আজকের পত্রিকা ডেস্ক
গতকাল শনিবার (৩১ মে) ভারতের হায়দরাবাদে অনুষ্ঠিত হয়েছে ৭২ তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা। জমকালো এই আয়োজনে এবার সেরা সুন্দরীর মুকুট জয় করেছেন থাইল্যান্ডের ওপাল সুচাতা চুয়াংস্রি। তবে শুধু সৌন্দর্যই নয়, তাঁর প্রজ্ঞা ও সংবেদনশীল উত্তরেই মুগ্ধ হয়েছেন বিচারক ও দর্শকেরা।
সুন্দরীদের প্রশ্নোত্তর পর্বে বিচারক ও অভিনেতা সোনু সুদ ওপালকে জিজ্ঞেস করেছিলেন—এই মিস ওয়ার্ল্ড যাত্রায় আপনি ব্যক্তিগত দায়িত্ব ও সত্য নিয়ে কী শিখলেন? কীভাবে আমরা গল্প বলার ধরন গঠনে ভূমিকা রাখি?
এই প্রশ্নের উত্তরে ওপাল বলেন, ‘নিজেকে এমন একজন মানুষ হিসেবে গড়ে তুলুন, যাকে কেউ না কেউ শ্রদ্ধাভরে দেখবে।’
তিনি বলেন, ‘আমি সব সময় বিশ্বাস করি—আপনি যেই হোন, আপনার বয়স যাই হোক না কেন, আপনার জীবনে আপনি যে ভূমিকাই পালন করুন না কেন—আপনার পাশে কেউ থাকেই। সেটা হয়তো একটা শিশু, একজন প্রাপ্তবয়স্ক, এমনকি আপনার বাবা-মাও হতে পারেন—যারা আপনাকে অনুসরণ করেন। আর মানুষকে নেতৃত্ব দেওয়ার সবচেয়ে ভালো উপায় হলো, নিজের কর্মে সৌজন্য ও সৌন্দর্য বজায় রাখা। এটাই আমাদের আশপাশের মানুষদের জন্য সবচেয়ে বড় উপহার।’
বিশ্লেষকেরা বলছেন, ওপালের এই মর্মস্পর্শী উত্তরই তাঁর মাথায় এনে দিয়েছে ২০২৫ সালের মিস ওয়ার্ল্ডের মুকুট।
হায়দরাবাদে আসার মাত্র এক সপ্তাহ আগেই গত ২২ এপ্রিল থাইল্যান্ডের মিস ওয়ার্ল্ড নির্বাচিত হয়েছিলেন ওপাল। ২০২৪ সালের মিস ইউনিভার্স প্রতিযোগিতায়ও তিনি অংশগ্রহণ করেছিলেন এবং তৃতীয় রানার-আপ হয়েছিলেন।
এবারের মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় প্রথম রানার-আপ হয়েছেন ইথিওপিয়ার সুন্দরী হাসসেট দেরেজে। এই প্রতিযোগিতায় এই প্রথম কোনো ইথিওপিয়ান এত দূর এগোলেন। তাঁকে প্রতিযোগিতার বিচারক ও অভিনেতা রানা দাগ্গুবতি প্রশ্ন করেছিলেন—সৌন্দর্য রানি হওয়া মানে কী?
এই প্রশ্নের উত্তরে হাসসেট বলেন, ‘অনেকেই ভাবে মিস ওয়ার্ল্ড একটা সাধারণ সৌন্দর্য প্রতিযোগিতা। কিন্তু এটা তার চেয়ে অনেক বেশি। আমি এখানে দাঁড়িয়ে আছি বলেই আমার পেছনে বহু শিশু ও মা কিছু না কিছু পাচ্ছেন। আমি গর্বিত—আমি প্রথম ইথিওপিয়ান, যে এত দূর এসেছে।
এবারের প্রতিযোগিতায় উপস্থাপনা করেন ২০১৬ সালের মিস ওয়ার্ল্ড স্টেফানি দেল ভায়েল এবং ভারতীয় উপস্থাপক সচিন কুম্ভার। ২০২২ সালের মিস ওয়ার্ল্ড ক্রিস্টিনা পিসকোভা নতুন বিজয়ীর মাথায় মুকুট পরিয়ে দেন এবং বলেন—স্বপ্ন দেখো, বিশ্বাস রাখো, সাফল্য আসবেই।
গতকাল শনিবার (৩১ মে) ভারতের হায়দরাবাদে অনুষ্ঠিত হয়েছে ৭২ তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা। জমকালো এই আয়োজনে এবার সেরা সুন্দরীর মুকুট জয় করেছেন থাইল্যান্ডের ওপাল সুচাতা চুয়াংস্রি। তবে শুধু সৌন্দর্যই নয়, তাঁর প্রজ্ঞা ও সংবেদনশীল উত্তরেই মুগ্ধ হয়েছেন বিচারক ও দর্শকেরা।
সুন্দরীদের প্রশ্নোত্তর পর্বে বিচারক ও অভিনেতা সোনু সুদ ওপালকে জিজ্ঞেস করেছিলেন—এই মিস ওয়ার্ল্ড যাত্রায় আপনি ব্যক্তিগত দায়িত্ব ও সত্য নিয়ে কী শিখলেন? কীভাবে আমরা গল্প বলার ধরন গঠনে ভূমিকা রাখি?
এই প্রশ্নের উত্তরে ওপাল বলেন, ‘নিজেকে এমন একজন মানুষ হিসেবে গড়ে তুলুন, যাকে কেউ না কেউ শ্রদ্ধাভরে দেখবে।’
তিনি বলেন, ‘আমি সব সময় বিশ্বাস করি—আপনি যেই হোন, আপনার বয়স যাই হোক না কেন, আপনার জীবনে আপনি যে ভূমিকাই পালন করুন না কেন—আপনার পাশে কেউ থাকেই। সেটা হয়তো একটা শিশু, একজন প্রাপ্তবয়স্ক, এমনকি আপনার বাবা-মাও হতে পারেন—যারা আপনাকে অনুসরণ করেন। আর মানুষকে নেতৃত্ব দেওয়ার সবচেয়ে ভালো উপায় হলো, নিজের কর্মে সৌজন্য ও সৌন্দর্য বজায় রাখা। এটাই আমাদের আশপাশের মানুষদের জন্য সবচেয়ে বড় উপহার।’
বিশ্লেষকেরা বলছেন, ওপালের এই মর্মস্পর্শী উত্তরই তাঁর মাথায় এনে দিয়েছে ২০২৫ সালের মিস ওয়ার্ল্ডের মুকুট।
হায়দরাবাদে আসার মাত্র এক সপ্তাহ আগেই গত ২২ এপ্রিল থাইল্যান্ডের মিস ওয়ার্ল্ড নির্বাচিত হয়েছিলেন ওপাল। ২০২৪ সালের মিস ইউনিভার্স প্রতিযোগিতায়ও তিনি অংশগ্রহণ করেছিলেন এবং তৃতীয় রানার-আপ হয়েছিলেন।
এবারের মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় প্রথম রানার-আপ হয়েছেন ইথিওপিয়ার সুন্দরী হাসসেট দেরেজে। এই প্রতিযোগিতায় এই প্রথম কোনো ইথিওপিয়ান এত দূর এগোলেন। তাঁকে প্রতিযোগিতার বিচারক ও অভিনেতা রানা দাগ্গুবতি প্রশ্ন করেছিলেন—সৌন্দর্য রানি হওয়া মানে কী?
এই প্রশ্নের উত্তরে হাসসেট বলেন, ‘অনেকেই ভাবে মিস ওয়ার্ল্ড একটা সাধারণ সৌন্দর্য প্রতিযোগিতা। কিন্তু এটা তার চেয়ে অনেক বেশি। আমি এখানে দাঁড়িয়ে আছি বলেই আমার পেছনে বহু শিশু ও মা কিছু না কিছু পাচ্ছেন। আমি গর্বিত—আমি প্রথম ইথিওপিয়ান, যে এত দূর এসেছে।
এবারের প্রতিযোগিতায় উপস্থাপনা করেন ২০১৬ সালের মিস ওয়ার্ল্ড স্টেফানি দেল ভায়েল এবং ভারতীয় উপস্থাপক সচিন কুম্ভার। ২০২২ সালের মিস ওয়ার্ল্ড ক্রিস্টিনা পিসকোভা নতুন বিজয়ীর মাথায় মুকুট পরিয়ে দেন এবং বলেন—স্বপ্ন দেখো, বিশ্বাস রাখো, সাফল্য আসবেই।
বুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ‘কুরাক’ চলচ্চিত্রকে বাংলাদেশের জুলাই মেমোরিয়াল পদকে ভূষিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে সিনেমার পরিচালক এর্কে জুমাকমাতোভার হাতে পুরস্কার তুলে দেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
২ ঘণ্টা আগেগত আগস্টে বঙ্গরঙ্গ নাট্যদল নিয়ে এসেছিল তাদের নতুন নাটক ‘মৃত্যুহীন প্রাণ’। আবারও মঞ্চে উঠছে নাটকটি। আগামীকাল শুক্রবার রাজধানীর শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে মৃত্যুহীন প্রাণ নাটকের দ্বিতীয় প্রদর্শনী।
৬ ঘণ্টা আগেছন্দে ফিরেছে কোক স্টুডিও বাংলা। এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর হাশিম মাহমুদের ‘বাজি’ গান দিয়ে আবার শুরু হয়েছে কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজনের কার্যক্রম। এরপর প্রকাশ পেয়েছে অংকন কুমার ও শেখ মুমতাহিনা মেহজাবিনের গাওয়া ‘লং ডিসট্যান্স লাভ’। এবার কোক স্টুডিওতে আসছেন সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ।
১৬ ঘণ্টা আগেবিশ্ববিদ্যালয়ের জীবনের দুষ্ট-মিষ্টি সময়ের গল্পের ওয়েব ফিল্ম ‘লিটল মিস ক্যাওস’। বানিয়েছেন মাহমুদা সুলতানা রীমা। এটি নির্মাতার প্রথম ওয়েব ফিল্ম। কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন সাদ সালমি নাওভী ও সাদনিমা বিনতে নোমান।
১৬ ঘণ্টা আগে