বর্ণাঢ্য আয়োজনে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফল-২০২৪ সেমিস্টারের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান হয়েছে। গতকাল বৃহস্পতিবার ড্যাফোডিল স্মার্ট সিটিতে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা সম্মেলন কেন্দ্রে এই অনুষ্ঠান হয়।
নবীন শিক্ষার্থীদের আয়োজনে নবীনবরণ অনুষ্ঠানে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. সবুর খান, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর এস এম মাহাবুব উল হক মজুমদার ও ডিউক অব এডিন বার্গ অ্যাওয়ার্ডস ফাউন্ডেশন বাংলাদেশের ট্রাস্টি বোর্ডের অনারারি সেক্রেটারি রিজওয়ান বিন ফারুক।
নবীনবরণ অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের উৎসাহিত ও অনুপ্রাণিত করতে বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইয়ের ৪ জন সদস্যকে আমন্ত্রণ জানানো হয়। তাঁরা হলেন যমুনা গ্রুপের হেড অব আইটি মো. মেহেদী হাসান,৬ এএমটেকের কো-ফাউন্ডার ও প্রধান নির্বাহী কর্মকর্তা সুলতান মাহামুদ,৬ এএমটেকের কো-ফাউন্ডার ও প্রধান কারিগরি কর্মকর্তা নিপন রায় ও আলো ছড়াবে উপস্থাপনায় সেশান ১ এর চ্যাম্পিয়ন জয়া সাহা।
অনুষ্ঠানে নবীনদের স্বাগত জানিয়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. সবুর খান অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা যে আশা ও ভরসার জায়গা থেকে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে আপনাদের সন্তানদের উচ্চ শিক্ষার জন্য পছন্দ করেছেন তা যথার্থ দায়িত্বশীলতা ও আন্তরিকতার সঙ্গে আমরা গ্রহণ করেছি। এই আস্থা এবং বিশ্বাস অক্ষুণ্ন রেখে নতুনদের মানবিক ও প্রাতিষ্ঠানিক শিক্ষার ব্যবস্থা করা এখন আমাদের প্রধান গুরুত্বের বিষয়।’
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর এস এম মাহাবুব উল হক মজুমদার নবীনবরণ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সার্বিক ব্যবস্থাপনার চিত্র তুলে ধরে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও অভিভাবকসহ সবার সম্মিলিত প্রচেষ্টা, সমর্থন, অকুণ্ঠ ভালোবাসা ও অবদানের ফলেই ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আজ বাংলাদেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে স্থান করে নিয়েছে।’
গতকাল সকাল থেকেই আনন্দমুখর পরিবেশে সদ্য বিশ্ববিদ্যালয়ে পা দেওয়া শিক্ষার্থীরা পুরো ক্যাম্পাস জুড়ে বিচরণ করে। তাদের উল্লাসে ড্যাফোডিল স্মার্ট সিটির গ্রিন ক্যাম্পাস যেন আলোড়িত হয় এক নতুন রঙে, নতুনত্বের স্বাদে। ওরিয়েন্টশন প্রোগ্রাম ফল-২০২৪ অনুষ্ঠানে নবীনরা নেচে গেয়ে আনন্দমুখর পরিবেশে তাদের বিশ্ববিদ্যালয় জীবনের সূচনা করে।
আয়োজনের শুরুতে স্টুডেন্ট অ্যাফেয়ার্সের ঊর্ধ্বতন সহকারী পরিচালক অমিত চক্রবর্তী ছোটন নবীনদের অনুষ্ঠানটি পরিচালনায় উৎসাহ দেন এবং বিশ্ববিদ্যালয় জীবন সম্পর্কে নবীন শিক্ষার্থীদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রাতিষ্ঠানিক নিয়মাবলি সম্পর্কেও ধারণা দেন। অতিথিরা প্রতিক্রিয়া ব্যক্ত করে নবীনদের উদ্দেশ্যে বক্তব্য দেন এবং ‘লার্ন অ্যান্ড উইন’ কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। বিশ্ববিদ্যালয়ের সফটওয়ার প্রকৌশল বিভাগের নবীন শিক্ষার্থী আদনান জাহান রুমেন এবং পুষ্টি ও খাদ্য প্রকৌশল বিভাগের নবীন শিক্ষার্থী ফাতেমা তুজ জান্নাতের যৌথ উপস্থাপনায় ও নবীন শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই আয়োজনের শেষ হয়।
বর্ণাঢ্য আয়োজনে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফল-২০২৪ সেমিস্টারের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান হয়েছে। গতকাল বৃহস্পতিবার ড্যাফোডিল স্মার্ট সিটিতে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা সম্মেলন কেন্দ্রে এই অনুষ্ঠান হয়।
নবীন শিক্ষার্থীদের আয়োজনে নবীনবরণ অনুষ্ঠানে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. সবুর খান, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর এস এম মাহাবুব উল হক মজুমদার ও ডিউক অব এডিন বার্গ অ্যাওয়ার্ডস ফাউন্ডেশন বাংলাদেশের ট্রাস্টি বোর্ডের অনারারি সেক্রেটারি রিজওয়ান বিন ফারুক।
নবীনবরণ অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের উৎসাহিত ও অনুপ্রাণিত করতে বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইয়ের ৪ জন সদস্যকে আমন্ত্রণ জানানো হয়। তাঁরা হলেন যমুনা গ্রুপের হেড অব আইটি মো. মেহেদী হাসান,৬ এএমটেকের কো-ফাউন্ডার ও প্রধান নির্বাহী কর্মকর্তা সুলতান মাহামুদ,৬ এএমটেকের কো-ফাউন্ডার ও প্রধান কারিগরি কর্মকর্তা নিপন রায় ও আলো ছড়াবে উপস্থাপনায় সেশান ১ এর চ্যাম্পিয়ন জয়া সাহা।
অনুষ্ঠানে নবীনদের স্বাগত জানিয়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. সবুর খান অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা যে আশা ও ভরসার জায়গা থেকে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে আপনাদের সন্তানদের উচ্চ শিক্ষার জন্য পছন্দ করেছেন তা যথার্থ দায়িত্বশীলতা ও আন্তরিকতার সঙ্গে আমরা গ্রহণ করেছি। এই আস্থা এবং বিশ্বাস অক্ষুণ্ন রেখে নতুনদের মানবিক ও প্রাতিষ্ঠানিক শিক্ষার ব্যবস্থা করা এখন আমাদের প্রধান গুরুত্বের বিষয়।’
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর এস এম মাহাবুব উল হক মজুমদার নবীনবরণ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সার্বিক ব্যবস্থাপনার চিত্র তুলে ধরে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও অভিভাবকসহ সবার সম্মিলিত প্রচেষ্টা, সমর্থন, অকুণ্ঠ ভালোবাসা ও অবদানের ফলেই ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আজ বাংলাদেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে স্থান করে নিয়েছে।’
গতকাল সকাল থেকেই আনন্দমুখর পরিবেশে সদ্য বিশ্ববিদ্যালয়ে পা দেওয়া শিক্ষার্থীরা পুরো ক্যাম্পাস জুড়ে বিচরণ করে। তাদের উল্লাসে ড্যাফোডিল স্মার্ট সিটির গ্রিন ক্যাম্পাস যেন আলোড়িত হয় এক নতুন রঙে, নতুনত্বের স্বাদে। ওরিয়েন্টশন প্রোগ্রাম ফল-২০২৪ অনুষ্ঠানে নবীনরা নেচে গেয়ে আনন্দমুখর পরিবেশে তাদের বিশ্ববিদ্যালয় জীবনের সূচনা করে।
আয়োজনের শুরুতে স্টুডেন্ট অ্যাফেয়ার্সের ঊর্ধ্বতন সহকারী পরিচালক অমিত চক্রবর্তী ছোটন নবীনদের অনুষ্ঠানটি পরিচালনায় উৎসাহ দেন এবং বিশ্ববিদ্যালয় জীবন সম্পর্কে নবীন শিক্ষার্থীদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রাতিষ্ঠানিক নিয়মাবলি সম্পর্কেও ধারণা দেন। অতিথিরা প্রতিক্রিয়া ব্যক্ত করে নবীনদের উদ্দেশ্যে বক্তব্য দেন এবং ‘লার্ন অ্যান্ড উইন’ কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। বিশ্ববিদ্যালয়ের সফটওয়ার প্রকৌশল বিভাগের নবীন শিক্ষার্থী আদনান জাহান রুমেন এবং পুষ্টি ও খাদ্য প্রকৌশল বিভাগের নবীন শিক্ষার্থী ফাতেমা তুজ জান্নাতের যৌথ উপস্থাপনায় ও নবীন শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই আয়োজনের শেষ হয়।
নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের অংশ হিসেবে নতুন শিক্ষাক্রম বিস্তরণ (ডেসিমিনেশন অব নিউ কারিকুলাম) স্কিম নিয়েছিল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তর। তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর নতুন শিক্ষাক্রমের বাস্তবায়ন স্থগিত করে অন্তর্বর্তী সরকার। পরে এই স্কিম সংশোধন করে মাউশি বাস্তবায়নের উদ্যোগ নিলেও বাস্তবে
৫ ঘণ্টা আগেএসএসসি ও সমমানের উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল প্রকাশিত হয়েছে। আজ রোববার সকাল ১০টার দিকে ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়েছে। চলতি বছর এসএসসি পরীক্ষায় ফলাফল তুলনামূলক খারাপ করেছে শিক্ষার্থীরা। বিগত ১৬ বছরের মধ্যে পাসের হার সর্বনিম্ন।
২ দিন আগেপ্রতিদিনই আমাদের জীবনে ইতিবাচক -নেতিবাচক বিভিন্ন ঘটনা ঘটে থাকে। কিন্তু মানুষ হিসেবে আমরা প্রায়ই নেতিবাচক ঘটনাগুলোতেই বেশি মনোযোগ দিই। ভালো যে অনেক কিছুই ঘটছে, তা হয়তো টেরই পাই না। দিন শেষে আমরা ক্লান্ত, অভিযোগে ভরা, হতাশ। অথচ এ মানসিকতার বদল আনতে পারে একটি ছোট, কিন্তু গুরুত্বপূর্ণ অভ্যাস...
২ দিন আগেইতালিতে ইউনিভার্সিটি অব মিলান ডিএসইউ স্কলারশিপ ২০২৬-এর আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। এ বৃত্তির আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। এ বৃত্তিটি সম্পূর্ণ অর্থায়িত।
২ দিন আগে