের নতুন সিনেমা নিয়ে এরই মধ্যে জনি ডেপের সঙ্গে কথা হয়েছে তাঁর। সব ঠিক থাকলে জ্যাক স্প্যারো হয়ে আবারও ফিরতে পারেন তিনি।
১০ ঘণ্টা আগে