নিজেকে শুধু গানেই আটকে রাখেননি সংগীতশিল্পী সাবরিনা পড়শী। হয়েছেন রেডিও জকি, করেছেন অভিনয়ও। এবার নতুন আরও এক পরিচয়ে দেখা গেল তাঁকে। নিজের ফেসবুক পেজে খাবারের রেসিপি নিয়ে হাজির হয়েছেন পড়শী। অনুষ্ঠানের নাম দিয়েছেন ‘কুক উইদ পড়শী’। গত মঙ্গলবার পড়শীর রেসিপি অনুষ্ঠানের প্রথম পর্ব প্রকাশ পেয়েছে।
প্রথম রেসিপিতে পড়শী শিখিয়েছেন আলু চাট রান্না। রান্নার শুরুতে পড়শী জানান এটি তাঁর পছন্দের খাবারের একটি। পড়শী বলেন, ‘রোজা ভাঙার পর অনেকে টক খেতে পছন্দ করেন, অনেকের আবার ঝাল পছন্দ। তবে আমি টক-ঝাল মিলিয়ে খেতে পছন্দ করি। তাই আলু চাট আমার খুব পছন্দের। সেই রেসিপি সবার সঙ্গে ভাগ করে নিলাম।’
খাবারের অনুষ্ঠান নিয়ে পড়শী বলেন, ‘রান্নাটা আমার শখ। এই প্রথম রান্না নিয়ে সবার সামনে এলাম। রান্না কাউকে শেখাতে চাই না। শুধু রান্না করার আনন্দটা সবার সঙ্গে ভাগ করতে চাই। এই অনুষ্ঠানে অনেকগুলো রেসেপি শেয়ার করব, যে খাবারগুলো আমি খেয়ে থাকি এবং আমার পছন্দের। সবগুলো পর্ব আমার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে।’
আসছে রোজার ঈদে গান ও অভিনয়—দুই মাধ্যমেই পাওয়া যাবে পড়শীকে। সম্প্রতি তিনি কণ্ঠ দিয়েছেন মহিদুল মহিমের ‘হৃদয়ের এক কোণে’ নাটকের টাইটেল গানে। এতে পড়শীর সঙ্গে গেয়েছেন আভরাল সাহির। নাটকের প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান ও তানজিম সাইয়ারা তটিনী। একই পরিচালকের ‘ফেরারি মন’ নাটকে আরেকটি দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন পড়শী ও আভরাল সাহির। গানের শিরোনাম ‘তুই যে আমার’। গানটির কথা লিখেছেন এসকে দীপ। সুর ও সংগীতায়োজনে আভরাল সাহির।
‘ফেরারী মন’ নাটকে জোভানের বিপরীতে অভিনয় করেছেন পড়শী। এ ছাড়া আসছে রোজার ঈদে আরও কয়েকটি নাটকে অভিনয় করেছেন তিনি। পাশাপাশি এই ঈদে নাটকের প্রযোজক হিসেবেও অভিষেক হওয়ার কথা রয়েছে পড়শীর।
নাটক প্রযোজনায় নতুন হলেও প্রযোজক হিসেবে অভিজ্ঞতা আছে পড়শীর। নিজের ইউটিউব চ্যানেল থেকে নিয়মিত গান প্রকাশ করছেন তিনি। এবার ইউটিউব চ্যানেলের জন্য নাটক বানানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
নিজেকে শুধু গানেই আটকে রাখেননি সংগীতশিল্পী সাবরিনা পড়শী। হয়েছেন রেডিও জকি, করেছেন অভিনয়ও। এবার নতুন আরও এক পরিচয়ে দেখা গেল তাঁকে। নিজের ফেসবুক পেজে খাবারের রেসিপি নিয়ে হাজির হয়েছেন পড়শী। অনুষ্ঠানের নাম দিয়েছেন ‘কুক উইদ পড়শী’। গত মঙ্গলবার পড়শীর রেসিপি অনুষ্ঠানের প্রথম পর্ব প্রকাশ পেয়েছে।
প্রথম রেসিপিতে পড়শী শিখিয়েছেন আলু চাট রান্না। রান্নার শুরুতে পড়শী জানান এটি তাঁর পছন্দের খাবারের একটি। পড়শী বলেন, ‘রোজা ভাঙার পর অনেকে টক খেতে পছন্দ করেন, অনেকের আবার ঝাল পছন্দ। তবে আমি টক-ঝাল মিলিয়ে খেতে পছন্দ করি। তাই আলু চাট আমার খুব পছন্দের। সেই রেসিপি সবার সঙ্গে ভাগ করে নিলাম।’
খাবারের অনুষ্ঠান নিয়ে পড়শী বলেন, ‘রান্নাটা আমার শখ। এই প্রথম রান্না নিয়ে সবার সামনে এলাম। রান্না কাউকে শেখাতে চাই না। শুধু রান্না করার আনন্দটা সবার সঙ্গে ভাগ করতে চাই। এই অনুষ্ঠানে অনেকগুলো রেসেপি শেয়ার করব, যে খাবারগুলো আমি খেয়ে থাকি এবং আমার পছন্দের। সবগুলো পর্ব আমার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে।’
আসছে রোজার ঈদে গান ও অভিনয়—দুই মাধ্যমেই পাওয়া যাবে পড়শীকে। সম্প্রতি তিনি কণ্ঠ দিয়েছেন মহিদুল মহিমের ‘হৃদয়ের এক কোণে’ নাটকের টাইটেল গানে। এতে পড়শীর সঙ্গে গেয়েছেন আভরাল সাহির। নাটকের প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান ও তানজিম সাইয়ারা তটিনী। একই পরিচালকের ‘ফেরারি মন’ নাটকে আরেকটি দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন পড়শী ও আভরাল সাহির। গানের শিরোনাম ‘তুই যে আমার’। গানটির কথা লিখেছেন এসকে দীপ। সুর ও সংগীতায়োজনে আভরাল সাহির।
‘ফেরারী মন’ নাটকে জোভানের বিপরীতে অভিনয় করেছেন পড়শী। এ ছাড়া আসছে রোজার ঈদে আরও কয়েকটি নাটকে অভিনয় করেছেন তিনি। পাশাপাশি এই ঈদে নাটকের প্রযোজক হিসেবেও অভিষেক হওয়ার কথা রয়েছে পড়শীর।
নাটক প্রযোজনায় নতুন হলেও প্রযোজক হিসেবে অভিজ্ঞতা আছে পড়শীর। নিজের ইউটিউব চ্যানেল থেকে নিয়মিত গান প্রকাশ করছেন তিনি। এবার ইউটিউব চ্যানেলের জন্য নাটক বানানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
এই সাফল্যের আনন্দ কিছুটা হলেও মলিন করে দিয়েছে নকলের অভিযোগ। অনেকে অভিযোগ করছে, ২০০৪ সালের কোরিয়ান সিনেমা ‘আ মোমেন্ট টু রিমেম্বার’-এর গল্প চুরি করে তৈরি হয়েছে সাইয়ারা। সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে চলছে কাটাছেঁড়া।
৮ ঘণ্টা আগেইদানীং হাঁটুর সমস্যায় ভুগছেন নিশো। এখন স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছেন যদিও, কিন্তু এ অবস্থায় শুটিংয়ে যাওয়া ঝুঁকিপূর্ণ। সুড়ঙ্গ ২ সিনেমার শুটিং শুরুর আগে তাই নিশোকে যেতে হবে ছুরি-কাঁচির নিচে। করাতে হবে হাঁটুর অস্ত্রোপচার।
৮ ঘণ্টা আগেগত কোরবানির ঈদে টিভিতে প্রচার হয়েছিল ইমরাউল রাফাত পরিচালিত নাটক ‘বকুল ফুল’। এতে একজন মানসিক রোগীর চরিত্রে অভিনয় করেছেন সামিরা খান মাহি। নাটকটি গত বৃহস্পতিবার ইউটিউবে প্রকাশের পর আবার আলোচনায় তিনি। প্রশংসিত হচ্ছে মাহির অভিনয় ও লুক। বকুল ফুল নাটকসহ অন্যান্য বিষয়ে অভিনেত্রীর সঙ্গে কথা বলেছেন শিহাব...
২১ ঘণ্টা আগেসেই আশির দশকের শুরুতে পরিচালনা শুরু জেমস ক্যামেরনের। বানিয়েছেন ‘টার্মিনেটর’, ‘এলিয়েনস’, ‘টাইটানিক’সহ অনেক আলোচিত সিনেমা। তবে দেড় যুগ ধরে এই জনপ্রিয় নির্মাতা আটকে আছেন একই বিষয়ে। ২০০৯ সালে মুক্তি পেয়েছিল ‘অ্যাভাটার’, তার পর থেকে অন্য কোনো বিষয় নিয়ে ভাবেননি।
২১ ঘণ্টা আগে