বিনোদন প্রতিবেদক, ঢাকা
মাগুরায় আট বছরের শিশুকে ধর্ষণ এবং সারা দেশে নারীর প্রতি নিপীড়নের প্রতিবাদে দেশজুড়ে চলছে প্রতিবাদ। অপরাধীদের বিচারের দাবিতে রাস্তায় নেমেছেন শিক্ষার্থীসহ বিভিন্ন স্তরের জনগণ। সোশ্যাল মিডিয়াতেও সোচ্চার অনেকে। শোবিজের মানুষেরাও নিজেদের অবস্থান থেকে প্রতিবাদ জানাচ্ছেন। সব ধর্ষণের বিচারের দাবিতে এফডিসির মূল গেটের বাইরে আজ মানববন্ধন করেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি।
বিকেল ৪টার দিকে শিল্পী সমিতির অফিসের সামনে থেকে র্যালি নিয়ে বের হন চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্যরা। এ সময় তাঁরা ধর্ষণকারীদের বিরুদ্ধে স্লোগান দেন। এরপর এফডিসির মূল ফটকের বাইরে অবস্থান নেন তাঁরা। সব ধর্ষণের বিচার চেয়ে বক্তব্য দেন শিল্পী সমিতির সহসভাপতি ডি এ তায়েব, অভিনেত্রী রোজিনা প্রমুখ।
চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর তাঁর লিখিত বক্তব্যে বলেন, ‘আমরা সবাই অবগত কী ঘটেছে। আমরা সবাই এ ব্যাপারে সোচ্চার। আমরা চাই শিশু ধর্ষণসহ সব ধর্ষণ ও নারীদের প্রতি সহিংসতার মামলা দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হোক। অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক; যাতে অন্যরা এই ধরনের অপরাধ করার আগে ১০ বার ভাবে। প্রমাণ সংগ্রহ ও তদন্তপ্রক্রিয়াকে আরও শক্তিশালী করতে হবে; যাতে অপরাধীরা রেহাই না পায়। শুধু কঠোর শাস্তি যথেষ্ট নয়; পারিবারিক সচেতনতা বৃদ্ধি ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা অপরিহার্য বলে মনে করি।’
মিশা সওদাগর আরও বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান ও পরিবারকে একসঙ্গে কাজ করতে হবে, যেন শিশুরা নিরাপদ পরিবেশে বেড়ে উঠতে পারে। আমরা সরকার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিচার বিভাগের কাছে অনুরোধ জানাই, শিশু ধর্ষণের বিরুদ্ধে দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করুন। একটি সভ্য ন্যায়ভিত্তিক সমাজ গড়তে হলে আমাদের এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে। আজকের শিশু ভবিষ্যতের অবলম্বন। সব শিশুর নিরাপত্তা নিশ্চিত করাই হোক আমাদের অঙ্গীকার।’
এ সময় আরও উপস্থিত ছিলেন চিত্রনায়িকা পলি, রুমানা ইসলাম মুক্তি, রত্না, নায়ক জয় চৌধুরী, শিপন মিত্রসহ অনেকে।
এদিকে, আগামীকাল দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে নারী ও শিশুর প্রতি সহিংসতা, নিপীড়ন এবং ধর্ষণের বিরুদ্ধে মানববন্ধন করবে নাটকের পরিচালকদের সংগঠন ডিরেক্টস গিল্ড বাংলাদেশ। গিল্ডের সভাপতি অভিনেতা ও নির্মাতা শহীদুজ্জামান সেলিম, ফরিদুল হাসান, চয়নিকা চৌধুরী, সাগর জাহান, সকাল আহমেদ, ফিরোজ খানসহ অনেকেই উপস্থিত হয়ে প্রতিবাদ জানাবেন। এই প্রতিবাদ সমাবেশে মিডিয়ার সবাইকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে গিল্ড।
মাগুরায় আট বছরের শিশুকে ধর্ষণ এবং সারা দেশে নারীর প্রতি নিপীড়নের প্রতিবাদে দেশজুড়ে চলছে প্রতিবাদ। অপরাধীদের বিচারের দাবিতে রাস্তায় নেমেছেন শিক্ষার্থীসহ বিভিন্ন স্তরের জনগণ। সোশ্যাল মিডিয়াতেও সোচ্চার অনেকে। শোবিজের মানুষেরাও নিজেদের অবস্থান থেকে প্রতিবাদ জানাচ্ছেন। সব ধর্ষণের বিচারের দাবিতে এফডিসির মূল গেটের বাইরে আজ মানববন্ধন করেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি।
বিকেল ৪টার দিকে শিল্পী সমিতির অফিসের সামনে থেকে র্যালি নিয়ে বের হন চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্যরা। এ সময় তাঁরা ধর্ষণকারীদের বিরুদ্ধে স্লোগান দেন। এরপর এফডিসির মূল ফটকের বাইরে অবস্থান নেন তাঁরা। সব ধর্ষণের বিচার চেয়ে বক্তব্য দেন শিল্পী সমিতির সহসভাপতি ডি এ তায়েব, অভিনেত্রী রোজিনা প্রমুখ।
চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর তাঁর লিখিত বক্তব্যে বলেন, ‘আমরা সবাই অবগত কী ঘটেছে। আমরা সবাই এ ব্যাপারে সোচ্চার। আমরা চাই শিশু ধর্ষণসহ সব ধর্ষণ ও নারীদের প্রতি সহিংসতার মামলা দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হোক। অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক; যাতে অন্যরা এই ধরনের অপরাধ করার আগে ১০ বার ভাবে। প্রমাণ সংগ্রহ ও তদন্তপ্রক্রিয়াকে আরও শক্তিশালী করতে হবে; যাতে অপরাধীরা রেহাই না পায়। শুধু কঠোর শাস্তি যথেষ্ট নয়; পারিবারিক সচেতনতা বৃদ্ধি ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা অপরিহার্য বলে মনে করি।’
মিশা সওদাগর আরও বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান ও পরিবারকে একসঙ্গে কাজ করতে হবে, যেন শিশুরা নিরাপদ পরিবেশে বেড়ে উঠতে পারে। আমরা সরকার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিচার বিভাগের কাছে অনুরোধ জানাই, শিশু ধর্ষণের বিরুদ্ধে দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করুন। একটি সভ্য ন্যায়ভিত্তিক সমাজ গড়তে হলে আমাদের এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে। আজকের শিশু ভবিষ্যতের অবলম্বন। সব শিশুর নিরাপত্তা নিশ্চিত করাই হোক আমাদের অঙ্গীকার।’
এ সময় আরও উপস্থিত ছিলেন চিত্রনায়িকা পলি, রুমানা ইসলাম মুক্তি, রত্না, নায়ক জয় চৌধুরী, শিপন মিত্রসহ অনেকে।
এদিকে, আগামীকাল দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে নারী ও শিশুর প্রতি সহিংসতা, নিপীড়ন এবং ধর্ষণের বিরুদ্ধে মানববন্ধন করবে নাটকের পরিচালকদের সংগঠন ডিরেক্টস গিল্ড বাংলাদেশ। গিল্ডের সভাপতি অভিনেতা ও নির্মাতা শহীদুজ্জামান সেলিম, ফরিদুল হাসান, চয়নিকা চৌধুরী, সাগর জাহান, সকাল আহমেদ, ফিরোজ খানসহ অনেকেই উপস্থিত হয়ে প্রতিবাদ জানাবেন। এই প্রতিবাদ সমাবেশে মিডিয়ার সবাইকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে গিল্ড।
ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, আসনা হাবিব ভাবনা, চিত্রনায়ক জায়েদ খানসহ ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা হয়েছে। ঢাকার নিম্ন আদালতে এই মামলা করা হয়।
১৩ ঘণ্টা আগেগত নভেম্বরে ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করে আদর আজাদ ও বুবলী অভিনীত ‘পিনিক’ সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছিল। জানানো হয়েছিল, রোজার ঈদে মুক্তির লক্ষ্য নিয়ে তৈরি হচ্ছে সিনেমাটি। শেষ পর্যন্ত ঈদে মুক্তি দেওয়া সম্ভব হয়নি। রোজার ঈদে না এলেও কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে আসবে পিনিক। আজকের পত্রিকাকে বিষয়টি
১ দিন আগেআজ ২৯ এপ্রিল, আন্তর্জাতিক নৃত্য দিবস। এ উপলক্ষে রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশন প্রচার করবে বিশেষ অনুষ্ঠান ‘মায়া বেঙ্গল ইন মোশন’। সম্প্রতি রাজধানীর গুলশানের একটি কনভেনশন সেন্টারে আয়োজন করা হয়েছিল অনুষ্ঠানটি। সেটি আজ প্রচার করা হবে দর্শকদের জন্য।
১ দিন আগে‘বজরঙ্গি ভাইজান’ দেখে চোখ ভিজেছিল দর্শকদের। ২০১৫ সালে মুক্তি পাওয়া সিনেমাটি প্রায় ৯৬৯ কোটি রুপি ব্যবসা করেছিল। শুধু টাকার অঙ্ক নয়, সালমানের ক্যারিয়ারও সমৃদ্ধ করেছিল হনুমানভক্ত পবন কল্যাণ আর এক বোবা শিশুর ঘরে ফেরার এই গল্প। অনেক দিন ধরে গুঞ্জন, আসতে পারে বজরঙ্গি ভাইজান-এর সিকুয়েল। এবার সেই গুঞ্জনের
১ দিন আগে