জবি সংবাদদাতা
সব জায়গায় শুধু সহকর্মীকে বিপদে ফেলার চেষ্টা চলে বলে মন্তব্য করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য ড. সাদেকা হালিম। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. শিল্পী খানমের অকালপ্রয়াণে বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে কেন্দ্রীয় মিলনায়তনে আয়োজিত এক দোয়া মাহফিলে তিনি এমন মন্তব্য করেন।
সাদেকা হালিম বলেন, ‘মৃত্যুর কথা চিন্তা না করে আমরা আসলে এক সহকর্মী আরেক সহকর্মীকে নিচে নামানোর চেষ্টা করি। সারাক্ষণ চিন্তা করি, কীভাবে সহকর্মীর প্রমোশন আটকানো যায়। আরেক সহকর্মীকে কীভাবে ফাঁসানো যায়, সে চেষ্টা করি। কেউ কেউ আবার ক্রাইসিস তৈরি করি। একজনের জীবন অতিষ্ঠ করে ফেলি।’
জবি উপাচার্য বলেন, ‘আমরা মানুষ হিসেবে ধর্মের কথা যতই বলি, কিন্তু মনের ভেতর নৈতিক মূল্যবোধের একটা দীনতা দেখা যায়। এ মুহূর্তে যদি বলা হয় বাংলাদেশে সবচেয়ে বড় সংকট কোথায়, তাহলে আমি বলব মনে। কারণ, আমাদের মন হিংসাত্মক। এর থেকে আমরা বের হতে পারছি না। সেটা শিক্ষক কমিউনিটি বলি কিংবা শিক্ষার্থী কমিউনিটি বা ব্যবসায়ী কমিউনিটি অথবা সাংবাদিক সমাজ বলি। সব জায়গায় শুধু সহকর্মীকে বিপদে ফেলার চেষ্টা।’
অধ্যাপক শিল্পী খানমের আত্মার মাগফিরাত কামনা করে উপাচার্য বলেন, শিক্ষক শিল্পী খানম যত আর্টিকেল লিখেছেন সব আর্টিকেল নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রকাশনা সংস্থা থেকে বই বের করা হবে এবং সে বই সামনের বইমেলায় প্রদর্শনীতে যাবে। বইটি উৎসর্গ করা হবে তাঁর দুই ছেলেকে।
এ সময় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হুমায়ুন কবীর চৌধুরী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম, বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, বিভাগীয় চেয়ারম্যানরা, প্রক্টর, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. জাকির হোসেন ও সাধারণ সম্পাদক ড. শেখ মাশরিক হাসান, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সব জায়গায় শুধু সহকর্মীকে বিপদে ফেলার চেষ্টা চলে বলে মন্তব্য করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য ড. সাদেকা হালিম। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. শিল্পী খানমের অকালপ্রয়াণে বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে কেন্দ্রীয় মিলনায়তনে আয়োজিত এক দোয়া মাহফিলে তিনি এমন মন্তব্য করেন।
সাদেকা হালিম বলেন, ‘মৃত্যুর কথা চিন্তা না করে আমরা আসলে এক সহকর্মী আরেক সহকর্মীকে নিচে নামানোর চেষ্টা করি। সারাক্ষণ চিন্তা করি, কীভাবে সহকর্মীর প্রমোশন আটকানো যায়। আরেক সহকর্মীকে কীভাবে ফাঁসানো যায়, সে চেষ্টা করি। কেউ কেউ আবার ক্রাইসিস তৈরি করি। একজনের জীবন অতিষ্ঠ করে ফেলি।’
জবি উপাচার্য বলেন, ‘আমরা মানুষ হিসেবে ধর্মের কথা যতই বলি, কিন্তু মনের ভেতর নৈতিক মূল্যবোধের একটা দীনতা দেখা যায়। এ মুহূর্তে যদি বলা হয় বাংলাদেশে সবচেয়ে বড় সংকট কোথায়, তাহলে আমি বলব মনে। কারণ, আমাদের মন হিংসাত্মক। এর থেকে আমরা বের হতে পারছি না। সেটা শিক্ষক কমিউনিটি বলি কিংবা শিক্ষার্থী কমিউনিটি বা ব্যবসায়ী কমিউনিটি অথবা সাংবাদিক সমাজ বলি। সব জায়গায় শুধু সহকর্মীকে বিপদে ফেলার চেষ্টা।’
অধ্যাপক শিল্পী খানমের আত্মার মাগফিরাত কামনা করে উপাচার্য বলেন, শিক্ষক শিল্পী খানম যত আর্টিকেল লিখেছেন সব আর্টিকেল নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রকাশনা সংস্থা থেকে বই বের করা হবে এবং সে বই সামনের বইমেলায় প্রদর্শনীতে যাবে। বইটি উৎসর্গ করা হবে তাঁর দুই ছেলেকে।
এ সময় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হুমায়ুন কবীর চৌধুরী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম, বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, বিভাগীয় চেয়ারম্যানরা, প্রক্টর, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. জাকির হোসেন ও সাধারণ সম্পাদক ড. শেখ মাশরিক হাসান, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞানের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়ানোর লক্ষ্য নিয়ে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশে দিনব্যাপী ‘নেক্সট জেন বাংলাদেশ: ইঞ্জিনিয়ারিং টুমরো’ শীর্ষক উৎসব অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগ এবং অ্যাডমিশন অফিসের যৌথ উদ্যোগে এই আয়োজন অনুষ্ঠ
২ ঘণ্টা আগেবিশ্ববিদ্যালয় শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই সময়ে শিক্ষার্থীরা কেবল পাঠ্যবইয়ের জ্ঞানার্জন করেন না, বরং গবেষণা, বিশ্লেষণ ও নানা স্কিল গঠনের সুযোগ পান। এই দক্ষতাগুলোর মধ্যে অন্যতম হলো অ্যাসাইনমেন্ট তৈরি। অ্যাসাইনমেন্ট শুধু পরীক্ষার বিকল্প কিংবা নম্বর তোলার মাধ্যম নয়, বরং এটি একজন শিক্ষার্থী
১২ ঘণ্টা আগেমার্কিন যুক্তরাষ্ট্রে বোস্টন ইউনিভার্সিটি প্রেসিডেনশিয়াল বৃত্তি ২০২৫-এর আবেদন গ্রহণ শুরু হয়েছে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। বিভিন্ন ধরনের তহবিলযুক্ত এই বৃত্তির আওতায় শিক্ষার্থীরা স্নাতক ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। প্রতি বছর শিক্ষার্থীদের এই বৃত্তি দেওয়া হয়।
১২ ঘণ্টা আগেরাজধানীর সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের সাংবাদিক সমিতির (সোকসাস) তৃতীয় বর্ষপূর্তি উদ্যাপন ও সাংবাদিক সমিতির কার্যালয় উদ্বোধন করা হয়েছে। কেক কাটা ও আনন্দ শোভাযাত্রার মাধ্যমে দিনটি উদ্যাপন করা হয়।
১ দিন আগে