বিনোদন প্রতিবেদক
কাতার বিশ্বকাপ ঘিরে তারকারা অনেকেই নিজেদের ফেসবুক রাঙিয়েছেন প্রিয় দলের পতাকায়। জার্সি গায়ে ছবি পোস্ট করে পছন্দের দলের শ্রেষ্ঠত্বের দাবিতে মেতেছেন তাঁরা। প্রিয় দলের প্রতিটি ম্যাচে সামাজিক যোগাযোগ মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সবাই, আবার কেউ কেউ বিপক্ষ দলকে নিয়ে দিচ্ছেন টিপ্পনী। আর্জেন্টিনা বনাম পোল্যান্ডের গুরুত্বপূর্ণ ম্যাচটি নিয়ে অনেক তারকা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন।
জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী আর্জেন্টিনার একনিষ্ঠ সমর্থক। নাটক-সিনেমার শুটিংয়ে ব্যস্ত থাকলেও খেলা দেখার জন্য সময় ঠিকই বের করে রাখেন। গতকালের আর্জেন্টিনার জয়ের পর ফেসবুকে নিজের ছবি দিয়ে চঞ্চল চৌধুরী লিখেন, ‘২ টা…. . বোঝো নাই ব্যাপারটা?????’
ঢালিউডের আলোচিত নায়িকা পরীমণিও আর্জেন্টিনার সমর্থক। লিওনেল মেসির ভক্ত তিনি। গতকাল আর্জেন্টিনা ম্যাচের পর মেসিভক্ত পরী লেখেন, ‘কমেন্ট্রি বক্সে মেসির নামটা বললেই আমার বুকের মধ্যে একটা গোল হয়ে যায়!’
নির্মাতা মোস্তফা সরওয়ার ফারুকী আর্জেন্টিনা-পোল্যান্ড ম্যাচ শেষে সোশ্যাল মিডিয়ায় খেলাকে কেন্দ্র করে ফেসবুকে লেখেন, ‘হার্টব্রেক ফর মেক্সিকো। আর্জেন্টিনা দুইটা যখন দিলিই, আরো একটা দিতি, ভাই। আর সৌদি আরব হারতেছিসই যখন, কি কাজে শেষ মুহূর্তে একটা দিলি? এখন আমি ভাবতেছি বাংলাদেশের নিরাপত্তার কথা। আমাদের সভ্যতা-ভব্যতা-বিবেচনার যা অবস্থা, তাতে একটা ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ পড়লে কি অবস্থা যে হবে আল্লাহই জানে।’
ফারুকী আরও লেখেন, ‘আমরা তো ফান কেমনে করতে হয় সেটাও জানি না। কয়দিন আগেতো একটা মার্ডারের খবর পড়লাম। এই দেশে এখন ব্রাজিল-আর্জেন্টিনা মুখোমুখি হওয়াটা আওয়ামী লীগ-বিএনপি মুখোমুখি হওয়ার চেয়েও খারাপ। ফলে সবাই একটু সামলে!’
আরেকটি পোস্টে এই নির্মাতা লিখেছেন ‘ওহে দয়াময়, দেশের শান্তি ও সমৃদ্ধির স্বার্থে বার্জিল-আর্জেন্টিনার একটাকে তুলে নাও। আর তুলে নেওয়ার সময় অ্যালফাবেটিকেলি যেটা আগে পড়ে সেটাকে তুলে নিলে তোমার পরিশ্রম কম হবে।’
বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ডদল চিরকুটের সদস্য ও জনপ্রিয় সংগীত শিল্পী শারমিন সুলতানা সুমি আর্জেন্টিনার সমর্থনে নিন্দুকদের নিয়ে লেখেন, ‘না মানে, একটা কথা বলেন। না মানে, একটু বুঝান। আর্জেন্টিনা হারার কথা আপনাদের মাথায় আসে কিভাবে! বুক কাঁপে না? মাথা ঘোরেনা?! বমি বমি…না থাক আইজ আর বেশি কইলাম না। Vamos Argentina!’
আর্জেন্টিনার সমর্থক ছোটপর্দার অভিনেতা ও নির্মাতা মিলন ভট্টাচার্য। তিনি লিখেছেন, ‘আওয়াজ পার্টি কই...আওয়াজ নেই কেন???? জবাব কথায় দিব না...জবাব দিছি মাঠে, অভিনন্দন টিম আর্জেন্টিনা।’
কাতার বিশ্বকাপ ঘিরে তারকারা অনেকেই নিজেদের ফেসবুক রাঙিয়েছেন প্রিয় দলের পতাকায়। জার্সি গায়ে ছবি পোস্ট করে পছন্দের দলের শ্রেষ্ঠত্বের দাবিতে মেতেছেন তাঁরা। প্রিয় দলের প্রতিটি ম্যাচে সামাজিক যোগাযোগ মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সবাই, আবার কেউ কেউ বিপক্ষ দলকে নিয়ে দিচ্ছেন টিপ্পনী। আর্জেন্টিনা বনাম পোল্যান্ডের গুরুত্বপূর্ণ ম্যাচটি নিয়ে অনেক তারকা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন।
জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী আর্জেন্টিনার একনিষ্ঠ সমর্থক। নাটক-সিনেমার শুটিংয়ে ব্যস্ত থাকলেও খেলা দেখার জন্য সময় ঠিকই বের করে রাখেন। গতকালের আর্জেন্টিনার জয়ের পর ফেসবুকে নিজের ছবি দিয়ে চঞ্চল চৌধুরী লিখেন, ‘২ টা…. . বোঝো নাই ব্যাপারটা?????’
ঢালিউডের আলোচিত নায়িকা পরীমণিও আর্জেন্টিনার সমর্থক। লিওনেল মেসির ভক্ত তিনি। গতকাল আর্জেন্টিনা ম্যাচের পর মেসিভক্ত পরী লেখেন, ‘কমেন্ট্রি বক্সে মেসির নামটা বললেই আমার বুকের মধ্যে একটা গোল হয়ে যায়!’
নির্মাতা মোস্তফা সরওয়ার ফারুকী আর্জেন্টিনা-পোল্যান্ড ম্যাচ শেষে সোশ্যাল মিডিয়ায় খেলাকে কেন্দ্র করে ফেসবুকে লেখেন, ‘হার্টব্রেক ফর মেক্সিকো। আর্জেন্টিনা দুইটা যখন দিলিই, আরো একটা দিতি, ভাই। আর সৌদি আরব হারতেছিসই যখন, কি কাজে শেষ মুহূর্তে একটা দিলি? এখন আমি ভাবতেছি বাংলাদেশের নিরাপত্তার কথা। আমাদের সভ্যতা-ভব্যতা-বিবেচনার যা অবস্থা, তাতে একটা ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ পড়লে কি অবস্থা যে হবে আল্লাহই জানে।’
ফারুকী আরও লেখেন, ‘আমরা তো ফান কেমনে করতে হয় সেটাও জানি না। কয়দিন আগেতো একটা মার্ডারের খবর পড়লাম। এই দেশে এখন ব্রাজিল-আর্জেন্টিনা মুখোমুখি হওয়াটা আওয়ামী লীগ-বিএনপি মুখোমুখি হওয়ার চেয়েও খারাপ। ফলে সবাই একটু সামলে!’
আরেকটি পোস্টে এই নির্মাতা লিখেছেন ‘ওহে দয়াময়, দেশের শান্তি ও সমৃদ্ধির স্বার্থে বার্জিল-আর্জেন্টিনার একটাকে তুলে নাও। আর তুলে নেওয়ার সময় অ্যালফাবেটিকেলি যেটা আগে পড়ে সেটাকে তুলে নিলে তোমার পরিশ্রম কম হবে।’
বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ডদল চিরকুটের সদস্য ও জনপ্রিয় সংগীত শিল্পী শারমিন সুলতানা সুমি আর্জেন্টিনার সমর্থনে নিন্দুকদের নিয়ে লেখেন, ‘না মানে, একটা কথা বলেন। না মানে, একটু বুঝান। আর্জেন্টিনা হারার কথা আপনাদের মাথায় আসে কিভাবে! বুক কাঁপে না? মাথা ঘোরেনা?! বমি বমি…না থাক আইজ আর বেশি কইলাম না। Vamos Argentina!’
আর্জেন্টিনার সমর্থক ছোটপর্দার অভিনেতা ও নির্মাতা মিলন ভট্টাচার্য। তিনি লিখেছেন, ‘আওয়াজ পার্টি কই...আওয়াজ নেই কেন???? জবাব কথায় দিব না...জবাব দিছি মাঠে, অভিনন্দন টিম আর্জেন্টিনা।’
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে নায়ক রুবেলের মৃত্যুর খবর। এমন ঘটনায় বিরক্তি প্রকাশের পাশাপাশি যাঁরা মিথ্যা ছড়াচ্ছেন, তাঁদের হুঁশিয়ার করে দিলেন রুবেলের বড় ভাই অভিনেতা, প্রযোজক ও নির্দেশক মাসুদ পারভেজ সোহেল রানা।
৬ ঘণ্টা আগেভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর নয়া দিল্লি পাকিস্তানের সঙ্গে ৬ দশকের পুরোনো সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিতের ঘোষণা দেয়। তবে সেই ঘোষণা কতটা কার্যকর হয়েছে তা এখনো সঠিকভাবে জানা যায়নি। দুই দেশের মূল ধারার গণমাধ্যম এই বিষয়ে সেই অর্থে কোনো তথ্য দেয়নি।
৯ ঘণ্টা আগেঈদে মুক্তি পাওয়া আফরান নিশো অভিনীত ‘দাগি’ সিনেমায় জেফার রহমানের গাওয়া ‘নিয়ে যাবে কি’ শিরোনামের গানটি ইতিমধ্যেই শ্রোতাদের মন ছুঁয়েছে। অনলাইনেও গানটি নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছে। ‘নিয়ে যাবে কি আমায় দূরে কল্পনায়, তোমার আর আমার গল্পে কি আবার হবে নতুন সূচনা’ এমন কথায় গানটি লিখেছেন বাঁধন, সুর করেছেন জেফার
১৬ ঘণ্টা আগেআন্তর্জাতিক নৃত্য দিবসে নতুন উদ্যোগের কথা জানালেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী উম্মে হাবিবা। রাজধানীর নিকেতনে শুরু করেছেন নিজের নৃত্য প্রতিষ্ঠান। টিম কালারস ড্যান্স ক্লাস নামের এই প্রতিষ্ঠানে ভরতনাট্যম, সেমি-ক্লাসিক্যাল, কনটেম্পরারি ও বলিউড নৃত্যশৈলীতে প্রশিক্ষণ দেওয়া হবে।
১৬ ঘণ্টা আগে