বিনোদন ডেস্ক
১৯৮৭ সালে মুক্তি পেয়েছিল ‘নায়কান’। অভিনেতা কমল হাসানের সঙ্গে এটি ছিল পরিচালক মণি রত্নমের প্রথম কাজ। নায়কানকে এখনো তামিল ইন্ডাস্ট্রির অন্যতম সেরা সিনেমা হিসেবে বিবেচনা করা হয়। এরপর রহস্যজনক কারণে কমল হাসান ও মণি রত্নমের একত্রে কাজ করা হয়নি। দীর্ঘ ৩৫ বছর পর তাঁরা আবার এক হয়েছেন। তাঁদের নতুন সিনেমা ‘থাগ লাইফ’। কমল-মণির এ প্রত্যাবর্তনের গল্পে আরও চমক এনেছে এ আর রাহমানের উপস্থিতি। এ সিনেমার গান ও আবহসংগীত তৈরি হচ্ছে তাঁর হাতে।
কমল হাসান, মণি রত্নম, এ আর রাহমান—তিনজনই দক্ষিণি সিনেমার গুরুত্বপূর্ণ সম্পদ। থাগ লাইফে প্রথমবারের মতো এক হলেন তাঁরা। তাই থাগ লাইফকে বলা বলা হচ্ছে দক্ষিণি সিনেমার সবচেয়ে বড় কোলাবরেশন। এ সিনেমায় একটি গান রয়েছে, যেটা লিখেছেন কমল হাসান ও সুর-সংগীত করেছেন এ আর রাহমান। সম্প্রতি প্রযোজনা প্রতিষ্ঠান রাজ কমল ফিল্মস ইন্টারন্যাশনাল সোশ্যাল মিডিয়ায় গানটির বিহাইন্ড দ্য সিন শেয়ার করেছে। তাতে দেখা যাচ্ছে, স্টুডিওতে গানটি তৈরির কাজে ডুবে রয়েছেন এ তিন কিংবদন্তি। দেখে বোঝা যাচ্ছে, একটি ভালো গান উপহার দিতে কতটা পরিশ্রম করছেন তাঁরা। গানটি শিগগির মুক্তি পাবে বলে জানা গেছে।
আশা করা হচ্ছে, মণি রত্নমের দূরদর্শী নির্মাণ, কমল হাসানের পর্দা কাঁপানো অভিনয় এবং এ আর রাহমানের মন জুড়ানো সংগীত থাগ লাইফকে এ বছরের সবচেয়ে সফল সিনেমার স্বীকৃতি এনে দেবে। কমল-মণির প্রথম সিনেমা নায়কানের মতো থাগ লাইফও অ্যাকশনসর্বস্ব, যার কেন্দ্রে রয়েছে এক গ্যাংস্টার। এতে গ্যাংস্টার রঙ্গয়ারা শক্তিভেলের চরিত্রে অভিনয় করেছেন কমল। আরও রয়েছেন সিলামবারাসান টিআর, তৃষা কৃষ্ণান, অশোক সেলভান, আলী ফজল, পঙ্কজ ত্রিপাঠী, রাজশ্রী দেশপাণ্ডে, সানিয়া মালহোত্রা প্রমুখ। থাগ লাইফ মুক্তি পাবে আগামী ৫ জুন।
১৯৮৭ সালে মুক্তি পেয়েছিল ‘নায়কান’। অভিনেতা কমল হাসানের সঙ্গে এটি ছিল পরিচালক মণি রত্নমের প্রথম কাজ। নায়কানকে এখনো তামিল ইন্ডাস্ট্রির অন্যতম সেরা সিনেমা হিসেবে বিবেচনা করা হয়। এরপর রহস্যজনক কারণে কমল হাসান ও মণি রত্নমের একত্রে কাজ করা হয়নি। দীর্ঘ ৩৫ বছর পর তাঁরা আবার এক হয়েছেন। তাঁদের নতুন সিনেমা ‘থাগ লাইফ’। কমল-মণির এ প্রত্যাবর্তনের গল্পে আরও চমক এনেছে এ আর রাহমানের উপস্থিতি। এ সিনেমার গান ও আবহসংগীত তৈরি হচ্ছে তাঁর হাতে।
কমল হাসান, মণি রত্নম, এ আর রাহমান—তিনজনই দক্ষিণি সিনেমার গুরুত্বপূর্ণ সম্পদ। থাগ লাইফে প্রথমবারের মতো এক হলেন তাঁরা। তাই থাগ লাইফকে বলা বলা হচ্ছে দক্ষিণি সিনেমার সবচেয়ে বড় কোলাবরেশন। এ সিনেমায় একটি গান রয়েছে, যেটা লিখেছেন কমল হাসান ও সুর-সংগীত করেছেন এ আর রাহমান। সম্প্রতি প্রযোজনা প্রতিষ্ঠান রাজ কমল ফিল্মস ইন্টারন্যাশনাল সোশ্যাল মিডিয়ায় গানটির বিহাইন্ড দ্য সিন শেয়ার করেছে। তাতে দেখা যাচ্ছে, স্টুডিওতে গানটি তৈরির কাজে ডুবে রয়েছেন এ তিন কিংবদন্তি। দেখে বোঝা যাচ্ছে, একটি ভালো গান উপহার দিতে কতটা পরিশ্রম করছেন তাঁরা। গানটি শিগগির মুক্তি পাবে বলে জানা গেছে।
আশা করা হচ্ছে, মণি রত্নমের দূরদর্শী নির্মাণ, কমল হাসানের পর্দা কাঁপানো অভিনয় এবং এ আর রাহমানের মন জুড়ানো সংগীত থাগ লাইফকে এ বছরের সবচেয়ে সফল সিনেমার স্বীকৃতি এনে দেবে। কমল-মণির প্রথম সিনেমা নায়কানের মতো থাগ লাইফও অ্যাকশনসর্বস্ব, যার কেন্দ্রে রয়েছে এক গ্যাংস্টার। এতে গ্যাংস্টার রঙ্গয়ারা শক্তিভেলের চরিত্রে অভিনয় করেছেন কমল। আরও রয়েছেন সিলামবারাসান টিআর, তৃষা কৃষ্ণান, অশোক সেলভান, আলী ফজল, পঙ্কজ ত্রিপাঠী, রাজশ্রী দেশপাণ্ডে, সানিয়া মালহোত্রা প্রমুখ। থাগ লাইফ মুক্তি পাবে আগামী ৫ জুন।
ভৌতিক গল্পের সিনেমা বানাচ্ছেন রায়হান রাফী। কয়েক দিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছে ‘আন্ধার’ নামের এ সিনেমায় অভিনয় করবেন সিয়াম আহমেদ। এবার জানা গেল এ সিনেমায় সিয়ামের সঙ্গে থাকবেন নাজিফা তুষি। নাজিফা তুষিকে সবশেষ পর্দায় দেখা গেছে তিন বছর আগে ‘হাওয়া’ সিনেমায়। এই সিনেমা দিয়ে ছয় বছর পর বড় পর্দায় ফিরেছিলেন...
৪ ঘণ্টা আগেপ্রথমবারের মতো সংগীতসফরে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ‘সেরাকণ্ঠ’খ্যাত শিল্পী আতিয়া আনিসা। সেখানকার বিভিন্ন রাজ্যে ১৪টি অনুষ্ঠানে গান গাওয়ার কথা রয়েছে তাঁর। অনুষ্ঠানের এই সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন আনিসা।
৪ ঘণ্টা আগেঅনুস্বর নাট্যদলের তৃতীয় প্রযোজনা ‘মূল্য অমূল্য’ আবার ফিরছে মঞ্চে। রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটি সর্বশেষ দেখা গিয়েছিল গত বছরের জুন মাসে। ১৩ মাস পর একই মঞ্চে ২০ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টায় দেখা যাবে মূল্য অমূল্যর ৩১তম প্রদর্শনী।
৪ ঘণ্টা আগেকলেজের প্রথম দিনে সবচেয়ে দুষ্টু ছাত্র সাদের (ইয়াশ রোহান) সঙ্গে দেখা হয় হৃদির। সাদ যতটা চঞ্চল ও দুষ্টু, হৃদি ঠিক ততটাই মিষ্টি ও গম্ভীর। ধীরে ধীরে হৃদিকে ভালোবেসে ফেলে সাদ।
১৫ ঘণ্টা আগে