বিনোদন প্রতিবেদক, ঢাকা
সংগীতবিষয়ক নতুন রিয়েলিটি শো ‘বিশ্বজুড়ে বাংলা গান’ নিয়ে আসছে যুক্তরাষ্ট্র-কানাডাভিত্তিক টিভি চ্যানেল এটিভি ইউএসএ। গত শনিবার এটিভি ইউএসএর ‘বাংলাদেশ ঘোষণা’ অনুষ্ঠানে উন্মোচন করা হয় রিয়েলিটি শোর লোগো। এ ছাড়া এ দিন বাংলাদেশ-আমেরিকার কিছু যৌথ ইভেন্ট ও আশা মাল্টিমিডিয়ার শুভযাত্রা ঘোষণা করা হয়।
বিশ্বজুড়ে বাংলা গানের লোগো উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এটিভি ইউএসের কর্ণধার দম্পতি আকাশ রহমান ও এশা রহমান। অনুষ্ঠান সম্পর্কে কথা বলেন রিয়েলিটি শোর কো-অর্ডিনেটর ও অন্যতম বিচারক রবীন্দ্রসংগীতশিল্পী ড. অণিমা রায়। সারা বিশ্বের বাংলা ভাষাভাষীরা অংশ নিতে পারবেন এই শোতে। সে জন্য নির্দিষ্ট নিয়ম মেনে করতে হবে আবেদন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগীতশিল্পী ফাতেমা তুজ জোহরা, হামিন আহমেদ, রিজিয়া পারভীন, ফাহমিদা নবী, ধ্রুব গুহ, বিউটিশিয়ান কানিজ আলমাস খান, অভিনয়শিল্পী রুনা খান, সাদিয়া জাহান প্রভা, সিফাত তাহসিন, নিরব, নির্মাতা চয়নিকা চৌধুরী, কোরিওগ্রাফার পিয়াল হোসেন প্রমুখ।
কণ্ঠশিল্পী ফাতেমা তুজ জোহরা বলেন, ‘চীন, জাপানসহ অনেক ভাষার মানুষের সঙ্গে আমার পরিচয় হয়েছে, যাঁরা বাংলা গান তো বটেই নজরুলের গান অনেক পছন্দ করেন। এটিভি ইউএসএ টিভির জন্য শুভকামনা।’
হামিন আহমেদ বলেন, ‘বাংলা গান নিয়ে এই টিভির ভাবনাচিন্তা আমাকে মুগ্ধ করেছে। কারণ, এর আগে আমরা দেখেছি, রিয়েলিটি শো সাধারণত একটি শহর বা দেশের সংগীত নিয়ে হয়। কিন্তু বিশ্বজুড়ে বাংলা গান নিয়ে মনে হয় এটা প্রথম। আমি মনে করি, এই আয়োজনের কারণে বিশ্বজুড়ে বাংলা গানের প্রচার ও প্রসার বাড়বে।’
একই দিনে প্রকাশিত হয় আশা মাল্টিমিডিয়া প্রযোজিত প্রথম টেলিফিল্ম ‘ফাঁদের প্রেমে’। টেলিফিল্মটি রচনা ও পরিচালনা করেছেন তানভীর তারেক। অভিনয়ে সাঈদ বাবু, সিফাত তাহসিন, আকাশ রহমান প্রমুখ।
সংগীতবিষয়ক নতুন রিয়েলিটি শো ‘বিশ্বজুড়ে বাংলা গান’ নিয়ে আসছে যুক্তরাষ্ট্র-কানাডাভিত্তিক টিভি চ্যানেল এটিভি ইউএসএ। গত শনিবার এটিভি ইউএসএর ‘বাংলাদেশ ঘোষণা’ অনুষ্ঠানে উন্মোচন করা হয় রিয়েলিটি শোর লোগো। এ ছাড়া এ দিন বাংলাদেশ-আমেরিকার কিছু যৌথ ইভেন্ট ও আশা মাল্টিমিডিয়ার শুভযাত্রা ঘোষণা করা হয়।
বিশ্বজুড়ে বাংলা গানের লোগো উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এটিভি ইউএসের কর্ণধার দম্পতি আকাশ রহমান ও এশা রহমান। অনুষ্ঠান সম্পর্কে কথা বলেন রিয়েলিটি শোর কো-অর্ডিনেটর ও অন্যতম বিচারক রবীন্দ্রসংগীতশিল্পী ড. অণিমা রায়। সারা বিশ্বের বাংলা ভাষাভাষীরা অংশ নিতে পারবেন এই শোতে। সে জন্য নির্দিষ্ট নিয়ম মেনে করতে হবে আবেদন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগীতশিল্পী ফাতেমা তুজ জোহরা, হামিন আহমেদ, রিজিয়া পারভীন, ফাহমিদা নবী, ধ্রুব গুহ, বিউটিশিয়ান কানিজ আলমাস খান, অভিনয়শিল্পী রুনা খান, সাদিয়া জাহান প্রভা, সিফাত তাহসিন, নিরব, নির্মাতা চয়নিকা চৌধুরী, কোরিওগ্রাফার পিয়াল হোসেন প্রমুখ।
কণ্ঠশিল্পী ফাতেমা তুজ জোহরা বলেন, ‘চীন, জাপানসহ অনেক ভাষার মানুষের সঙ্গে আমার পরিচয় হয়েছে, যাঁরা বাংলা গান তো বটেই নজরুলের গান অনেক পছন্দ করেন। এটিভি ইউএসএ টিভির জন্য শুভকামনা।’
হামিন আহমেদ বলেন, ‘বাংলা গান নিয়ে এই টিভির ভাবনাচিন্তা আমাকে মুগ্ধ করেছে। কারণ, এর আগে আমরা দেখেছি, রিয়েলিটি শো সাধারণত একটি শহর বা দেশের সংগীত নিয়ে হয়। কিন্তু বিশ্বজুড়ে বাংলা গান নিয়ে মনে হয় এটা প্রথম। আমি মনে করি, এই আয়োজনের কারণে বিশ্বজুড়ে বাংলা গানের প্রচার ও প্রসার বাড়বে।’
একই দিনে প্রকাশিত হয় আশা মাল্টিমিডিয়া প্রযোজিত প্রথম টেলিফিল্ম ‘ফাঁদের প্রেমে’। টেলিফিল্মটি রচনা ও পরিচালনা করেছেন তানভীর তারেক। অভিনয়ে সাঈদ বাবু, সিফাত তাহসিন, আকাশ রহমান প্রমুখ।
বুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ‘কুরাক’ চলচ্চিত্রকে বাংলাদেশের জুলাই মেমোরিয়াল পদকে ভূষিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে সিনেমার পরিচালক এর্কে জুমাকমাতোভার হাতে পুরস্কার তুলে দেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
৫ ঘণ্টা আগেগত আগস্টে বঙ্গরঙ্গ নাট্যদল নিয়ে এসেছিল তাদের নতুন নাটক ‘মৃত্যুহীন প্রাণ’। আবারও মঞ্চে উঠছে নাটকটি। আগামীকাল শুক্রবার রাজধানীর শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে মৃত্যুহীন প্রাণ নাটকের দ্বিতীয় প্রদর্শনী।
৯ ঘণ্টা আগেছন্দে ফিরেছে কোক স্টুডিও বাংলা। এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর হাশিম মাহমুদের ‘বাজি’ গান দিয়ে আবার শুরু হয়েছে কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজনের কার্যক্রম। এরপর প্রকাশ পেয়েছে অংকন কুমার ও শেখ মুমতাহিনা মেহজাবিনের গাওয়া ‘লং ডিসট্যান্স লাভ’। এবার কোক স্টুডিওতে আসছেন সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ।
১৯ ঘণ্টা আগেবিশ্ববিদ্যালয়ের জীবনের দুষ্ট-মিষ্টি সময়ের গল্পের ওয়েব ফিল্ম ‘লিটল মিস ক্যাওস’। বানিয়েছেন মাহমুদা সুলতানা রীমা। এটি নির্মাতার প্রথম ওয়েব ফিল্ম। কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন সাদ সালমি নাওভী ও সাদনিমা বিনতে নোমান।
২০ ঘণ্টা আগে