ব্রিটিশ কাউন্সিলের অর্থায়নে নির্মিত সামছুল ইসলাম স্বপনের প্রামাণ্য চলচ্চিত্র ‘লতিকা’ অংশ নিয়েছিল সুইজারল্যান্ডের ৫৫তম ভিশনস ডু রিয়েল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ফিল্ম মার্কেটে, ইংল্যান্ডের ওয়াও-ওয়েলস ওয়ান ওয়ার্ল্ড চলচ্চিত্র উৎসব, লন্ডন ডিভি চলচ্চিত্র উৎসব, মস্কো আন্তর্জাতিক প্রামাণ্য চলচ্চিত্র উৎসব ও চট্টগ্রাম আন্তর্জাতিক প্রামাণ্য চলচ্চিত্র উৎসবে। এবার আরও দুটি উৎসবে প্রতিযোগিতা করবে চলচ্চিত্রটি।
আগামী ২৭ সেপ্টেম্বর লন্ডনে শুরু হতে যাওয়া অ্যানিমেল নেচার ফিউচার ফিল্ম ফেস্টিভ্যালের মূল প্রতিযোগিতা বিভাগ এবং ১ অক্টোবর আজারবাইজানের বাকুতে শুরু হতে যাওয়া ডকুবাকু ইন্টারন্যাশনাল ডকুমেন্টারি ফিল্ম ফেস্টিভ্যালের নন-মেইন কমপিটিশন বিভাগে প্রতিযোগিতা করবে ‘লতিকা’।
‘লতিকা’র গল্প বাংলাদেশের নড়াইল জেলার চিত্রা নদীর পাড়ে ঐতিহ্যবাহী মালো সম্প্রদায়ের এক সংগ্রামী নারী ও তার পরিবারকে কেন্দ্র করে। তার স্বামী শ্যাম বিশ্বাস ভোঁদড় দিয়ে মাছ শিকার করা জেলে। দুই সন্তান এবং তিন জোড়া ভোঁদড় নিয়ে তাদের টানা পোড়েনের সংসার। এই পরিবারের জীবনচিত্র উঠে এসেছে সিনেমায়।
নির্মাতা স্বপন জানিয়েছেন, এই দুটি আন্তর্জাতিক প্রামাণ্য চলচ্চিত্র উৎসবে একমাত্র বাংলাদেশি নির্মাতা হিসেবে প্রথমবার অংশগ্রহণ করার সুযোগ পেয়েছেন তিনি। তা ছাড়া অ্যানিমেল নেচার ফিউচার ফিল্ম ফেস্টিভ্যালের আয়োজকেরা গুরুত্বসহকারে ‘লতিকা’ এবং চাইনিজ প্রামাণ্যচিত্র ‘ডিফেন্ডার্স অব দ্যা হিডেন’কে বিশ্বব্যাপী ফোকাস করার জন্য বায়োডাইভার্সিটি স্পেশাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা করেছেন। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হবেন এমি অ্যাওয়ার্ড বিজয়ী নির্মাতা ট্যাড্ গিফোর্ডস এবং বিবিসি ন্যাচারাল হিস্ট্রি ইউনিট প্রোডিউসার পিটার ভেন।
ব্রিটিশ কাউন্সিলের অর্থায়নে নির্মিত সামছুল ইসলাম স্বপনের প্রামাণ্য চলচ্চিত্র ‘লতিকা’ অংশ নিয়েছিল সুইজারল্যান্ডের ৫৫তম ভিশনস ডু রিয়েল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ফিল্ম মার্কেটে, ইংল্যান্ডের ওয়াও-ওয়েলস ওয়ান ওয়ার্ল্ড চলচ্চিত্র উৎসব, লন্ডন ডিভি চলচ্চিত্র উৎসব, মস্কো আন্তর্জাতিক প্রামাণ্য চলচ্চিত্র উৎসব ও চট্টগ্রাম আন্তর্জাতিক প্রামাণ্য চলচ্চিত্র উৎসবে। এবার আরও দুটি উৎসবে প্রতিযোগিতা করবে চলচ্চিত্রটি।
আগামী ২৭ সেপ্টেম্বর লন্ডনে শুরু হতে যাওয়া অ্যানিমেল নেচার ফিউচার ফিল্ম ফেস্টিভ্যালের মূল প্রতিযোগিতা বিভাগ এবং ১ অক্টোবর আজারবাইজানের বাকুতে শুরু হতে যাওয়া ডকুবাকু ইন্টারন্যাশনাল ডকুমেন্টারি ফিল্ম ফেস্টিভ্যালের নন-মেইন কমপিটিশন বিভাগে প্রতিযোগিতা করবে ‘লতিকা’।
‘লতিকা’র গল্প বাংলাদেশের নড়াইল জেলার চিত্রা নদীর পাড়ে ঐতিহ্যবাহী মালো সম্প্রদায়ের এক সংগ্রামী নারী ও তার পরিবারকে কেন্দ্র করে। তার স্বামী শ্যাম বিশ্বাস ভোঁদড় দিয়ে মাছ শিকার করা জেলে। দুই সন্তান এবং তিন জোড়া ভোঁদড় নিয়ে তাদের টানা পোড়েনের সংসার। এই পরিবারের জীবনচিত্র উঠে এসেছে সিনেমায়।
নির্মাতা স্বপন জানিয়েছেন, এই দুটি আন্তর্জাতিক প্রামাণ্য চলচ্চিত্র উৎসবে একমাত্র বাংলাদেশি নির্মাতা হিসেবে প্রথমবার অংশগ্রহণ করার সুযোগ পেয়েছেন তিনি। তা ছাড়া অ্যানিমেল নেচার ফিউচার ফিল্ম ফেস্টিভ্যালের আয়োজকেরা গুরুত্বসহকারে ‘লতিকা’ এবং চাইনিজ প্রামাণ্যচিত্র ‘ডিফেন্ডার্স অব দ্যা হিডেন’কে বিশ্বব্যাপী ফোকাস করার জন্য বায়োডাইভার্সিটি স্পেশাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা করেছেন। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হবেন এমি অ্যাওয়ার্ড বিজয়ী নির্মাতা ট্যাড্ গিফোর্ডস এবং বিবিসি ন্যাচারাল হিস্ট্রি ইউনিট প্রোডিউসার পিটার ভেন।
পেহেলগামে হামলার ঘটনার জেরে গত মঙ্গলবার মধ্যরাতের পর পাকিস্তানে হামলা চালিয়েছে ভারত। এ অভিযানের নাম ‘অপারেশন সিঁদুর’। ভারতীয় অনেক তারকাই এ হামলার সমর্থন জানিয়েছেন। তবে হামলা নিয়ে নিজের ভিন্ন ভাবনার কথা বলেছেন গায়ক নচিকেতা চক্রবর্তী। এবার ভারত-পাকিস্তান উত্তেজনা নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করলেন...
৮ ঘণ্টা আগেবছর দু্য়েক আগে প্রোডাকশন বয়ের সঙ্গে খারাপ ব্যবহার করে বিতর্কিত হয়েছিলেন ছোট পর্দার অভিনেতা শামীম হাসান সরকার। এবার এই অভিনেতার বিরুদ্ধে অকথ্য ভাষায় গালিগালাজ ও ধর্ষণের হুমকির অভিযোগ করেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা প্রিয়া। অভিযোগের পরিপ্রেক্ষিতে আত্মপক্ষ সমর্থন করতে গিয়ে শামীম হাসান নিজের সম্পর্কে...
১ দিন আগে‘দ্য গোল্ড রাশ’কে বলা হয় চার্লি চ্যাপলিনের শিল্পীজীবনের সর্বশ্রেষ্ঠ শিল্পকীর্তি। চার্লি চ্যাপলিন নিজেও বলেছিলেন, এ সিনেমার জন্য তিনি মানুষের হৃদয়ে থেকে যেতে চান। দ্য গোল্ড রাশের কেন্দ্রে রয়েছে সোনার সন্ধানে বেরিয়ে পড়া এক ভবঘুরে। সাধারণ মানুষের জীবনের সীমাহীন লাঞ্ছনা ও ব্যর্থতাকে খুদে ভবঘুরের...
১ দিন আগেআজ ২৫ বৈশাখ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। দিনটি ঘিরে দেশের টিভি চ্যানেলগুলো প্রচার করবে বিশেষ অনুষ্ঠান। এ ছাড়া মঞ্চে থাকছে নাট্য প্রদর্শনী, প্রকাশিত হয়েছে নতুন গান। নির্বাচিত এসব আয়োজনের খবর থাকছে এ প্রতিবেদনে।
১ দিন আগে