বিনোদন ডেস্ক
চলতি বছরের শুরুতেই সহকর্মী বন্ধুরা দেখতে গিয়েছিলেন অভিনেতা মাসুদ আলী খানকে। ছিলেন অভিনেতা খায়রুল আলম সবুজ, আসাদুজ্জামান নূর, আমিরুল হক চৌধুরী, আবুল হায়াত ও দিলারা জামান। বড় কাতর কণ্ঠে সেদিনও বলেছিলেন, অভিনয়ে ফিরতে চান তিনি। সব ফেরা হয় না কখনো কখনো। ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের চোখের কোণে জল ছুঁয়ে দিয়ে গতকাল চলে গেলেন মাসুদ আলী খান। তাঁর মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনে নেমেছে শোকের ছায়া। তাঁকে নিয়ে স্মৃতিচারণা করেছেন অভিনেতা মামুনুর রশীদ ও দিলারা জাচলতি বছরের শুরুতেই সহকর্মী বন্ধুরা দেখতে গিয়েছিলেন অভিনেতা মাসুদ আলী খানকে। ছিলেন অভিনেতা খায়রুল আলম সবুজ, আসাদুজ্জামান নূর, আমিরুল হক চৌধুরী, আবুল হায়াত ও দিলারা জামান। বড় কাতর কণ্ঠে সেদিনও বলেছিলেন, অভিনয়ে ফিরতে চান তিনি।
উনি আমাদের ইতিহাস
—মামুনুর রশীদ, নাট্যব্যক্তিত্ব
মাসুদ ভাইয়ের সঙ্গে অনেক নাটকে অভিনয় করেছি। আমার পরিচালনাতেও তিনি কাজ করেছেন। মানিকগঞ্জে উনার বাড়িতেও শুটিং করেছি। উনাদের গ্রামের নাম পারিল। শুটিং করার সময় কত স্মৃতি আছে উনার সঙ্গে। পাকিস্তান আমল থেকে উনি ড্রামা সার্কেলের সঙ্গে জড়িত ছিলেন। আমরা যখন বাংলাদেশে নব নাট্যচর্চা শুরু করি, সে সময় আমাদের জন্য বিশাল অনুপ্রেরণা ছিলেন মাসুদ আলী খান। তাঁর কাছে অনেক কিছু জানার চেষ্টা করতাম, শেখার চেষ্টা করতাম।
তিনি আগ্রহ নিয়ে তাঁর অভিজ্ঞতা আমাদের জানাতেন। উনি থিয়েটার চর্চার পাশাপাশি মিডিয়াতেও কাজ করতে চাইতেন সব সময়। সেটা তিনি সফলভাবেই করেছেন। এককথায় যদি বলি উনি আমাদের ইতিহাস। সবশেষ গত বছর আলী যাকের নতুনের উৎসবে তাঁর সঙ্গে আমার দেখা হয়েছিল। দেখা হলেই নানা বিষয় নিয়ে আমাদের কথা হতো। খুব ভালো মানুষ, খুব সুন্দরভাবে ইতিহাস বলতেন আমাদের।
তিনি ছিলেন অনুকরণীয়
—দিলারা জামান, অভিনেত্রী
আমাদের পরম শ্রদ্ধার একজন মানুষ মাসুদ ভাই। উনি আমাদের অভিনয়শিল্পীদের মধ্যে সিনিয়র ছিলেন। দেশের প্রথম নাটকের দল ড্রামা সার্কেলের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। সিনেমাতেও অভিনয় করতেন। তিনি ছিলেন অনুকরণীয়। উনার সঙ্গে আমার অনেক কাজ হয়েছে। বেশির ভাগ সময় তিনি আমার স্বামীর চরিত্রে অভিনয় করেছেন। কত স্মৃতি আমাদের। ব্যক্তি হিসেবেও তিনি এবং তাঁর স্ত্রী খুব ভালো মানুষ। তাঁদের সঙ্গে আমাদের পারিবারিক সম্পর্ক ছিল।
মাসুদ ভাইয়ের শ্বশুরবাড়িতেও গিয়েছিলাম বেড়াতে। মাসুদ ভাই আমার স্বামীকে ভাই বলতেন, তাই আমাকে ভাবি বলে ডাকতেন। আমি যে কতবার তাঁকে বলেছি, আমি আপনার কত ছোট, আমাকে কেন ভাবি ডাকেন। তিনি প্রায়ই আমার কাছে খাওয়ার আবদার করতেন। খুব মনে পড়ছে সেসব কথা। সন্ধ্যায় তাঁর মৃত্যুর সংবাদটি শুনে থমকে যাই। এক এক করে আমাদের সব সাথিরা চলে যাচ্ছেন। ভাবতেই কষ্ট লাগছে।
চলতি বছরের শুরুতেই সহকর্মী বন্ধুরা দেখতে গিয়েছিলেন অভিনেতা মাসুদ আলী খানকে। ছিলেন অভিনেতা খায়রুল আলম সবুজ, আসাদুজ্জামান নূর, আমিরুল হক চৌধুরী, আবুল হায়াত ও দিলারা জামান। বড় কাতর কণ্ঠে সেদিনও বলেছিলেন, অভিনয়ে ফিরতে চান তিনি। সব ফেরা হয় না কখনো কখনো। ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের চোখের কোণে জল ছুঁয়ে দিয়ে গতকাল চলে গেলেন মাসুদ আলী খান। তাঁর মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনে নেমেছে শোকের ছায়া। তাঁকে নিয়ে স্মৃতিচারণা করেছেন অভিনেতা মামুনুর রশীদ ও দিলারা জাচলতি বছরের শুরুতেই সহকর্মী বন্ধুরা দেখতে গিয়েছিলেন অভিনেতা মাসুদ আলী খানকে। ছিলেন অভিনেতা খায়রুল আলম সবুজ, আসাদুজ্জামান নূর, আমিরুল হক চৌধুরী, আবুল হায়াত ও দিলারা জামান। বড় কাতর কণ্ঠে সেদিনও বলেছিলেন, অভিনয়ে ফিরতে চান তিনি।
উনি আমাদের ইতিহাস
—মামুনুর রশীদ, নাট্যব্যক্তিত্ব
মাসুদ ভাইয়ের সঙ্গে অনেক নাটকে অভিনয় করেছি। আমার পরিচালনাতেও তিনি কাজ করেছেন। মানিকগঞ্জে উনার বাড়িতেও শুটিং করেছি। উনাদের গ্রামের নাম পারিল। শুটিং করার সময় কত স্মৃতি আছে উনার সঙ্গে। পাকিস্তান আমল থেকে উনি ড্রামা সার্কেলের সঙ্গে জড়িত ছিলেন। আমরা যখন বাংলাদেশে নব নাট্যচর্চা শুরু করি, সে সময় আমাদের জন্য বিশাল অনুপ্রেরণা ছিলেন মাসুদ আলী খান। তাঁর কাছে অনেক কিছু জানার চেষ্টা করতাম, শেখার চেষ্টা করতাম।
তিনি আগ্রহ নিয়ে তাঁর অভিজ্ঞতা আমাদের জানাতেন। উনি থিয়েটার চর্চার পাশাপাশি মিডিয়াতেও কাজ করতে চাইতেন সব সময়। সেটা তিনি সফলভাবেই করেছেন। এককথায় যদি বলি উনি আমাদের ইতিহাস। সবশেষ গত বছর আলী যাকের নতুনের উৎসবে তাঁর সঙ্গে আমার দেখা হয়েছিল। দেখা হলেই নানা বিষয় নিয়ে আমাদের কথা হতো। খুব ভালো মানুষ, খুব সুন্দরভাবে ইতিহাস বলতেন আমাদের।
তিনি ছিলেন অনুকরণীয়
—দিলারা জামান, অভিনেত্রী
আমাদের পরম শ্রদ্ধার একজন মানুষ মাসুদ ভাই। উনি আমাদের অভিনয়শিল্পীদের মধ্যে সিনিয়র ছিলেন। দেশের প্রথম নাটকের দল ড্রামা সার্কেলের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। সিনেমাতেও অভিনয় করতেন। তিনি ছিলেন অনুকরণীয়। উনার সঙ্গে আমার অনেক কাজ হয়েছে। বেশির ভাগ সময় তিনি আমার স্বামীর চরিত্রে অভিনয় করেছেন। কত স্মৃতি আমাদের। ব্যক্তি হিসেবেও তিনি এবং তাঁর স্ত্রী খুব ভালো মানুষ। তাঁদের সঙ্গে আমাদের পারিবারিক সম্পর্ক ছিল।
মাসুদ ভাইয়ের শ্বশুরবাড়িতেও গিয়েছিলাম বেড়াতে। মাসুদ ভাই আমার স্বামীকে ভাই বলতেন, তাই আমাকে ভাবি বলে ডাকতেন। আমি যে কতবার তাঁকে বলেছি, আমি আপনার কত ছোট, আমাকে কেন ভাবি ডাকেন। তিনি প্রায়ই আমার কাছে খাওয়ার আবদার করতেন। খুব মনে পড়ছে সেসব কথা। সন্ধ্যায় তাঁর মৃত্যুর সংবাদটি শুনে থমকে যাই। এক এক করে আমাদের সব সাথিরা চলে যাচ্ছেন। ভাবতেই কষ্ট লাগছে।
ঈদে মুক্তি পাওয়া আফরান নিশো অভিনীত ‘দাগি’ সিনেমায় জেফার রহমানের গাওয়া ‘নিয়ে যাবে কি’ শিরোনামের গানটি ইতিমধ্যেই শ্রোতাদের মন ছুঁয়েছে। অনলাইনেও গানটি নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছে। ‘নিয়ে যাবে কি আমায় দূরে কল্পনায়, তোমার আর আমার গল্পে কি আবার হবে নতুন সূচনা’ এমন কথায় গানটি লিখেছেন বাঁধন, সুর করেছেন জেফার
৩৪ মিনিট আগেআন্তর্জাতিক নৃত্য দিবসে নতুন উদ্যোগের কথা জানালেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী উম্মে হাবিবা। রাজধানীর নিকেতনে শুরু করেছেন নিজের নৃত্য প্রতিষ্ঠান। টিম কালারস ড্যান্স ক্লাস নামের এই প্রতিষ্ঠানে ভরতনাট্যম, সেমি-ক্লাসিক্যাল, কনটেম্পরারি ও বলিউড নৃত্যশৈলীতে প্রশিক্ষণ দেওয়া হবে।
৪১ মিনিট আগেমহান মে দিবসে শিশুশিল্পীদের নিয়ে দুরন্ত টিভি প্রচার করবে বিশেষ নৃত্যানুষ্ঠান ‘নোঙর তোলো তোলো’। অনুষ্ঠানটিতে এম আর ওয়াসেকের নৃত্য পরিচালনায় গণসংগীতের সঙ্গে নৃত্য পরিবেশন করেছে নন্দনকলা কেন্দ্রের নৃত্যশিল্পী পুষ্পিতা, অর্পিতা, ইমি, পিউ, ইরা, অর্জন, মাহমুদা, শ্রেষ্ঠা, লাবিবা, সিলভা, সাদিয়া, সিজান, সিফা
১ ঘণ্টা আগেদীর্ঘ খরা কাটিয়ে ২০২৩ সালে পরপর তিন সিনেমা দিয়ে রাজকীয় প্রত্যাবর্তন ঘটে শাহরুখ খানের। ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডানকি’ দিয়ে সে বছর বক্স অফিসে নয়া রেকর্ড গড়েন বলিউড বাদশা। এরপর কিছুটা বিরতি। গত বছর কোনো সিনেমা মুক্তি পায়নি শাহরুখের, এ বছরটাও ফাঁকা যাবে। নতুন সিনেমা নিয়ে তিনি প্রেক্ষাগৃহে ফিরবেন ২০২৬ সালে।
১ ঘণ্টা আগে