নিজেকে শুধু গানেই আটকে রাখেননি সংগীতশিল্পী সাবরিনা পড়শী। হয়েছেন রেডিও জকি, করেছেন অভিনয়ও। এবার নতুন আরও এক পরিচয়ে দেখা গেল তাঁকে। নিজের ফেসবুক পেজে খাবারের রেসিপি নিয়ে হাজির হয়েছেন পড়শী। অনুষ্ঠানের নাম দিয়েছেন ‘কুক উইদ পড়শী’। গত মঙ্গলবার পড়শীর রেসিপি অনুষ্ঠানের প্রথম পর্ব প্রকাশ পেয়েছে।
প্রথম রেসিপিতে পড়শী শিখিয়েছেন আলু চাট রান্না। রান্নার শুরুতে পড়শী জানান এটি তাঁর পছন্দের খাবারের একটি। পড়শী বলেন, ‘রোজা ভাঙার পর অনেকে টক খেতে পছন্দ করেন, অনেকের আবার ঝাল পছন্দ। তবে আমি টক-ঝাল মিলিয়ে খেতে পছন্দ করি। তাই আলু চাট আমার খুব পছন্দের। সেই রেসিপি সবার সঙ্গে ভাগ করে নিলাম।’
খাবারের অনুষ্ঠান নিয়ে পড়শী বলেন, ‘রান্নাটা আমার শখ। এই প্রথম রান্না নিয়ে সবার সামনে এলাম। রান্না কাউকে শেখাতে চাই না। শুধু রান্না করার আনন্দটা সবার সঙ্গে ভাগ করতে চাই। এই অনুষ্ঠানে অনেকগুলো রেসেপি শেয়ার করব, যে খাবারগুলো আমি খেয়ে থাকি এবং আমার পছন্দের। সবগুলো পর্ব আমার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে।’
আসছে রোজার ঈদে গান ও অভিনয়—দুই মাধ্যমেই পাওয়া যাবে পড়শীকে। সম্প্রতি তিনি কণ্ঠ দিয়েছেন মহিদুল মহিমের ‘হৃদয়ের এক কোণে’ নাটকের টাইটেল গানে। এতে পড়শীর সঙ্গে গেয়েছেন আভরাল সাহির। নাটকের প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান ও তানজিম সাইয়ারা তটিনী। একই পরিচালকের ‘ফেরারি মন’ নাটকে আরেকটি দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন পড়শী ও আভরাল সাহির। গানের শিরোনাম ‘তুই যে আমার’। গানটির কথা লিখেছেন এসকে দীপ। সুর ও সংগীতায়োজনে আভরাল সাহির।
‘ফেরারী মন’ নাটকে জোভানের বিপরীতে অভিনয় করেছেন পড়শী। এ ছাড়া আসছে রোজার ঈদে আরও কয়েকটি নাটকে অভিনয় করেছেন তিনি। পাশাপাশি এই ঈদে নাটকের প্রযোজক হিসেবেও অভিষেক হওয়ার কথা রয়েছে পড়শীর।
নাটক প্রযোজনায় নতুন হলেও প্রযোজক হিসেবে অভিজ্ঞতা আছে পড়শীর। নিজের ইউটিউব চ্যানেল থেকে নিয়মিত গান প্রকাশ করছেন তিনি। এবার ইউটিউব চ্যানেলের জন্য নাটক বানানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
নিজেকে শুধু গানেই আটকে রাখেননি সংগীতশিল্পী সাবরিনা পড়শী। হয়েছেন রেডিও জকি, করেছেন অভিনয়ও। এবার নতুন আরও এক পরিচয়ে দেখা গেল তাঁকে। নিজের ফেসবুক পেজে খাবারের রেসিপি নিয়ে হাজির হয়েছেন পড়শী। অনুষ্ঠানের নাম দিয়েছেন ‘কুক উইদ পড়শী’। গত মঙ্গলবার পড়শীর রেসিপি অনুষ্ঠানের প্রথম পর্ব প্রকাশ পেয়েছে।
প্রথম রেসিপিতে পড়শী শিখিয়েছেন আলু চাট রান্না। রান্নার শুরুতে পড়শী জানান এটি তাঁর পছন্দের খাবারের একটি। পড়শী বলেন, ‘রোজা ভাঙার পর অনেকে টক খেতে পছন্দ করেন, অনেকের আবার ঝাল পছন্দ। তবে আমি টক-ঝাল মিলিয়ে খেতে পছন্দ করি। তাই আলু চাট আমার খুব পছন্দের। সেই রেসিপি সবার সঙ্গে ভাগ করে নিলাম।’
খাবারের অনুষ্ঠান নিয়ে পড়শী বলেন, ‘রান্নাটা আমার শখ। এই প্রথম রান্না নিয়ে সবার সামনে এলাম। রান্না কাউকে শেখাতে চাই না। শুধু রান্না করার আনন্দটা সবার সঙ্গে ভাগ করতে চাই। এই অনুষ্ঠানে অনেকগুলো রেসেপি শেয়ার করব, যে খাবারগুলো আমি খেয়ে থাকি এবং আমার পছন্দের। সবগুলো পর্ব আমার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে।’
আসছে রোজার ঈদে গান ও অভিনয়—দুই মাধ্যমেই পাওয়া যাবে পড়শীকে। সম্প্রতি তিনি কণ্ঠ দিয়েছেন মহিদুল মহিমের ‘হৃদয়ের এক কোণে’ নাটকের টাইটেল গানে। এতে পড়শীর সঙ্গে গেয়েছেন আভরাল সাহির। নাটকের প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান ও তানজিম সাইয়ারা তটিনী। একই পরিচালকের ‘ফেরারি মন’ নাটকে আরেকটি দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন পড়শী ও আভরাল সাহির। গানের শিরোনাম ‘তুই যে আমার’। গানটির কথা লিখেছেন এসকে দীপ। সুর ও সংগীতায়োজনে আভরাল সাহির।
‘ফেরারী মন’ নাটকে জোভানের বিপরীতে অভিনয় করেছেন পড়শী। এ ছাড়া আসছে রোজার ঈদে আরও কয়েকটি নাটকে অভিনয় করেছেন তিনি। পাশাপাশি এই ঈদে নাটকের প্রযোজক হিসেবেও অভিষেক হওয়ার কথা রয়েছে পড়শীর।
নাটক প্রযোজনায় নতুন হলেও প্রযোজক হিসেবে অভিজ্ঞতা আছে পড়শীর। নিজের ইউটিউব চ্যানেল থেকে নিয়মিত গান প্রকাশ করছেন তিনি। এবার ইউটিউব চ্যানেলের জন্য নাটক বানানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, আসনা হাবিব ভাবনা, চিত্রনায়ক জায়েদ খানসহ ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা হয়েছে। ঢাকার নিম্ন আদালতে এই মামলা করা হয়।
৫ ঘণ্টা আগেগত নভেম্বরে ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করে আদর আজাদ ও বুবলী অভিনীত ‘পিনিক’ সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছিল। জানানো হয়েছিল, রোজার ঈদে মুক্তির লক্ষ্য নিয়ে তৈরি হচ্ছে সিনেমাটি। শেষ পর্যন্ত ঈদে মুক্তি দেওয়া সম্ভব হয়নি। রোজার ঈদে না এলেও কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে আসবে পিনিক। আজকের পত্রিকাকে বিষয়টি
১৬ ঘণ্টা আগেআজ ২৯ এপ্রিল, আন্তর্জাতিক নৃত্য দিবস। এ উপলক্ষে রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশন প্রচার করবে বিশেষ অনুষ্ঠান ‘মায়া বেঙ্গল ইন মোশন’। সম্প্রতি রাজধানীর গুলশানের একটি কনভেনশন সেন্টারে আয়োজন করা হয়েছিল অনুষ্ঠানটি। সেটি আজ প্রচার করা হবে দর্শকদের জন্য।
১৬ ঘণ্টা আগে‘বজরঙ্গি ভাইজান’ দেখে চোখ ভিজেছিল দর্শকদের। ২০১৫ সালে মুক্তি পাওয়া সিনেমাটি প্রায় ৯৬৯ কোটি রুপি ব্যবসা করেছিল। শুধু টাকার অঙ্ক নয়, সালমানের ক্যারিয়ারও সমৃদ্ধ করেছিল হনুমানভক্ত পবন কল্যাণ আর এক বোবা শিশুর ঘরে ফেরার এই গল্প। অনেক দিন ধরে গুঞ্জন, আসতে পারে বজরঙ্গি ভাইজান-এর সিকুয়েল। এবার সেই গুঞ্জনের
১৬ ঘণ্টা আগে