টাইটানিকখ্যাত ব্লকব্লাস্টার নির্মাতা জেমস ক্যামেরন ভবিষ্যতের পৃথিবীকে তুলে ধরেন তাঁর বিজ্ঞানভিত্তিক কল্পকাহিনী নির্ভর ‘অ্যাভাটার’ সিনেমায়। সর্বকালের সব রেকর্ড ভেঙে দিয়ে বিশ্বব্যাপী ব্যবসার যে মাইলস্টোন গড়েছিল তাঁর ‘টাইটানিক’ ছবিটি, নিজের সেই সিনেমাকেও ছাড়িয়ে যায় ‘অ্যাভাটার’। ২০০৯ সালে মুক্তি পাওয়া জনপ্রিয় এই সিনেমা আয় করে ২৮০ কোটি ডলারের বেশি।
দুনিয়াজুড়ে ঝড় তোলা সিনেমাটির সিক্যুয়াল আসছে শিগগিরই। এটি নির্মাণ সম্পন্ন হয়েছে এরই মধ্যে। এবার জানা গেল ছবির নাম। ব্রিটিশ গণমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট জানায়, সিনেমাটির নাম হবে ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’। পাশাপাশি জানা যায় সিনেমা মুক্তির তারিখও। বিশ্বব্যাপী ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’ মুক্তি পাবে আগামী ১৬ ডিসেম্বর।
যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে সিনেমাকন কনভেনশনে ডিজনি এই ঘোষণা দেয়। এ সময় নির্মাতা জেমস ক্যামেরন ও প্রযোজক জন ল্যান্ডাউ ভার্চুয়ালি উপস্থিত ছিলেন। সিনেমাটির জন্য কঠোর পরিশ্রম করছেন উল্লেখ করে অস্কার বিজয়ী নির্মাতা ক্যামেরন বলেন, ‘প্যান্ডোরাতে আমাদের প্রত্যাবর্তন সত্যিই বিশেষ কিছু হতে যাচ্ছে। প্রতিটি শট বড় স্ক্রিন, সর্বোচ্চ রেজুলেশন এবং থ্রি-ডিতে উপভোগের কথা মাথায় রেখে করা হয়েছে।’
‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’ সিনেমায় এবারও জ্যাক সুলি ও না’ভি নেইতিরির ভূমিকায় থাকছেন যথাক্রমে স্যাম ওয়ার্থিংটন ও জো সালদানা। আর সিগর্নি ওয়েভারকে দেখা যাবে ডক্টর গ্রেস অগাস্টিন চরিত্রে। এ ছাড়াও থাকছেন কেট উইন্সলেট, এডি ফ্যালকো, জিওভানি রিবিসি, মিশেল ইয়োহ, জারমাইন ক্লেমেন্টের মতো তারকাদের।
টাইটানিকখ্যাত ব্লকব্লাস্টার নির্মাতা জেমস ক্যামেরন ভবিষ্যতের পৃথিবীকে তুলে ধরেন তাঁর বিজ্ঞানভিত্তিক কল্পকাহিনী নির্ভর ‘অ্যাভাটার’ সিনেমায়। সর্বকালের সব রেকর্ড ভেঙে দিয়ে বিশ্বব্যাপী ব্যবসার যে মাইলস্টোন গড়েছিল তাঁর ‘টাইটানিক’ ছবিটি, নিজের সেই সিনেমাকেও ছাড়িয়ে যায় ‘অ্যাভাটার’। ২০০৯ সালে মুক্তি পাওয়া জনপ্রিয় এই সিনেমা আয় করে ২৮০ কোটি ডলারের বেশি।
দুনিয়াজুড়ে ঝড় তোলা সিনেমাটির সিক্যুয়াল আসছে শিগগিরই। এটি নির্মাণ সম্পন্ন হয়েছে এরই মধ্যে। এবার জানা গেল ছবির নাম। ব্রিটিশ গণমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট জানায়, সিনেমাটির নাম হবে ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’। পাশাপাশি জানা যায় সিনেমা মুক্তির তারিখও। বিশ্বব্যাপী ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’ মুক্তি পাবে আগামী ১৬ ডিসেম্বর।
যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে সিনেমাকন কনভেনশনে ডিজনি এই ঘোষণা দেয়। এ সময় নির্মাতা জেমস ক্যামেরন ও প্রযোজক জন ল্যান্ডাউ ভার্চুয়ালি উপস্থিত ছিলেন। সিনেমাটির জন্য কঠোর পরিশ্রম করছেন উল্লেখ করে অস্কার বিজয়ী নির্মাতা ক্যামেরন বলেন, ‘প্যান্ডোরাতে আমাদের প্রত্যাবর্তন সত্যিই বিশেষ কিছু হতে যাচ্ছে। প্রতিটি শট বড় স্ক্রিন, সর্বোচ্চ রেজুলেশন এবং থ্রি-ডিতে উপভোগের কথা মাথায় রেখে করা হয়েছে।’
‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’ সিনেমায় এবারও জ্যাক সুলি ও না’ভি নেইতিরির ভূমিকায় থাকছেন যথাক্রমে স্যাম ওয়ার্থিংটন ও জো সালদানা। আর সিগর্নি ওয়েভারকে দেখা যাবে ডক্টর গ্রেস অগাস্টিন চরিত্রে। এ ছাড়াও থাকছেন কেট উইন্সলেট, এডি ফ্যালকো, জিওভানি রিবিসি, মিশেল ইয়োহ, জারমাইন ক্লেমেন্টের মতো তারকাদের।
বুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ‘কুরাক’ চলচ্চিত্রকে বাংলাদেশের জুলাই মেমোরিয়াল পদকে ভূষিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে সিনেমার পরিচালক এর্কে জুমাকমাতোভার হাতে পুরস্কার তুলে দেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
৪ ঘণ্টা আগেগত আগস্টে বঙ্গরঙ্গ নাট্যদল নিয়ে এসেছিল তাদের নতুন নাটক ‘মৃত্যুহীন প্রাণ’। আবারও মঞ্চে উঠছে নাটকটি। আগামীকাল শুক্রবার রাজধানীর শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে মৃত্যুহীন প্রাণ নাটকের দ্বিতীয় প্রদর্শনী।
৯ ঘণ্টা আগেছন্দে ফিরেছে কোক স্টুডিও বাংলা। এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর হাশিম মাহমুদের ‘বাজি’ গান দিয়ে আবার শুরু হয়েছে কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজনের কার্যক্রম। এরপর প্রকাশ পেয়েছে অংকন কুমার ও শেখ মুমতাহিনা মেহজাবিনের গাওয়া ‘লং ডিসট্যান্স লাভ’। এবার কোক স্টুডিওতে আসছেন সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ।
১৯ ঘণ্টা আগেবিশ্ববিদ্যালয়ের জীবনের দুষ্ট-মিষ্টি সময়ের গল্পের ওয়েব ফিল্ম ‘লিটল মিস ক্যাওস’। বানিয়েছেন মাহমুদা সুলতানা রীমা। এটি নির্মাতার প্রথম ওয়েব ফিল্ম। কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন সাদ সালমি নাওভী ও সাদনিমা বিনতে নোমান।
১৯ ঘণ্টা আগে