বিনোদন ডেস্ক
আপনার প্রিয় সিনেমা কোনটি? বিনোদনমূলক ওয়েবসাইট আইজিএন-এর পক্ষ থেকে করা এ প্রশ্ন শুনেই অভিনেতা মরগান ফ্রিম্যান চটপট উত্তর দিলেন, ‘মুলা রুজ’। ২০০১ সালে মুক্তি পাওয়া অস্কারজয়ী এ সিনেমা ছাড়াও তাঁর পছন্দের টিভি সিরিজ ‘অল ইন দ্য ফ্যামিলি’।
মুলা রুজ
এক কবি আর এক ক্যাবারে ড্যান্সারের গল্প। প্রেক্ষাপট ১৯০০ সালের প্যারিস শহর। ক্রিশ্চিয়ান নামের এক ইংরেজ কবি বোহেমিয়ান মুভমেন্টে যোগ দেওয়ার জন্য প্যারিসে যায়। শহরের সবচেয়ে বড় নাইট ক্লাব মুলা রুজে গিয়ে সেখানকার ড্যান্সার স্যাটিনকে দেখে মুগ্ধ হয়। তার প্রেমে পড়ে। বাজ লুহরমান পরিচালিত সিনেমাটিতে এ দুই চরিত্রে অভিনয় করেছেন ইওয়ান ম্যাকগ্রেগর ও নিকোল কিডম্যান। সিনেমাটি নিয়ে মরগান ফ্রিম্যান বলেন, ‘পরিচালক বাজ লুহরম্যান যা করেছেন এ সিনেমায়, তা সত্যিই অসাধারণ। পোশাক, নাচ, সংগীত, সম্পাদনা—সব মিলিয়ে অনবদ্য কাজ। সিনেমাটি নিয়ে দুই ধরনের আলোচনা দেখা যায়। অনেকের ভালো লাগে, অনেকের লাগে না। তবে আমার মনে হয়, দর্শকদের এই বিভক্তি যেকোনো মহৎ শিল্পের লক্ষণ।’
অল ইন দ্য ফ্যামিলি
আমেরিকান সিটকম টেলিভিশন সিরিজটি ১৯৭১ থেকে ১৯৭৯ সালে প্রচারিত হয় সিবিএস চ্যানেলে। এখনো অন্যতম সেরা আমেরিকান টিভি সিরিজ হিসেবে গণ্য করা হয় অল ইন দ্য ফ্যামিলিকে। কঠোর ধর্মবিশ্বাসী আর্চি বাঙ্কার, তার স্ত্রী এডিথ এবং তাদের মেয়ে গ্লোরিয়া ও জামাই মাইককে নিয়ে সিরিজের গল্প। আর্চির রক্ষণশীল দৃষ্টিভঙ্গি এবং পরিবারের অন্য সদস্যদের প্রগতিশীল চিন্তার মাধ্যমে তৎকালীন নানা সামাজিক ও রাজনৈতিক বিষয়কে ব্যঙ্গ করা হয়েছে এ সিরিজে। অল ইন দ্য ফ্যামিলি নিয়ে মরগান ফ্রিম্যানের মন্তব্য, ‘এটা আমার কাছে সর্বকালের সবচেয়ে পছন্দের অনুষ্ঠান। এমনকি বর্তমান সময়ের জন্যও এটি সমান প্রাসঙ্গিক।’
আপনার প্রিয় সিনেমা কোনটি? বিনোদনমূলক ওয়েবসাইট আইজিএন-এর পক্ষ থেকে করা এ প্রশ্ন শুনেই অভিনেতা মরগান ফ্রিম্যান চটপট উত্তর দিলেন, ‘মুলা রুজ’। ২০০১ সালে মুক্তি পাওয়া অস্কারজয়ী এ সিনেমা ছাড়াও তাঁর পছন্দের টিভি সিরিজ ‘অল ইন দ্য ফ্যামিলি’।
মুলা রুজ
এক কবি আর এক ক্যাবারে ড্যান্সারের গল্প। প্রেক্ষাপট ১৯০০ সালের প্যারিস শহর। ক্রিশ্চিয়ান নামের এক ইংরেজ কবি বোহেমিয়ান মুভমেন্টে যোগ দেওয়ার জন্য প্যারিসে যায়। শহরের সবচেয়ে বড় নাইট ক্লাব মুলা রুজে গিয়ে সেখানকার ড্যান্সার স্যাটিনকে দেখে মুগ্ধ হয়। তার প্রেমে পড়ে। বাজ লুহরমান পরিচালিত সিনেমাটিতে এ দুই চরিত্রে অভিনয় করেছেন ইওয়ান ম্যাকগ্রেগর ও নিকোল কিডম্যান। সিনেমাটি নিয়ে মরগান ফ্রিম্যান বলেন, ‘পরিচালক বাজ লুহরম্যান যা করেছেন এ সিনেমায়, তা সত্যিই অসাধারণ। পোশাক, নাচ, সংগীত, সম্পাদনা—সব মিলিয়ে অনবদ্য কাজ। সিনেমাটি নিয়ে দুই ধরনের আলোচনা দেখা যায়। অনেকের ভালো লাগে, অনেকের লাগে না। তবে আমার মনে হয়, দর্শকদের এই বিভক্তি যেকোনো মহৎ শিল্পের লক্ষণ।’
অল ইন দ্য ফ্যামিলি
আমেরিকান সিটকম টেলিভিশন সিরিজটি ১৯৭১ থেকে ১৯৭৯ সালে প্রচারিত হয় সিবিএস চ্যানেলে। এখনো অন্যতম সেরা আমেরিকান টিভি সিরিজ হিসেবে গণ্য করা হয় অল ইন দ্য ফ্যামিলিকে। কঠোর ধর্মবিশ্বাসী আর্চি বাঙ্কার, তার স্ত্রী এডিথ এবং তাদের মেয়ে গ্লোরিয়া ও জামাই মাইককে নিয়ে সিরিজের গল্প। আর্চির রক্ষণশীল দৃষ্টিভঙ্গি এবং পরিবারের অন্য সদস্যদের প্রগতিশীল চিন্তার মাধ্যমে তৎকালীন নানা সামাজিক ও রাজনৈতিক বিষয়কে ব্যঙ্গ করা হয়েছে এ সিরিজে। অল ইন দ্য ফ্যামিলি নিয়ে মরগান ফ্রিম্যানের মন্তব্য, ‘এটা আমার কাছে সর্বকালের সবচেয়ে পছন্দের অনুষ্ঠান। এমনকি বর্তমান সময়ের জন্যও এটি সমান প্রাসঙ্গিক।’
এ বছরের শুরু থেকে শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন ইলিয়াস কাঞ্চন। অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা তাঁকে চিকিৎসকের কাছে নিয়ে যান। সেখানে নানা পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায়, ইলিয়াস কাঞ্চনের মাথায় টিউমার রয়েছে।
১০ ঘণ্টা আগেলন্ডনে আয়োজিত বাংলা বইমেলার বিশেষ সংগীতানুষ্ঠানে গান গাইতে যুক্তরাজ্যে যাচ্ছেন সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন। আজ লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়বেন তিনি। ১৯ অক্টোবর আয়োজিত অনুষ্ঠানে একই মঞ্চে সাবিনা ইয়াসমীনের পাশাপাশি আরও গাইবেন পশ্চিমবঙ্গের সংগীতশিল্পী মৌসুমী ভৌমিক।
১ দিন আগেযুক্তরাষ্ট্রের এনভায়রনমেন্টাল মিডিয়া অ্যাসোসিয়েশন (এমা) অ্যাওয়ার্ডের স্বল্পদৈর্ঘ্য বিভাগে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে বাংলাদেশের সিনেমা। এমা অ্যাওয়ার্ডের ৩৫তম আসরে প্রদর্শিত হবে গোলাম রাব্বানী ও জহিরুল ইসলামের যৌথ পরিচালনায় নির্মিত স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘নিশি’।
১ দিন আগেএকসময়ের সাজানো-গোছানো শহর বিরলপুর এখন মাদকের আখড়া। দিনদুপুরে খুন হয়। পুলিশ কিছুই করতে পারছে না। শহরের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি চৌধুরীর ব্যবসার আড়ালে রয়েছে অবৈধ ব্যবসা। হঠাৎ তার তিনজন লোক খুন হয়ে যায়। গোয়েন্দা মারুফ জামানের ওপর মামলার তদন্তভার দেওয়া হয়।
১ দিন আগে