Ajker Patrika

পাঁচ দলের ছয় নাটক নিয়ে অপু আমান নাট্য আসর

বিনোদন প্রতিবেদক, ঢাকা
প্রাচ্যনাটের ‘স্পীক আউট’ নাটকের দৃশ্য। ছবি: সংগৃহীত
প্রাচ্যনাটের ‘স্পীক আউট’ নাটকের দৃশ্য। ছবি: সংগৃহীত

প্রতিষ্ঠাতা অপু আমানকে স্মরণ করে ২০২২ সাল থেকে পথনাট্য আসরের আয়োজন করে আসছে অপেরা নাটকের দল। আগামীকাল মিরপুর ১০ নম্বর টাউন হল প্রাঙ্গণে (১০ নম্বর মেট্রো স্টেশনের পূর্ব পাশে) আয়োজন করা হয়েছে ‘অপু আমান নাট্য আসর ২০২৪’। এদিন প্রদর্শিত হবে আরণ্যক, প্রাচ্যনাট, বটতলা, থিয়েটার ৫২, অপেরা নাটকের দলেরসহ মোট ছয়টি নাটক।

বিকেল ৫টা থেকে শুরু হওয়া এই আয়োজনে দেখা যাবে অপেরা নাটকের দলের ‘কৈবল্য’ ও ‘পাখির ভবিষ্যৎ’। কৈবল্য রচনা করেছেন সঞ্জীবন সিকদার, নির্দেশনা তৌফিকুল ইসলাম ইমন। পাখির ভবিষ্যৎ রচনা করেছেন ও নির্দেশনা দিয়েছেন নাহিদ স্মৃতি। আরণ্যক নাট্যদলের ‘মাটির মহাজন’-এর রচয়িতা অপু মেহেদী, নির্দেশনায় হাশিম মাসুদ। থিয়েটার ৫২-এর ‘অহংকার পৃথিবী’র রচয়িতা ধ্রুব এষ, নির্দেশনা জয়িতা মহলানবীশ। প্রাচ্যনাটের ‘স্পীক আউট’-এর নাট্যরূপ দিয়েছেন জগন্ময় পাল, নির্দেশনায় কাজী তৌফিকুল ইসলাম ইমন। বটতলার ‘আবার ফাল্গুন’-এর ভাবনা ও নির্দেশনায় কাজী রোকসানা রুমা ও মো. মাহাবুব মাসুম।

নাট্য প্রদর্শনীর পাশাপাশি প্রতি আসরে একজন নাট্যজনকে ‘অপু আমান নাট্য সৃজন সম্মাননা’ প্রদান করা হয়। এবারের সম্মাননা পাচ্ছেন অভিনেতা নির্দেশক ও সংগঠক তৌফিকুল ইসলাম ইমন (প্রাচ্যনাট)। এবারের আয়োজনে সহযোগী হিসেবে আছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত