Ajker Patrika

ঈদে আসছে সালমানের ‘টাইগার থ্রি’

আপডেট : ০৪ মার্চ ২০২২, ১৪: ৪১
ঈদে আসছে সালমানের ‘টাইগার থ্রি’

অপেক্ষার কিছুটা অবসান হলো সালমান ভক্তদের। বহুল কাঙ্ক্ষিত ‘টাইগার থ্রি’ ছবি মুক্তির সম্ভাব্য তারিখ ঘোষণা করলেন সালমান খান। ২০২৩ সালের ঈদে ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘টাইগার থ্রি’। বরাবরের মতো টাইগার ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তিতেও অভিনয় করছেন ক্যাটরিনা কাইফ।

আজ শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে ‘টাইগার থ্রি’ ছবিটির একটি টিজার শেয়ার করেছেন সালমান নিজেই। এতে কিছু অ্যাকশন দৃশ্যে দেখা যায় ক্যাটরিনাকে। টিজারের শেষ দিকে ক্যাটরিনা সালমানকে জিজ্ঞাসা করেন যে, ‘তিনি রেডি?’ জবাবে সালমান বলেন, ‘টাইগার সব সময় প্রস্তুত’।

‘টাইগার থ্রি’ ছবির টিজারে সালমান-ক্যাটরিনাটিজার শেয়ার করে সালমান ক্যাপশনে লিখেছেন, ‘আমরা সবাই নিজের খেয়াল রাখব, ‘টাইগার থ্রি’ আসছে ২০২৩-এর ঈদে। হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় মুক্তি দেওয়া হবে ছবিটি।’

যশরাজ ফিল্মস প্রযোজিত ‘টাইগার থ্রি’ সিনেমা বেশ বড় পরিসরে নির্মিত হচ্ছে। এই ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমা ‘এক থা টাইগার’ পরিচালনা করেন কবির খান। দ্বিতীয় সিনেমা ‘টাইগার জিন্দা হ্যায়’ পরিচালনা করেন আলী আব্বাস জাফর। তৃতীয় সিনেমাটি পরিচালনা করছেন মনীশ শর্মা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাদির ইনকিলাব কালচারাল সেন্টার বন্ধ ঘোষণা

সুদানে সন্ত্রাসী হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ শান্তিরক্ষী নিহত, যুদ্ধ চলমান: আইএসপিআর

আচরণবিধি লঙ্ঘন করায় বিএনপির প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা

উত্তরায় জুলাই রেভেলসের দুই সদস্যকে কুপিয়ে জখম

নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে: তিন দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা

এলাকার খবর
Loading...