বিনোদন প্রতিবেদক, ঢাকা
জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের স্পিরিটকে উপজীব্য করে মঞ্চে একাধিক নতুন নাটকের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ শিল্পকলা একডেমি। সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আজ রাজধানীর শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে প্রদর্শিত হবে নাটক ‘অগ্নি শ্রাবণ’। পরিবেশনা করবে ভৈরবী গীতরঙ্গ দল। শান্তির আহ্বান নিয়ে নাটকটি রচনা ও নির্দেশনায় আছেন ইলিয়াস নবী ফয়সাল।
ভৈরবী গীতরঙ্গ দলের পক্ষ থেকে নতুন এই নাটক নিয়ে জানানো হয়েছে, সময় থেমে থাকে না। সে কেবলই এগিয়ে চলে নিয়তির অজানা রথে। ইতিহাসও থামে না, সে রচনা করে একের পর এক নতুন অধ্যায়। বদলায় রাজা, বদলায় রাজ্য—ক্ষমতা? সে তো সময়ের খেলোয়াড়, আজ যার, কাল তার নয়। ঠিক তেমনই এক পরিবর্তনের গল্প দেখা যাবে অগ্নি শ্রাবণ নাটকে।
অগ্নি শ্রাবণ নাটকে অভিনয় করছেন অর্পিতা, অপরাজিতা, অতনু, আয়রা, বিপ্লব, ধ্রুব, দীপ্ত, ফাহমিদা, ইকরা, রাজীব, নন্দিতা, পারমিতা, প্রীতম, নদী, লামিয়া, সিফাত, সোহা, অংকন, স্বপ্নীল, তোমো, প্রত্যাশা, রম্য, অর্থী, নোবেল, রিয়া, জিতু, আরিফ, আয়রিন, হিমেল, ঈশান, আতিশা, জ্যোতি, নাজমুল, পিনাকী, ফাল্গুনী ও পার্থ। সহকারী নির্দেশক ও আবহ সংগীতে আছেন দীপ্ত সেন। শব্দচয়ন ও শব্দবিন্যাসে ধ্রুব ব্যাপারী, হৃদয় ঘোষ রাজীব, জিন্নাতুল ইসলাম প্রত্যাশা, পোশাক ও মঞ্চসজ্জা করেছেন অতনু ও আয়রা মৌ।
শুক্রবার রাজধানীর শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় উদ্বোধনী প্রদর্শনীর পরের দিন একই স্থান ও সময়ে মঞ্চস্থ হবে নাটকটির দ্বিতীয় প্রদর্শনী। দুটি প্রদর্শনীই সবার জন্য উন্মুক্ত থাকবে।
জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের স্পিরিটকে উপজীব্য করে মঞ্চে একাধিক নতুন নাটকের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ শিল্পকলা একডেমি। সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আজ রাজধানীর শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে প্রদর্শিত হবে নাটক ‘অগ্নি শ্রাবণ’। পরিবেশনা করবে ভৈরবী গীতরঙ্গ দল। শান্তির আহ্বান নিয়ে নাটকটি রচনা ও নির্দেশনায় আছেন ইলিয়াস নবী ফয়সাল।
ভৈরবী গীতরঙ্গ দলের পক্ষ থেকে নতুন এই নাটক নিয়ে জানানো হয়েছে, সময় থেমে থাকে না। সে কেবলই এগিয়ে চলে নিয়তির অজানা রথে। ইতিহাসও থামে না, সে রচনা করে একের পর এক নতুন অধ্যায়। বদলায় রাজা, বদলায় রাজ্য—ক্ষমতা? সে তো সময়ের খেলোয়াড়, আজ যার, কাল তার নয়। ঠিক তেমনই এক পরিবর্তনের গল্প দেখা যাবে অগ্নি শ্রাবণ নাটকে।
অগ্নি শ্রাবণ নাটকে অভিনয় করছেন অর্পিতা, অপরাজিতা, অতনু, আয়রা, বিপ্লব, ধ্রুব, দীপ্ত, ফাহমিদা, ইকরা, রাজীব, নন্দিতা, পারমিতা, প্রীতম, নদী, লামিয়া, সিফাত, সোহা, অংকন, স্বপ্নীল, তোমো, প্রত্যাশা, রম্য, অর্থী, নোবেল, রিয়া, জিতু, আরিফ, আয়রিন, হিমেল, ঈশান, আতিশা, জ্যোতি, নাজমুল, পিনাকী, ফাল্গুনী ও পার্থ। সহকারী নির্দেশক ও আবহ সংগীতে আছেন দীপ্ত সেন। শব্দচয়ন ও শব্দবিন্যাসে ধ্রুব ব্যাপারী, হৃদয় ঘোষ রাজীব, জিন্নাতুল ইসলাম প্রত্যাশা, পোশাক ও মঞ্চসজ্জা করেছেন অতনু ও আয়রা মৌ।
শুক্রবার রাজধানীর শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় উদ্বোধনী প্রদর্শনীর পরের দিন একই স্থান ও সময়ে মঞ্চস্থ হবে নাটকটির দ্বিতীয় প্রদর্শনী। দুটি প্রদর্শনীই সবার জন্য উন্মুক্ত থাকবে।
গ্লাসগোর রাস্তায় শুটিং দেখতে জড়ো হয়েছেন অনেকে। ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন হল্যান্ড। তাঁদের সঙ্গে কথা বলছেন। ছবি তুলছেন। স্পাইডার-ম্যানের পোশাক পরা এক শিশুকে কাছে টেনে নেন তিনি।
৬ ঘণ্টা আগেঅভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
১০ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি করে দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে। যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
১২ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
১৫ ঘণ্টা আগে