গত বছর জানা গিয়েছিল ঢাকার ‘আলতা বানু জোছনা দেখেনি’ নামের সিনেমায় অভিনয় করবেন পশ্চিমবঙ্গের স্বস্তিকা মুখার্জি। হিমু আকরামের পরিচালনায় এতে স্বস্তিকার সঙ্গে দেখা যাবে শরিফুল রাজকে। এবার এ সিনেমায় যুক্ত হলেন আশনা হাবিব ভাবনা। গত বুধবার ভাবনার সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হয়েছে। ফেসবুকে চুক্তি স্বাক্ষর সময়ের ছবি শেয়ার করে ভাবনা লিখেছেন, ‘আমার প্রিয় অভিনেতা স্বস্তিকা মুখার্জির সঙ্গে কাজ করার জন্য আর অপেক্ষা করতে পারছি না।’
নির্মাতা জানান, ডার্ক থ্রিলার গল্পে সাজানো হয়েছে আলতা বানু জোছনা দেখেনি সিনেমার কাহিনি। তিনটি অঞ্চলের গল্প উঠে আসবে এতে। ঘটনাক্রমে তিনটি অঞ্চলের গল্প এক সুতায় মিলে যায়। এ সিনেমায় ভাবনাকে দেখা যাবে হাওর অঞ্চলের এক মেয়ে জুলেখার চরিত্রে।
সিনেমার নাম ভূমিকায় অভিনয় করবেন স্বস্তিকা মুখার্জি। চরিত্রটি সম্পর্কে হিমু আকরাম বলেন, ‘পুরান ঢাকার মধ্যবিত্ত পরিবারের মেয়ে আলতা বানু। যে পাগল, উন্মাদ; যাকে সব সময় লোহার শিকল দিয়ে বেঁধে রাখতে হয়। আলতাবানু চোখ দিয়ে কথা বলে। তার যে লুক, তাকানো, চোখে কথা বলা, স্বস্তিকার চোখের মধ্যে সেই ব্যাপারটা আছে। তা ছাড়া স্বস্তিকাকে আলতাবানু চরিত্রের সঙ্গে দারুণ মানাবে বলে আমার মনে হয়েছে। এক বছর আগে তাঁর সঙ্গে চুক্তি হয় আমাদের।’
অন্যদিকে শরিফুল রাজ একাই এ সিনেমায় অভিনয় করবেন তিনটি চরিত্রে। চরিত্র তিনটির নাম প্রেমচাঁদ, সুজন মিয়া ও মুইনুল হোসেন। এটা আসলে এক মানুষের তিনটি রূপ। একটার সঙ্গে আরেকটার মিল নেই কোনো—এমনটাই জানালেন নির্মাতা।
সিনেমার অন্যান্য চরিত্রে অভিনয় করবেন মামুনুর রশীদ, পার্থ বড়ুয়া, ইলোরা গহর, এরফান মৃধা শিবলু, মুকিত জাকারিয়া প্রমুখ।
আগামী মাসে সিনেমার শুটিং শুরু হওয়ার কথা ভাবছেন নির্মাতা। তবে দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় তা নিয়ে শঙ্কায় আছেন তিনি। হিমু আকরাম বলেন, ‘সৈয়দপুর, সুন্দরবন, রাজেন্দ্রপুরের শালবনসহ পুরান ঢাকার বেশ কিছু জায়গায় পুরো সেপ্টেম্বর শুটিংয়ের পরিকল্পনা করা। সেই হিসাবে সব শিল্পীর শিডিউল নেওয়া। আমাদের সব রকমের প্রস্তুতি শেষ, শুটিং শুরু করার জন্য একদম প্রস্তুত। যেহেতু স্বস্তিকা কলকাতা থেকে ঢাকায় আসবে, তাঁর ওয়ার্ক পারমিট এবং ভিসা প্রসেসিংয়ের ব্যাপার রয়েছে। দেশের বর্তমান পরিস্থিতিতে তা একটু কঠিন বলে মনে হচ্ছে। শেষ পর্যন্ত অপেক্ষা করতে চাই। স্বস্তিকার ভিসা এবং ওয়ার্ক পারমিট পাওয়া গেলে শুটিং শুরু করব। যদি সম্ভব না হয়, তাহলে শুটিং শিডিউল পরিবর্তন করা হতে পারে।’
নিজের গল্পেই আলতা বানু জোছনা দেখেনি বানাবেন হিমু আকরাম। চিত্রনাট্য লিখছেন হিমু আকরাম, মোহাম্মদ নাজিম উদ দৌলা ও মোহাম্মদ নাজিম উদ্দিন। প্রযোজনা করছে বেঙ্গল মাল্টিমিডিয়া।
গত বছর জানা গিয়েছিল ঢাকার ‘আলতা বানু জোছনা দেখেনি’ নামের সিনেমায় অভিনয় করবেন পশ্চিমবঙ্গের স্বস্তিকা মুখার্জি। হিমু আকরামের পরিচালনায় এতে স্বস্তিকার সঙ্গে দেখা যাবে শরিফুল রাজকে। এবার এ সিনেমায় যুক্ত হলেন আশনা হাবিব ভাবনা। গত বুধবার ভাবনার সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হয়েছে। ফেসবুকে চুক্তি স্বাক্ষর সময়ের ছবি শেয়ার করে ভাবনা লিখেছেন, ‘আমার প্রিয় অভিনেতা স্বস্তিকা মুখার্জির সঙ্গে কাজ করার জন্য আর অপেক্ষা করতে পারছি না।’
নির্মাতা জানান, ডার্ক থ্রিলার গল্পে সাজানো হয়েছে আলতা বানু জোছনা দেখেনি সিনেমার কাহিনি। তিনটি অঞ্চলের গল্প উঠে আসবে এতে। ঘটনাক্রমে তিনটি অঞ্চলের গল্প এক সুতায় মিলে যায়। এ সিনেমায় ভাবনাকে দেখা যাবে হাওর অঞ্চলের এক মেয়ে জুলেখার চরিত্রে।
সিনেমার নাম ভূমিকায় অভিনয় করবেন স্বস্তিকা মুখার্জি। চরিত্রটি সম্পর্কে হিমু আকরাম বলেন, ‘পুরান ঢাকার মধ্যবিত্ত পরিবারের মেয়ে আলতা বানু। যে পাগল, উন্মাদ; যাকে সব সময় লোহার শিকল দিয়ে বেঁধে রাখতে হয়। আলতাবানু চোখ দিয়ে কথা বলে। তার যে লুক, তাকানো, চোখে কথা বলা, স্বস্তিকার চোখের মধ্যে সেই ব্যাপারটা আছে। তা ছাড়া স্বস্তিকাকে আলতাবানু চরিত্রের সঙ্গে দারুণ মানাবে বলে আমার মনে হয়েছে। এক বছর আগে তাঁর সঙ্গে চুক্তি হয় আমাদের।’
অন্যদিকে শরিফুল রাজ একাই এ সিনেমায় অভিনয় করবেন তিনটি চরিত্রে। চরিত্র তিনটির নাম প্রেমচাঁদ, সুজন মিয়া ও মুইনুল হোসেন। এটা আসলে এক মানুষের তিনটি রূপ। একটার সঙ্গে আরেকটার মিল নেই কোনো—এমনটাই জানালেন নির্মাতা।
সিনেমার অন্যান্য চরিত্রে অভিনয় করবেন মামুনুর রশীদ, পার্থ বড়ুয়া, ইলোরা গহর, এরফান মৃধা শিবলু, মুকিত জাকারিয়া প্রমুখ।
আগামী মাসে সিনেমার শুটিং শুরু হওয়ার কথা ভাবছেন নির্মাতা। তবে দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় তা নিয়ে শঙ্কায় আছেন তিনি। হিমু আকরাম বলেন, ‘সৈয়দপুর, সুন্দরবন, রাজেন্দ্রপুরের শালবনসহ পুরান ঢাকার বেশ কিছু জায়গায় পুরো সেপ্টেম্বর শুটিংয়ের পরিকল্পনা করা। সেই হিসাবে সব শিল্পীর শিডিউল নেওয়া। আমাদের সব রকমের প্রস্তুতি শেষ, শুটিং শুরু করার জন্য একদম প্রস্তুত। যেহেতু স্বস্তিকা কলকাতা থেকে ঢাকায় আসবে, তাঁর ওয়ার্ক পারমিট এবং ভিসা প্রসেসিংয়ের ব্যাপার রয়েছে। দেশের বর্তমান পরিস্থিতিতে তা একটু কঠিন বলে মনে হচ্ছে। শেষ পর্যন্ত অপেক্ষা করতে চাই। স্বস্তিকার ভিসা এবং ওয়ার্ক পারমিট পাওয়া গেলে শুটিং শুরু করব। যদি সম্ভব না হয়, তাহলে শুটিং শিডিউল পরিবর্তন করা হতে পারে।’
নিজের গল্পেই আলতা বানু জোছনা দেখেনি বানাবেন হিমু আকরাম। চিত্রনাট্য লিখছেন হিমু আকরাম, মোহাম্মদ নাজিম উদ দৌলা ও মোহাম্মদ নাজিম উদ্দিন। প্রযোজনা করছে বেঙ্গল মাল্টিমিডিয়া।
‘যারা চলে গেছেন তাঁদের প্রত্যেকের পরিবারকে ২০ লাখ রুপি, আর যারা আহত হয়ে চিকিৎসা নিচ্ছেন তাদের জন্য ২ লাখ রুপি করে দেওয়া হবে। আমি জানি, এই অর্থ যথেষ্ঠ নয়। তবুও এই মুহূর্তে আমার দায়িত্ব হলো আমার প্রিয়জনদের পাশে দাঁড়ানো।’
২ ঘণ্টা আগে‘হৃদয় হাসিন ফিচারিং ভ্যারিয়াস আর্টিস্টস’ নামে একটি প্রজেক্ট শুরু করেছেন সংগীত পরিচালক হৃদয় হাসিন। সম্প্রতি প্রকাশিত হলো প্রজেক্টের প্রথম গান কনার গাওয়া ‘নীরবে’।
৭ ঘণ্টা আগেজনপ্রিয় হলিউড তারকা সেলেনা গোমেজ বিয়ে করেছেন। গত শুক্রবার আরেক জনপ্রিয় গায়ক ও সংগীত প্রযোজক বেনি ব্লাঙ্কোর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। গতকাল শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে বিয়ের ছবি প্রকাশ করেছেন এই গায়িকা-অভিনেত্রী। প্রকাশিত ছবিতে দেখা যায়, সবুজ লনে স্বামীকে আলিঙ্গন ও চুম্বন কর
৮ ঘণ্টা আগেপ্রথমবারের মতো কোনো বিজ্ঞাপনের মডেল হলেন গীতিকার কবির বকুল। বিজ্ঞাপনটিতে তাঁকে দেখা যাবে প্রয়াত নায়ক জাফর ইকবালের বেশে। ঠোঁট মিলিয়েছেন ৮০ এর দশকের জনপ্রিয় গান ‘এক হৃদয়হীনার কাছে হৃদয়ের দাম কী আছে’র সঙ্গে!
৮ ঘণ্টা আগে