আজ বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে মঞ্চস্থ হবে নাটক ‘লাইলী-মজনু’। দৌলত উজির বাহরাম খাঁ বিরচিত নাটকটি নির্দেশনা দিয়েছেন ইউসুফ হাসান এবং নাটকটির পালাকার রুবাইয়াৎ আহমেদ।
লাইলী-মজনুর প্রেম কাহিনির জন্ম ইরানে। তবে এর সত্যতার বিষয়ে সুনিশ্চিতভাবে কিছু জানা যায়নি। কিন্তু এরপরও হাজার বছর ধরে এই প্রেম কাহিনি প্রাসঙ্গিক। ফারসি ভাষার বেশ কয়েকজন কবি এই কাহিনি অবলম্বনে কাব্য রচনা করেছেন। এই কাব্য পাঠের অভিজ্ঞতা থেকে বাংলা ভাষার বেশ কয়েকজন কবিও বর্ণনা করেছেন এ আখ্যানের। তবে প্রাচীনত্বের দিক থেকে প্রথম বাংলা ভাষায় এই আখ্যান রচনা করেন দৌলত উজির বাহরাম খাঁ। তাঁর রচিত ‘লায়লী-মজনু’ কাব্য অবলম্বনেই রচিত হয়েছে নাটকটি।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের স্নাতকোত্তর অভিনয়কলা শাখা ২০১৯ এর প্রযোজনায় নাটকটির নেপথ্যে মঞ্চ, সংগীত, পাণ্ডুলিপি সম্পাদনা ও নির্দেশনায় ছিলেন ইউসুফ হাসান এবং পালাকার রুবাইয়াৎ আহমেদ। এতে মূল চরিত্রে অভিনয় করছেন নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের স্নাতকোত্তর অভিনয়কলা শাখা ২০১৯ এর রাহাত সরকার, শফিউল্লাহ খান নিক্সন এবং সাকিনা ইসলাম ঈষিকা।
নাটকটিতে আরও অভিনয় করছেন, নীল সরকার অসীম, সাজিদ উচ্ছ্বাস, কৃষ্ণা সজ্জন পূজা, মোক্তাফী রওনক ঐতৃজা, রেফাত হাসান সৈকত, ফয়সাল আবির, অন্তরা সাহা লাকি, নূর-ই-নাজনীন (তমা), তানভীর পালোয়ান অপূর্ব, মীম সুলতানা দোলা, আবির হাসান, ইগিমি চাকমা, নির্ঝর অধিকারি ও প্রশান্ত প্রসাদ স্বর্ণকার।
আলোক পরিকল্পনায় ছিলেন অম্লান বিশ্বাস। আলোক প্রক্ষেপণ সিদ্দিকুর রহমান ও রাকিবুল ইসলাম রাসেল। পোশাক পরিকল্পনায় ছিলেন শাহিনুর আক্তার। প্রীতি অঙ্গ রচনা নূর-ই-নাজনীন বৃষ্টি ও জয়ন্ত ত্রিপুরা। কোরিওগ্রাফি কৃষ্ণা সজ্জন পূজা। সেট নির্মাণ ও প্রপস তুষার ধর ও শহিদ মৃধা। মঞ্চ ব্যবস্থাপনা শফিউল্লাহ খান নিক্সন।
আজ বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে মঞ্চস্থ হবে নাটক ‘লাইলী-মজনু’। দৌলত উজির বাহরাম খাঁ বিরচিত নাটকটি নির্দেশনা দিয়েছেন ইউসুফ হাসান এবং নাটকটির পালাকার রুবাইয়াৎ আহমেদ।
লাইলী-মজনুর প্রেম কাহিনির জন্ম ইরানে। তবে এর সত্যতার বিষয়ে সুনিশ্চিতভাবে কিছু জানা যায়নি। কিন্তু এরপরও হাজার বছর ধরে এই প্রেম কাহিনি প্রাসঙ্গিক। ফারসি ভাষার বেশ কয়েকজন কবি এই কাহিনি অবলম্বনে কাব্য রচনা করেছেন। এই কাব্য পাঠের অভিজ্ঞতা থেকে বাংলা ভাষার বেশ কয়েকজন কবিও বর্ণনা করেছেন এ আখ্যানের। তবে প্রাচীনত্বের দিক থেকে প্রথম বাংলা ভাষায় এই আখ্যান রচনা করেন দৌলত উজির বাহরাম খাঁ। তাঁর রচিত ‘লায়লী-মজনু’ কাব্য অবলম্বনেই রচিত হয়েছে নাটকটি।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের স্নাতকোত্তর অভিনয়কলা শাখা ২০১৯ এর প্রযোজনায় নাটকটির নেপথ্যে মঞ্চ, সংগীত, পাণ্ডুলিপি সম্পাদনা ও নির্দেশনায় ছিলেন ইউসুফ হাসান এবং পালাকার রুবাইয়াৎ আহমেদ। এতে মূল চরিত্রে অভিনয় করছেন নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের স্নাতকোত্তর অভিনয়কলা শাখা ২০১৯ এর রাহাত সরকার, শফিউল্লাহ খান নিক্সন এবং সাকিনা ইসলাম ঈষিকা।
নাটকটিতে আরও অভিনয় করছেন, নীল সরকার অসীম, সাজিদ উচ্ছ্বাস, কৃষ্ণা সজ্জন পূজা, মোক্তাফী রওনক ঐতৃজা, রেফাত হাসান সৈকত, ফয়সাল আবির, অন্তরা সাহা লাকি, নূর-ই-নাজনীন (তমা), তানভীর পালোয়ান অপূর্ব, মীম সুলতানা দোলা, আবির হাসান, ইগিমি চাকমা, নির্ঝর অধিকারি ও প্রশান্ত প্রসাদ স্বর্ণকার।
আলোক পরিকল্পনায় ছিলেন অম্লান বিশ্বাস। আলোক প্রক্ষেপণ সিদ্দিকুর রহমান ও রাকিবুল ইসলাম রাসেল। পোশাক পরিকল্পনায় ছিলেন শাহিনুর আক্তার। প্রীতি অঙ্গ রচনা নূর-ই-নাজনীন বৃষ্টি ও জয়ন্ত ত্রিপুরা। কোরিওগ্রাফি কৃষ্ণা সজ্জন পূজা। সেট নির্মাণ ও প্রপস তুষার ধর ও শহিদ মৃধা। মঞ্চ ব্যবস্থাপনা শফিউল্লাহ খান নিক্সন।
স্বপ্নের নায়ককে কাছে পেয়ে দিব্য আমির খানের সঙ্গে কথা বলেছেন, পরিচয় দিয়েছেন বাংলাদেশি অভিনেতা হিসেবে। আরও জানান ভারতের নন্দিত চলচ্চিত্র নির্মাতা শ্যাম বেনেগালের সঙ্গে তাঁর কাজের কথা।
৩ ঘণ্টা আগেবলিউড সুপারস্টার আমির খানের কাছে ধর্ম একান্ত ব্যক্তিগত বিষয়। তিনি বিশ্বাস করেন, সব ধর্মই মানুষকে একই গন্তব্যের দিকে ধাবিত করে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠান ‘জয় জওয়ান’-এ এ কথা বলেছেন আমির খান।
৪ ঘণ্টা আগেমিয়ানমারে রোহিঙ্গা গণহত্যার পর কক্সবাজারে আশ্রয় নেওয়া ছোট দুই ভাইবোনের জীবনসংগ্রামের গল্প নিয়ে তৈরি হয়েছে ডকুমেন্টারি ফিল্ম ‘দ্য আইসক্রিম সেলার্স’। বানিয়েছেন সোহেল রহমান। এখন পর্যন্ত বিশ্বের ৪০টির বেশি বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানে প্রদর্শিত হয়েছে এই চলচ্চিত্র।
৮ ঘণ্টা আগেপ্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৮ ঘণ্টা আগে