Ajker Patrika

থাইল্যান্ডের এআইটির সঙ্গে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এমওইউ সই 

থাইল্যান্ডের এআইটির সঙ্গে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এমওইউ সই 

থাইল্যান্ড রাজধানী ব্যাংককের এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির (এআইটি) সঙ্গে বাংলাদেশের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) একটি একাডেমিক অংশীদারত্বমূলক সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে। গত বৃহস্পতিবার এআইটি ক্যাম্পাসে এমওইউ সই হয়। 

এআইটির প্রেসিডেন্ট অধ্যাপক কাজুও ইয়ামামোতো এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মো. সবুর খান এই এমওইউ সই করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের বিভিন্ন অধ্যাপক ও কর্মকর্তারা উপস্থিতি ছিলেন। এই চুক্তির উদ্দেশ্য হলো ছাত্র বিনিময় অনুষদ পরিদর্শন, মাস্টার্স/পিএইচডি অংশীদারত্ব প্রোগ্রাম, যৌথ গবেষণা প্রকল্প, গ্রীষ্ম/শীতকালীন প্রোগ্রাম, বৃত্তি, গবেষণা কার্যক্রম এবং আরও অনেক কিছুর ক্ষেত্রে উভয় প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা প্রসারিত করা। 

এই সমঝোতা স্মারকটি উভয় দেশের জন্য একটি নতুন যাত্রার সূচনা করে যাতে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য এআইটি, থাইল্যান্ডে (১৯৫৯ সালে প্রতিষ্ঠিত) অধ্যয়নের নতুন সুযোগ তৈরি হবে এবং পাশাপাশি উভয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিদদের স্বল্প ও দীর্ঘমেয়াদি সময়ের জন্য একে অপরের সঙ্গে বিনিময় কর্মসূচির অধীনে শিক্ষাবিনিময় ও গবেষণা বিনিময়ের সুযোগ পাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত