Ajker Patrika

গুলির শব্দে ঘুম ভেঙে গিয়েছিল সালমান খানের

গুলির শব্দে ঘুম ভেঙে গিয়েছিল সালমান খানের

দুই মাস হয়ে গেছে সালমান খানের বাড়ির সামনে গুলি চালানোর ঘটনার। গত ১৪ এপ্রিল ভোরে মুম্বাইয়ের বান্দ্রায় সালমানের বাড়ির বাইরে দুজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি গুলি চালায়। এরপর হেলমেটের আড়ালে মুখ ঢেকে মোটরসাইকেলে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা। গুলি চালানোর ঘটনায় এখন পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তদন্তের সার্থে এবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে সালমান খান ও তাঁর ভাই আরবাজ খানকে। ভারতীয় গণমাধ্যমকে এক তদন্ত কর্মকর্তা জানিয়েছে, গুলি চলার সময় অভিনেতা এবং তাঁর পরিবারের সদস্যরা বান্দ্রা ওয়েস্টের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে তাঁদের বাড়িতে উপস্থিত ছিলেন।

সালমান খান পুলিশকে জানিয়েছেন, গুলির শব্দ শুনে তিনি জেগে উঠেছিলেন। কী হচ্ছে দেখার জন্য ব্যালকনিতে গিয়ে দেখেন বাইরে কেউ নেই। বিবৃতিতে, সালমান খান বাড়িতে গুলি চালানোর ঘটনায় তার পরিবারের নিরাপত্তার জন্য উদ্বেগ প্রকাশ করেছেন।

জানা গেছে বাইরে ঘোরাফেরার ক্ষেত্রে সালমানের ওপর কিছু শর্ত আরোপ করেছিল মুম্বাই ক্রাইম ব্র্যাঞ্চ। তবে সালমান তা মানতে নারাজ। ১৮ জুন থেকে ‘সিকান্দার’ সিনেমার শুটিং শুরু করবেন তিনি। এ আর মুরুগাদোস পরিচালিত এ সিনেমায় সালমানের বিপরীতে আছেন রাশমিকা মান্দানা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জর্ডান-মিসরকে নিয়ে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান নেতানিয়াহু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত