আবদুল্লাহ আল মামুন
বসন্ত মানেই রং, উচ্ছ্বাস আর প্রাণের জাগরণ। শীত কাটিয়ে প্রকৃতি নতুন প্রাণে ফিরেছে। চারদিকে ফুলের বাহার, কোকিলের কুহুতান আর হালকা মৃদু বাতাস মনকে প্রফুল্ল করে। প্রকৃতির এই পরিবর্তন শুধু বাহ্যিক সৌন্দর্যই নয়, মানুষের মনেও আনে প্রশান্তি।
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও (পাবিপ্রবি) বসন্ত হাওয়া ছড়িয়েছে। এর আগমনী বার্তা দিয়েছে আগুনরাঙা পলাশ। কেন্দ্রীয় শহীদ মিনার, লেকপাড় এবং স্বাধীনতা চত্বরের পাশে কমলা-লাল পলাশ ফুটেছে।
বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক দিয়ে প্রবেশ করলে কেন্দ্রীয় মসজিদের পাশের বাগানে দেখা মিলবে ইনকা গাঁদা, স্টার, চন্দ্রমল্লিকা, ডেনথাচ, জবা ও গোলাপ ফুল; প্রশাসনিক ভবনের সামনে কুইন সুপার, ইনকা গাঁদা, পিটুনিয়াসহ অন্যান্য ফুল।
ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (আইসিই) বিভাগের শিক্ষার্থী এস এম জাওয়াদ বলেন, এবার ক্যাম্পাস একটু সাজানো মনে হচ্ছে। সব জায়গায় ফুল ফুটেছে।
বিশ্ববিদ্যালয় এস্টেট শাখা বলছে, এবার বিশ্ববিদ্যালয়ে পরিকল্পিতভাবে ফুলগাছ লাগানো হয়েছে। উপরেজিস্ট্রার সুজা উদ্দিন বলেন, ‘উপাচার্য স্যারের নির্দেশে আমরা এবার ক্যাম্পাসে সৌন্দর্যবর্ধনে পরিকল্পিতভাবে কাজ শুরু করেছি। শুধু মৌসুমি ফুল নয়, স্থায়ী সৌন্দর্যবর্ধনেরও পরিকল্পনা আছে।’
বসন্ত মানেই রং, উচ্ছ্বাস আর প্রাণের জাগরণ। শীত কাটিয়ে প্রকৃতি নতুন প্রাণে ফিরেছে। চারদিকে ফুলের বাহার, কোকিলের কুহুতান আর হালকা মৃদু বাতাস মনকে প্রফুল্ল করে। প্রকৃতির এই পরিবর্তন শুধু বাহ্যিক সৌন্দর্যই নয়, মানুষের মনেও আনে প্রশান্তি।
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও (পাবিপ্রবি) বসন্ত হাওয়া ছড়িয়েছে। এর আগমনী বার্তা দিয়েছে আগুনরাঙা পলাশ। কেন্দ্রীয় শহীদ মিনার, লেকপাড় এবং স্বাধীনতা চত্বরের পাশে কমলা-লাল পলাশ ফুটেছে।
বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক দিয়ে প্রবেশ করলে কেন্দ্রীয় মসজিদের পাশের বাগানে দেখা মিলবে ইনকা গাঁদা, স্টার, চন্দ্রমল্লিকা, ডেনথাচ, জবা ও গোলাপ ফুল; প্রশাসনিক ভবনের সামনে কুইন সুপার, ইনকা গাঁদা, পিটুনিয়াসহ অন্যান্য ফুল।
ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (আইসিই) বিভাগের শিক্ষার্থী এস এম জাওয়াদ বলেন, এবার ক্যাম্পাস একটু সাজানো মনে হচ্ছে। সব জায়গায় ফুল ফুটেছে।
বিশ্ববিদ্যালয় এস্টেট শাখা বলছে, এবার বিশ্ববিদ্যালয়ে পরিকল্পিতভাবে ফুলগাছ লাগানো হয়েছে। উপরেজিস্ট্রার সুজা উদ্দিন বলেন, ‘উপাচার্য স্যারের নির্দেশে আমরা এবার ক্যাম্পাসে সৌন্দর্যবর্ধনে পরিকল্পিতভাবে কাজ শুরু করেছি। শুধু মৌসুমি ফুল নয়, স্থায়ী সৌন্দর্যবর্ধনেরও পরিকল্পনা আছে।’
এসএসসি ও সমমানের উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল প্রকাশিত হয়েছে। আজ রোববার সকাল ১০টার দিকে ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়েছে। চলতি বছর এসএসসি পরীক্ষায় ফলাফল তুলনামূলক খারাপ করেছে শিক্ষার্থীরা। বিগত ১৬ বছরের মধ্যে পাসের হার সর্বনিম্ন।
১ দিন আগেপ্রতিদিনই আমাদের জীবনে ইতিবাচক -নেতিবাচক বিভিন্ন ঘটনা ঘটে থাকে। কিন্তু মানুষ হিসেবে আমরা প্রায়ই নেতিবাচক ঘটনাগুলোতেই বেশি মনোযোগ দিই। ভালো যে অনেক কিছুই ঘটছে, তা হয়তো টেরই পাই না। দিন শেষে আমরা ক্লান্ত, অভিযোগে ভরা, হতাশ। অথচ এ মানসিকতার বদল আনতে পারে একটি ছোট, কিন্তু গুরুত্বপূর্ণ অভ্যাস...
১ দিন আগেইতালিতে ইউনিভার্সিটি অব মিলান ডিএসইউ স্কলারশিপ ২০২৬-এর আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। এ বৃত্তির আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। এ বৃত্তিটি সম্পূর্ণ অর্থায়িত।
১ দিন আগেলক্ষ্মীপুর জেলার পশ্চিম শেখপুরা গ্রাম থেকে উঠে এসে হলি ক্রস কলেজ এবং পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা সম্পন্ন করেন। সেখান থেকে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ম্যাসাচুসেটস বোস্টনে পাবলিক পলিসিতে পিএইচডি গবেষণার যাত্রা। বর্তমানে ম্যাসাচুসেটস স্টেট হাউসের ব্যস্ত করিডরে লেজিসলেটিভ ইন্টার্ন হিসেবে কাজ...
১ দিন আগে