বিনোদন ডেস্ক
১৯৮৭ সালে মুক্তি পেয়েছিল ‘নায়কান’। অভিনেতা কমল হাসানের সঙ্গে এটি ছিল পরিচালক মণি রত্নমের প্রথম কাজ। নায়কানকে এখনো তামিল ইন্ডাস্ট্রির অন্যতম সেরা সিনেমা হিসেবে বিবেচনা করা হয়। এরপর রহস্যজনক কারণে কমল হাসান ও মণি রত্নমের একত্রে কাজ করা হয়নি। দীর্ঘ ৩৫ বছর পর তাঁরা আবার এক হয়েছেন। তাঁদের নতুন সিনেমা ‘থাগ লাইফ’। কমল-মণির এ প্রত্যাবর্তনের গল্পে আরও চমক এনেছে এ আর রাহমানের উপস্থিতি। এ সিনেমার গান ও আবহসংগীত তৈরি হচ্ছে তাঁর হাতে।
কমল হাসান, মণি রত্নম, এ আর রাহমান—তিনজনই দক্ষিণি সিনেমার গুরুত্বপূর্ণ সম্পদ। থাগ লাইফে প্রথমবারের মতো এক হলেন তাঁরা। তাই থাগ লাইফকে বলা বলা হচ্ছে দক্ষিণি সিনেমার সবচেয়ে বড় কোলাবরেশন। এ সিনেমায় একটি গান রয়েছে, যেটা লিখেছেন কমল হাসান ও সুর-সংগীত করেছেন এ আর রাহমান। সম্প্রতি প্রযোজনা প্রতিষ্ঠান রাজ কমল ফিল্মস ইন্টারন্যাশনাল সোশ্যাল মিডিয়ায় গানটির বিহাইন্ড দ্য সিন শেয়ার করেছে। তাতে দেখা যাচ্ছে, স্টুডিওতে গানটি তৈরির কাজে ডুবে রয়েছেন এ তিন কিংবদন্তি। দেখে বোঝা যাচ্ছে, একটি ভালো গান উপহার দিতে কতটা পরিশ্রম করছেন তাঁরা। গানটি শিগগির মুক্তি পাবে বলে জানা গেছে।
আশা করা হচ্ছে, মণি রত্নমের দূরদর্শী নির্মাণ, কমল হাসানের পর্দা কাঁপানো অভিনয় এবং এ আর রাহমানের মন জুড়ানো সংগীত থাগ লাইফকে এ বছরের সবচেয়ে সফল সিনেমার স্বীকৃতি এনে দেবে। কমল-মণির প্রথম সিনেমা নায়কানের মতো থাগ লাইফও অ্যাকশনসর্বস্ব, যার কেন্দ্রে রয়েছে এক গ্যাংস্টার। এতে গ্যাংস্টার রঙ্গয়ারা শক্তিভেলের চরিত্রে অভিনয় করেছেন কমল। আরও রয়েছেন সিলামবারাসান টিআর, তৃষা কৃষ্ণান, অশোক সেলভান, আলী ফজল, পঙ্কজ ত্রিপাঠী, রাজশ্রী দেশপাণ্ডে, সানিয়া মালহোত্রা প্রমুখ। থাগ লাইফ মুক্তি পাবে আগামী ৫ জুন।
১৯৮৭ সালে মুক্তি পেয়েছিল ‘নায়কান’। অভিনেতা কমল হাসানের সঙ্গে এটি ছিল পরিচালক মণি রত্নমের প্রথম কাজ। নায়কানকে এখনো তামিল ইন্ডাস্ট্রির অন্যতম সেরা সিনেমা হিসেবে বিবেচনা করা হয়। এরপর রহস্যজনক কারণে কমল হাসান ও মণি রত্নমের একত্রে কাজ করা হয়নি। দীর্ঘ ৩৫ বছর পর তাঁরা আবার এক হয়েছেন। তাঁদের নতুন সিনেমা ‘থাগ লাইফ’। কমল-মণির এ প্রত্যাবর্তনের গল্পে আরও চমক এনেছে এ আর রাহমানের উপস্থিতি। এ সিনেমার গান ও আবহসংগীত তৈরি হচ্ছে তাঁর হাতে।
কমল হাসান, মণি রত্নম, এ আর রাহমান—তিনজনই দক্ষিণি সিনেমার গুরুত্বপূর্ণ সম্পদ। থাগ লাইফে প্রথমবারের মতো এক হলেন তাঁরা। তাই থাগ লাইফকে বলা বলা হচ্ছে দক্ষিণি সিনেমার সবচেয়ে বড় কোলাবরেশন। এ সিনেমায় একটি গান রয়েছে, যেটা লিখেছেন কমল হাসান ও সুর-সংগীত করেছেন এ আর রাহমান। সম্প্রতি প্রযোজনা প্রতিষ্ঠান রাজ কমল ফিল্মস ইন্টারন্যাশনাল সোশ্যাল মিডিয়ায় গানটির বিহাইন্ড দ্য সিন শেয়ার করেছে। তাতে দেখা যাচ্ছে, স্টুডিওতে গানটি তৈরির কাজে ডুবে রয়েছেন এ তিন কিংবদন্তি। দেখে বোঝা যাচ্ছে, একটি ভালো গান উপহার দিতে কতটা পরিশ্রম করছেন তাঁরা। গানটি শিগগির মুক্তি পাবে বলে জানা গেছে।
আশা করা হচ্ছে, মণি রত্নমের দূরদর্শী নির্মাণ, কমল হাসানের পর্দা কাঁপানো অভিনয় এবং এ আর রাহমানের মন জুড়ানো সংগীত থাগ লাইফকে এ বছরের সবচেয়ে সফল সিনেমার স্বীকৃতি এনে দেবে। কমল-মণির প্রথম সিনেমা নায়কানের মতো থাগ লাইফও অ্যাকশনসর্বস্ব, যার কেন্দ্রে রয়েছে এক গ্যাংস্টার। এতে গ্যাংস্টার রঙ্গয়ারা শক্তিভেলের চরিত্রে অভিনয় করেছেন কমল। আরও রয়েছেন সিলামবারাসান টিআর, তৃষা কৃষ্ণান, অশোক সেলভান, আলী ফজল, পঙ্কজ ত্রিপাঠী, রাজশ্রী দেশপাণ্ডে, সানিয়া মালহোত্রা প্রমুখ। থাগ লাইফ মুক্তি পাবে আগামী ৫ জুন।
ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, আসনা হাবিব ভাবনা, চিত্রনায়ক জায়েদ খানসহ ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা হয়েছে। ঢাকার নিম্ন আদালতে এই মামলা করা হয়।
১১ ঘণ্টা আগেগত নভেম্বরে ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করে আদর আজাদ ও বুবলী অভিনীত ‘পিনিক’ সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছিল। জানানো হয়েছিল, রোজার ঈদে মুক্তির লক্ষ্য নিয়ে তৈরি হচ্ছে সিনেমাটি। শেষ পর্যন্ত ঈদে মুক্তি দেওয়া সম্ভব হয়নি। রোজার ঈদে না এলেও কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে আসবে পিনিক। আজকের পত্রিকাকে বিষয়টি
১ দিন আগেআজ ২৯ এপ্রিল, আন্তর্জাতিক নৃত্য দিবস। এ উপলক্ষে রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশন প্রচার করবে বিশেষ অনুষ্ঠান ‘মায়া বেঙ্গল ইন মোশন’। সম্প্রতি রাজধানীর গুলশানের একটি কনভেনশন সেন্টারে আয়োজন করা হয়েছিল অনুষ্ঠানটি। সেটি আজ প্রচার করা হবে দর্শকদের জন্য।
১ দিন আগে‘বজরঙ্গি ভাইজান’ দেখে চোখ ভিজেছিল দর্শকদের। ২০১৫ সালে মুক্তি পাওয়া সিনেমাটি প্রায় ৯৬৯ কোটি রুপি ব্যবসা করেছিল। শুধু টাকার অঙ্ক নয়, সালমানের ক্যারিয়ারও সমৃদ্ধ করেছিল হনুমানভক্ত পবন কল্যাণ আর এক বোবা শিশুর ঘরে ফেরার এই গল্প। অনেক দিন ধরে গুঞ্জন, আসতে পারে বজরঙ্গি ভাইজান-এর সিকুয়েল। এবার সেই গুঞ্জনের
১ দিন আগে