বিনোদন ডেস্ক
আপনার প্রিয় সিনেমা কোনটি? বিনোদনমূলক ওয়েবসাইট আইজিএন-এর পক্ষ থেকে করা এ প্রশ্ন শুনেই অভিনেতা মরগান ফ্রিম্যান চটপট উত্তর দিলেন, ‘মুলা রুজ’। ২০০১ সালে মুক্তি পাওয়া অস্কারজয়ী এ সিনেমা ছাড়াও তাঁর পছন্দের টিভি সিরিজ ‘অল ইন দ্য ফ্যামিলি’।
মুলা রুজ
এক কবি আর এক ক্যাবারে ড্যান্সারের গল্প। প্রেক্ষাপট ১৯০০ সালের প্যারিস শহর। ক্রিশ্চিয়ান নামের এক ইংরেজ কবি বোহেমিয়ান মুভমেন্টে যোগ দেওয়ার জন্য প্যারিসে যায়। শহরের সবচেয়ে বড় নাইট ক্লাব মুলা রুজে গিয়ে সেখানকার ড্যান্সার স্যাটিনকে দেখে মুগ্ধ হয়। তার প্রেমে পড়ে। বাজ লুহরমান পরিচালিত সিনেমাটিতে এ দুই চরিত্রে অভিনয় করেছেন ইওয়ান ম্যাকগ্রেগর ও নিকোল কিডম্যান। সিনেমাটি নিয়ে মরগান ফ্রিম্যান বলেন, ‘পরিচালক বাজ লুহরম্যান যা করেছেন এ সিনেমায়, তা সত্যিই অসাধারণ। পোশাক, নাচ, সংগীত, সম্পাদনা—সব মিলিয়ে অনবদ্য কাজ। সিনেমাটি নিয়ে দুই ধরনের আলোচনা দেখা যায়। অনেকের ভালো লাগে, অনেকের লাগে না। তবে আমার মনে হয়, দর্শকদের এই বিভক্তি যেকোনো মহৎ শিল্পের লক্ষণ।’
অল ইন দ্য ফ্যামিলি
আমেরিকান সিটকম টেলিভিশন সিরিজটি ১৯৭১ থেকে ১৯৭৯ সালে প্রচারিত হয় সিবিএস চ্যানেলে। এখনো অন্যতম সেরা আমেরিকান টিভি সিরিজ হিসেবে গণ্য করা হয় অল ইন দ্য ফ্যামিলিকে। কঠোর ধর্মবিশ্বাসী আর্চি বাঙ্কার, তার স্ত্রী এডিথ এবং তাদের মেয়ে গ্লোরিয়া ও জামাই মাইককে নিয়ে সিরিজের গল্প। আর্চির রক্ষণশীল দৃষ্টিভঙ্গি এবং পরিবারের অন্য সদস্যদের প্রগতিশীল চিন্তার মাধ্যমে তৎকালীন নানা সামাজিক ও রাজনৈতিক বিষয়কে ব্যঙ্গ করা হয়েছে এ সিরিজে। অল ইন দ্য ফ্যামিলি নিয়ে মরগান ফ্রিম্যানের মন্তব্য, ‘এটা আমার কাছে সর্বকালের সবচেয়ে পছন্দের অনুষ্ঠান। এমনকি বর্তমান সময়ের জন্যও এটি সমান প্রাসঙ্গিক।’
আপনার প্রিয় সিনেমা কোনটি? বিনোদনমূলক ওয়েবসাইট আইজিএন-এর পক্ষ থেকে করা এ প্রশ্ন শুনেই অভিনেতা মরগান ফ্রিম্যান চটপট উত্তর দিলেন, ‘মুলা রুজ’। ২০০১ সালে মুক্তি পাওয়া অস্কারজয়ী এ সিনেমা ছাড়াও তাঁর পছন্দের টিভি সিরিজ ‘অল ইন দ্য ফ্যামিলি’।
মুলা রুজ
এক কবি আর এক ক্যাবারে ড্যান্সারের গল্প। প্রেক্ষাপট ১৯০০ সালের প্যারিস শহর। ক্রিশ্চিয়ান নামের এক ইংরেজ কবি বোহেমিয়ান মুভমেন্টে যোগ দেওয়ার জন্য প্যারিসে যায়। শহরের সবচেয়ে বড় নাইট ক্লাব মুলা রুজে গিয়ে সেখানকার ড্যান্সার স্যাটিনকে দেখে মুগ্ধ হয়। তার প্রেমে পড়ে। বাজ লুহরমান পরিচালিত সিনেমাটিতে এ দুই চরিত্রে অভিনয় করেছেন ইওয়ান ম্যাকগ্রেগর ও নিকোল কিডম্যান। সিনেমাটি নিয়ে মরগান ফ্রিম্যান বলেন, ‘পরিচালক বাজ লুহরম্যান যা করেছেন এ সিনেমায়, তা সত্যিই অসাধারণ। পোশাক, নাচ, সংগীত, সম্পাদনা—সব মিলিয়ে অনবদ্য কাজ। সিনেমাটি নিয়ে দুই ধরনের আলোচনা দেখা যায়। অনেকের ভালো লাগে, অনেকের লাগে না। তবে আমার মনে হয়, দর্শকদের এই বিভক্তি যেকোনো মহৎ শিল্পের লক্ষণ।’
অল ইন দ্য ফ্যামিলি
আমেরিকান সিটকম টেলিভিশন সিরিজটি ১৯৭১ থেকে ১৯৭৯ সালে প্রচারিত হয় সিবিএস চ্যানেলে। এখনো অন্যতম সেরা আমেরিকান টিভি সিরিজ হিসেবে গণ্য করা হয় অল ইন দ্য ফ্যামিলিকে। কঠোর ধর্মবিশ্বাসী আর্চি বাঙ্কার, তার স্ত্রী এডিথ এবং তাদের মেয়ে গ্লোরিয়া ও জামাই মাইককে নিয়ে সিরিজের গল্প। আর্চির রক্ষণশীল দৃষ্টিভঙ্গি এবং পরিবারের অন্য সদস্যদের প্রগতিশীল চিন্তার মাধ্যমে তৎকালীন নানা সামাজিক ও রাজনৈতিক বিষয়কে ব্যঙ্গ করা হয়েছে এ সিরিজে। অল ইন দ্য ফ্যামিলি নিয়ে মরগান ফ্রিম্যানের মন্তব্য, ‘এটা আমার কাছে সর্বকালের সবচেয়ে পছন্দের অনুষ্ঠান। এমনকি বর্তমান সময়ের জন্যও এটি সমান প্রাসঙ্গিক।’
গ্লাসগোর রাস্তায় শুটিং দেখতে জড়ো হয়েছেন অনেকে। ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন হল্যান্ড। তাঁদের সঙ্গে কথা বলছেন। ছবি তুলছেন। স্পাইডার-ম্যানের পোশাক পরা এক শিশুকে কাছে টেনে নেন তিনি।
১২ ঘণ্টা আগেঅভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
১৫ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে; যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
১৭ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
২০ ঘণ্টা আগে