Ajker Patrika

সব জায়গায় শুধু সহকর্মীকে বিপদে ফেলার চেষ্টা চলে: সাদেকা হালিম

জবি সংবাদদাতা 
আপডেট : ৩০ মে ২০২৪, ১৯: ৪৬
সব জায়গায় শুধু সহকর্মীকে বিপদে ফেলার চেষ্টা চলে: সাদেকা হালিম

সব জায়গায় শুধু সহকর্মীকে বিপদে ফেলার চেষ্টা চলে বলে মন্তব্য করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য ড. সাদেকা হালিম। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. শিল্পী খানমের অকালপ্রয়াণে বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে কেন্দ্রীয় মিলনায়তনে আয়োজিত এক দোয়া মাহফিলে তিনি এমন মন্তব্য করেন। 

সাদেকা হালিম বলেন, ‘মৃত্যুর কথা চিন্তা না করে আমরা আসলে এক সহকর্মী আরেক সহকর্মীকে নিচে নামানোর চেষ্টা করি। সারাক্ষণ চিন্তা করি, কীভাবে সহকর্মীর প্রমোশন আটকানো যায়। আরেক সহকর্মীকে কীভাবে ফাঁসানো যায়, সে চেষ্টা করি। কেউ কেউ আবার ক্রাইসিস তৈরি করি। একজনের জীবন অতিষ্ঠ করে ফেলি।’ 

জবি উপাচার্য বলেন, ‘আমরা মানুষ হিসেবে ধর্মের কথা যতই বলি, কিন্তু মনের ভেতর নৈতিক মূল্যবোধের একটা দীনতা দেখা যায়। এ মুহূর্তে যদি বলা হয় বাংলাদেশে সবচেয়ে বড় সংকট কোথায়, তাহলে আমি বলব মনে। কারণ, আমাদের মন হিংসাত্মক। এর থেকে আমরা বের হতে পারছি না। সেটা শিক্ষক কমিউনিটি বলি কিংবা শিক্ষার্থী কমিউনিটি বা ব্যবসায়ী কমিউনিটি অথবা সাংবাদিক সমাজ বলি। সব জায়গায় শুধু সহকর্মীকে বিপদে ফেলার চেষ্টা।’ 

অধ্যাপক শিল্পী খানমের আত্মার মাগফিরাত কামনা করে উপাচার্য বলেন, শিক্ষক শিল্পী খানম যত আর্টিকেল লিখেছেন সব আর্টিকেল নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রকাশনা সংস্থা থেকে বই বের করা হবে এবং সে বই সামনের বইমেলায় প্রদর্শনীতে যাবে। বইটি উৎসর্গ করা হবে তাঁর দুই ছেলেকে। 

এ সময় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হুমায়ুন কবীর চৌধুরী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম, বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, বিভাগীয় চেয়ারম্যানরা, প্রক্টর, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. জাকির হোসেন ও সাধারণ সম্পাদক ড. শেখ মাশরিক হাসান, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত