Ajker Patrika

চারদিকে জয়ার খুশির জোয়ার

চারদিকে জয়ার খুশির জোয়ার

জয়ার চারদিকে যেন খুশির জোয়ার। গত মঙ্গলবার হাতে পেলেন সেরা অভিনেত্রীর জাতীয় চলচ্চিত্র পুরস্কার। অন্যদিকে তিন ইন্ডাস্ট্রির তিন সিনেমা নিয়ে জয়া আহসান হাজির হচ্ছেন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া (ইফি)তে। ২০ থেকে ২৮ নভেম্বর ভারতের গোয়ায় অনুষ্ঠেয় এই উৎসবে প্রদর্শিত হবে জয়া অভিনীত ঢালিউডের সিনেমা ‘ফেরেশতে’, টালিউডের ‘অর্ধাঙ্গিনী’ ও বলিউডের ‘কড়ক সিং’। উৎসবে ফেরেশতে ও কড়ক সিং সিনেমা দুটির প্রিমিয়ার অনুষ্ঠিত হবে।

গত বছর জয়া শেষ করেছিলেন ফেরেশতে সিনেমার শুটিং। শাহীন সুলতানার প্রযোজনায় এটি বানিয়েছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশজমজম। সিনেমাটি নিয়ে জয়া আহসান বলেন, ‘মানবিক মূল্যবোধ ও অনুভূতির মিশেলে তৈরি হয়েছে ফেরেশতে। বাংলাদেশের সমাজ-সংস্কৃতি ও রীতিনীতি চমৎকারভাবে তুলে ধরেছেন নির্মাতা, যা বিশ্ব দরবারে চলচ্চিত্রবোদ্ধা ও দর্শকদেরও মুগ্ধ করবে।’ জয়া আহসানের সঙ্গে এতে আরও অভিনয় করেছেন সুমন ফারুক, রিকিতা নন্দিনী শিমু প্রমুখ। এবার ইফিতে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করা একমাত্র বাংলাদেশি সিনেমা ফেরেশতে। উৎসবের ‘সিনেমা অব দ্য ওয়ার্ল্ড’ বিভাগে প্রতিযোগিতা করবে সিনেমাটি।

অনিরুদ্ধ রায় চৌধুরীর ‘কড়ক সিং’ দিয়ে গত বছরের শেষ দিকে জয়া নাম লিখিয়েছেন বলিউডে। এ বছরের শেষে ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভে মুক্তি পাবে জয়া আহসানের প্রথম হিন্দি সিনেমা কড়ক সিং। এমনটা জানা গিয়েছিল আগেই। এবার জানা গেল, জি ফাইভের আগে ইফিতে প্রিমিয়ার হবে সিনেমাটির। গতকাল সিনেমার নতুন পোস্টার শেয়ার করে এই খবর জানিয়েছেন জয়া। প্রকাশিত পোস্টারে প্রথমবার দেখা গেল প্রথম হিন্দি সিনেমায় জয়ার লুক। শাড়ি পরা সাদাসিধে লুকেই পাওয়া গেল অভিনেত্রীকে। কড়ক সিং সিনেমায় মুখ্য চরিত্রে আছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী। আরও আছেন বলিউড অভিনেত্রী সঞ্জনা সাংঘি ও মালয়ালম অভিনেত্রী পার্বতী। রহস্য আর সাসপেন্সে ভরপুর থ্রিলার গল্পের সিনেমা কড়ক সিং। এ সিনেমা দিয়ে বলিউডের পাশাপাশি ওটিটিতে যাত্রা শুরু হবে জয়ার।

দেশের পাশাপাশি ১০ বছরের বেশি সময় ধরে টালিউডে কাজ করছেন জয়া আহসান। এ বছরের জুনে টালিউডে মুক্তি পায় তাঁর অর্ধাঙ্গিনী। নারীকেন্দ্রিক গল্পের এ সিনেমায় জয়ার সঙ্গে অভিনয় করেছেন চূর্ণী গাঙ্গুলি। বানিয়েছেন কৌশিক গাঙ্গুলী। কৌশিকের পরিচালনায় জয়া আহসানের তৃতীয় সিনেমা এটি। এর আগে ‘বিসর্জন’ ও ‘বিজয়া’ সিনেমায় কৌশিকের নির্দেশনায় কাজ করেছিলেন তিনি। বক্সঅফিসে দারুণ ব্যবসা করে অর্ধাঙ্গিনী। উৎসবের প্যানারোমা বিভাগের ফিচার ফিল্ম শাখায় প্রর্দশিত হবে অর্ধাঙ্গিনী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত