Ajker Patrika

গ্রিন ইউনিভার্সিটিতে সাংবাদিকতা নিয়ে পড়তে চাইলে

ক্যাম্পাস ডেস্ক
গ্রিন ইউনিভার্সিটিতে সাংবাদিকতা নিয়ে পড়তে চাইলে

দীর্ঘদিন ধরে সাংবাদিকতা বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ দিচ্ছে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ। ২০০৩ সালে ‘ফিল্ম, টেলিভিশন ও ডিজিটাল মিডিয়ার ওপর স্নাতক কোর্স চালু করে বিশ্ববিদ্যালয়টি। সেটিই এখন জার্নালিজম অ্যান্ড মিডিয়া কমিউনিকেশন বিভাগ। দেশবরেণ্য নাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা আবদুল্লাহ আল-মামুন এই বিভাগের প্রতিষ্ঠাতা।

অপেক্ষাকৃত কম সচ্ছল ও মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরা যাতে উচ্চশিক্ষার সুযোগ পান, সে জন্য এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলের ওপর বিশেষ ছাড়ে ভর্তি করছে গ্রিন ইউনিভার্সিটি। ভর্তির পর পরীক্ষার ফলের ওপরও দেওয়া হচ্ছে বিশেষ বৃত্তি।

বিশেষ পরিস্থিতিতে বাসায় বসে ই-লার্নিং প্ল্যাটফর্মের মাধ্যমে ক্লাসের সুযোগ পান এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। লার্নিং সিস্টেম ম্যানেজমেন্ট (এলএমএস) পদ্ধতির মাধ্যমে সব ধরনের আবেদন ও যোগাযোগ বাসায় বসেই সম্পন্ন করা যায়। এ ছাড়া ই-লাইব্রেরি থেকে চাহিদামাফিক ই-বুক আর ই-রিসোর্স সুবিধাও পাচ্ছেন শিক্ষার্থীরা।

বিভাগের চেয়ারম্যান ড. অলিউর রহমান বলেন, ‘সাংবাদিকতা ও গণযোগাযোগ বিষয়ে পাঠদানের মাধ্যমে একটি সমৃদ্ধ ও উন্নত দেশ গঠনে ভূমিকা রাখতে চায় গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ।

ভর্তির যোগ্যতা: চার বছর মেয়াদি, অর্থাৎ ৮ সেমিস্টার ‘জার্নালিজম অ্যান্ড মিডিয়া কমিউনিকেশন’ প্রোগ্রামে ভর্তির জন্য এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় বিভাগ বা জিপিএ ২.৫০ বা ও লেভেলে ৫টি বিষয় এবং এ লেভেলে ২টি বিষয়ে পাস হতে হবে। বিস্তারিত জানা যাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত