জবি প্রতিনিধি
আগামী ১ অক্টোবরের মধ্যে গুচ্ছভুক্ত সব বিশ্ববিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম শুরুর দাবি জানিয়ে মানববন্ধন করেছেন ২০২৩-২৪ শিক্ষাবর্ষের গুচ্ছে ভর্তিকৃত শিক্ষার্থীরা।
আজ রোববার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে গুচ্ছ ২০২৩-২৪ শিক্ষাবর্ষে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাড়াও গুচ্ছভুক্ত অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন। এ সময় শিক্ষার্থীরা বলেন, ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ আরও অনেক বিশ্ববিদ্যালয়ে শ্রেণি কার্যক্রম শুরু হয়েছে। কিন্তু গুচ্ছভুক্ত ২৪টি বিশ্ববিদ্যালয় এখনো ক্লাস শুরু করতে পারেনি। এ সময় শিক্ষার্থীরা ১ অক্টোবরের মধ্যে ক্লাস শুরু না করলে রাজপথে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন।
আইন বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আকিবুর রহমান আকিব বলেন, ‘১ আগস্ট আমাদের ক্লাস শুরুর কথা থাকলেও তা সম্ভব হয়নি। পরবর্তী সময় দেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে এখনো ক্লাস শুরুর প্রক্রিয়া লক্ষ করা যাচ্ছে না। এ অবস্থায় আমাদের দুটি দাবি হলো—চলতি মাসের ২২ সেপ্টেম্বরের মধ্যে চূড়ান্ত ভর্তির তারিখ ঘোষণা করতে হবে এবং ১ অক্টোবরের থেকে গুচ্ছভুক্ত সব বিশ্ববিদ্যালয়ে শ্রেণি কার্যক্রম শুরু করতে হবে। এর যদি ব্যত্যয় ঘটে, তাহলে সাধারণ শিক্ষার্থীরা তাদের ভবিষ্যৎ জীবন নিশ্চিত করার জন্য রাস্তায় নেমে আসতে বাধ্য হবে।’
মানববন্ধনে একজন অভিভাবক বলেন, ‘আমি সব শিক্ষার্থীর পক্ষ হয়ে বলছি, চূড়ান্ত ভর্তি কার্যক্রম শেষ করে অনতিবিলম্বে ক্লাস শুরু করতে হবে ৷ অনেক শিক্ষার্থী দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দিয়েছে। তাদের জীবন থেকে দুইটা বছর চলে গেছে। তাদের ভবিষ্যৎ জীবন রক্ষার্থে আর বিলম্ব না করে ক্লাস শুরু করার দাবি জানাচ্ছি।’
মানববন্ধনে আরও বক্তব্য দেন হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অ্যাগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং বিভাগের জেবুন আতকিয়া, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের রাহিমা সুলতানা এবং আইন বিভাগের খাইরুল ইসলাম প্রমুখ।
এদিকে গুচ্ছভুক্ত ২৪টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার পর তিন মাস পেরিয়ে গেলেও এখনো ক্লাস শুরু হয়নি। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২২ সেপ্টেম্বর এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৩০ সেপ্টেম্বর থেকে নতুন শিক্ষা বর্ষের ক্লাস শুরুর ঘোষণা দিয়েছে। কিন্তু গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ের চতুর্থ ধাপের ভর্তি এখনো আটকে রয়েছে।
আগামী ১ অক্টোবরের মধ্যে গুচ্ছভুক্ত সব বিশ্ববিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম শুরুর দাবি জানিয়ে মানববন্ধন করেছেন ২০২৩-২৪ শিক্ষাবর্ষের গুচ্ছে ভর্তিকৃত শিক্ষার্থীরা।
আজ রোববার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে গুচ্ছ ২০২৩-২৪ শিক্ষাবর্ষে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাড়াও গুচ্ছভুক্ত অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন। এ সময় শিক্ষার্থীরা বলেন, ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ আরও অনেক বিশ্ববিদ্যালয়ে শ্রেণি কার্যক্রম শুরু হয়েছে। কিন্তু গুচ্ছভুক্ত ২৪টি বিশ্ববিদ্যালয় এখনো ক্লাস শুরু করতে পারেনি। এ সময় শিক্ষার্থীরা ১ অক্টোবরের মধ্যে ক্লাস শুরু না করলে রাজপথে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন।
আইন বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আকিবুর রহমান আকিব বলেন, ‘১ আগস্ট আমাদের ক্লাস শুরুর কথা থাকলেও তা সম্ভব হয়নি। পরবর্তী সময় দেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে এখনো ক্লাস শুরুর প্রক্রিয়া লক্ষ করা যাচ্ছে না। এ অবস্থায় আমাদের দুটি দাবি হলো—চলতি মাসের ২২ সেপ্টেম্বরের মধ্যে চূড়ান্ত ভর্তির তারিখ ঘোষণা করতে হবে এবং ১ অক্টোবরের থেকে গুচ্ছভুক্ত সব বিশ্ববিদ্যালয়ে শ্রেণি কার্যক্রম শুরু করতে হবে। এর যদি ব্যত্যয় ঘটে, তাহলে সাধারণ শিক্ষার্থীরা তাদের ভবিষ্যৎ জীবন নিশ্চিত করার জন্য রাস্তায় নেমে আসতে বাধ্য হবে।’
মানববন্ধনে একজন অভিভাবক বলেন, ‘আমি সব শিক্ষার্থীর পক্ষ হয়ে বলছি, চূড়ান্ত ভর্তি কার্যক্রম শেষ করে অনতিবিলম্বে ক্লাস শুরু করতে হবে ৷ অনেক শিক্ষার্থী দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দিয়েছে। তাদের জীবন থেকে দুইটা বছর চলে গেছে। তাদের ভবিষ্যৎ জীবন রক্ষার্থে আর বিলম্ব না করে ক্লাস শুরু করার দাবি জানাচ্ছি।’
মানববন্ধনে আরও বক্তব্য দেন হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অ্যাগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং বিভাগের জেবুন আতকিয়া, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের রাহিমা সুলতানা এবং আইন বিভাগের খাইরুল ইসলাম প্রমুখ।
এদিকে গুচ্ছভুক্ত ২৪টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার পর তিন মাস পেরিয়ে গেলেও এখনো ক্লাস শুরু হয়নি। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২২ সেপ্টেম্বর এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৩০ সেপ্টেম্বর থেকে নতুন শিক্ষা বর্ষের ক্লাস শুরুর ঘোষণা দিয়েছে। কিন্তু গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ের চতুর্থ ধাপের ভর্তি এখনো আটকে রয়েছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী আগামী ৩১ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে। গতকাল বুধবার (৩০ এপ্রিল) দিবাগত রাত সোয়া ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে এ তফসিল ঘোষণা করা হয়। তফসিল ঘোষণা করেন জাকসু নির্বাচনের...
১ দিন আগেকুয়েটে অন্তর্বর্তী উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. হযরত আলী। আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়।
২ দিন আগেরেকর্ডিং শোনার আগে পরীক্ষা প্রস্তুতির অনুশীলনে কী করতে হবে, কীভাবে করতে হবে, কেন করতে হবে ইত্যাদি বিশদভাবে বর্ণনা করা হলো। এখানে একটি উদাহরণ দেওয়া হলো।
২ দিন আগেজাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত স্নাতক পর্যায়ের বেসরকারি কলেজগুলোর গভর্নিং বডির সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্য হতে সংশ্লিষ্ট ব্যক্তির শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতকোত্তর ডিগ্রি বাধ্যতামূলক। তবে চিকিৎসক, ইঞ্জিনিয়ার ও আইনজীবীদের জন্য তা শিথিল করা হয়েছে। ফলে এমবিবিএস চিকিৎসক, বিএসসি ইঞ্জিনিয়ার ও আইনজীবীরা
২ দিন আগে