মুহাম্মদ শফিকুর রহমান
প্রথম দেখায় বেশ বিভ্রমে পড়তে হয়, এগুলো সত্যিকার মুদ্রা নাকি ছবি! শুধু টাকা নয়, ডলার দেখেও একই অবস্থা হবে আপনার। এক যুগের বেশি সময় ধরে বিভিন্ন মুদ্রার ছবি আঁকছেন আকিল মেহেবুব লিয়ান। মুদ্রার একেকটি ছবি আঁকতে তাঁর লেগে যায় বছরখানেক।
এঁকেছেন ৩ হাজারের বেশি ছবি। এসব ছবি নিয়ে দেশ-বিদেশ মিলিয়ে ৮টি প্রদর্শনীতে অংশ নিয়েছেন। পেয়েছেন অনেক পুরস্কার। লিয়ান একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ করেছেন। মা, বাবা, ছোট বোনকে নিয়ে তাঁর পরিবার। থাকেন ঢাকার কাফরুলে।
ছোটবেলার আগ্রহে বড়বেলায় বিখ্যাত
ছোটবেলা থেকে ছবি আঁকার প্রতি আগ্রহ লিয়ানের। পড়ার বইয়ে থাকা বিভিন্ন ছবি হুবহু আঁকতেন তিনি। স্কুলে পড়ার সময় সহপাঠীকে ছবি এঁকে দিয়ে করেন প্রথম রোজগার। কলেজে ওঠার পর ছবি আঁকায় লিয়ানের আগ্রহ আরও বেড়ে যায়। ছবিতে জীবনের গল্প ফুটিয়ে তুলতে চেষ্টা করেন লিয়ান। তিনি এমন কাজ বাছাই করেন, যেটা তাঁর কাছে কিছুটা হলেও চ্যালেঞ্জের। ছবি আঁকার বিষয়ে লিয়ানের প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা নেই। এ ক্ষেত্রে তিনি স্বশিক্ষিত। সমস্যায় পড়লে ইউটিউবের দ্বারস্থ হন।
মানুষ কত কিছুরই-না ছবি আঁকে। কিন্তু লিয়ানের পছন্দ টাকার ছবি আঁকা। মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ টাকা। এর সঙ্গে জড়িয়ে আছে বহু স্মৃতি। এসব স্মৃতি লিয়ানকে টাকার ছবি আঁকতে উদ্বুদ্ধ করে। তবে হ্যাঁ, পেনসিল, জল ও তেলরঙে লিয়ান টাকার ছবি ছাড়াও পোর্ট্রেট, ল্যান্ডস্কেপ, ওয়াল পেইন্টিং ইত্যাদিও আঁকেন। গাজীপুরে এক বন্ধুর পুরোনো মাটির ঘর রংতুলির আঁচড়ে রাঙিয়ে তুলেছেন তিনি।
প্রদর্শনী ও পুরস্কার
অবসকিউর আর্টিস্ট অব বাংলাদেশ ২০১৯, কালার ফ্লো আর্ট এক্সিবিশন ২০২২, শিল্প বাংলা আর্ট এক্সিবিশন ২০২২, অ্যানুয়াল স্টুডেন্ট আর্ট শো ২০২২ (দুবাই), বিজয় আর্ট এক্সিবিশন ২০২২ (দুবাই), টিউন অব আর্ট ইন্টারন্যাশনাল আর্ট ফেস্টিভ্যাল ২০২২, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস চিত্রকর্ম প্রদর্শনী ২০২৩ (দুবাই), ডটস ইন্টারন্যাশনাল মিনিয়েচার আর্ট এক্সিবিশন ২০২৩-এ অংশ নিয়েছেন লিয়ান।
লিয়ান অবসকিউর আর্টিস্ট ২০২১-এ তৃতীয় স্থান, মাহফুজ ক্যানভাস আয়োজিত শিল্প প্রতিযোগিতায় বিজয়ী পুরস্কার, ইনসপেরিয়া আর্ট কনটেস্ট অ্যাওয়ার্ড ২০২১-এ প্রথম স্থান, বিডি গড ট্যালেন্ট অ্যাওয়ার্ড ২০২১-এ বিজয়ী পুরস্কার, রাইজ টু ফ্রেম হার্ড কনটেস্ট ২০২১-এ বিজয়ী পুরস্কার পান। এর বাইরেও তিনি কিছু পুরস্কার পেয়েছেন।
২০ হাজার লাইক
লিয়ানের আঁকা উল্লেখযোগ্য একটি ছবি হলো আমেরিকান ডলার। এই ছবিটি এঁকে ব্যাপক সাড়া ফেলেছিলেন তিনি। সাত মাস সময় লেগেছিল ছবিটি আঁকতে। একটি ফেসবুক গ্রুপে ছবিটি পোস্ট করার কিছুক্ষণের মধ্যে ২০ হাজার লাইক পেয়েছিলেন তিনি।
বিখ্যাতদের ছবি
কলকাতার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জির ছবি এঁকেছেন লিয়ান। আবার অনেকে তাঁর কাছ থেকে ছবি এঁকে বিখ্যাত মানুষের কাছে উপহার হিসেবে পাঠিয়েছে। এই উপহার পাওয়া মানুষের তালিকায় আছেন কয়েকজন আফগান ক্রিকেটার এবং ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী।
বই ও শখ
একজন চিত্রশিল্পীকে নিয়ে লেখা লিয়ানের প্রথম উপন্যাস ‘রুধির’ প্রকাশিত হয়েছে ২০১৮ সালের বইমেলায়। ছবি আঁকা থেকে পাওয়া টাকা জমিয়ে তিনি বই প্রকাশ করেন। ছবি আর লেখালেখির বাইরে তাঁর শখ পাখি পোষা।
দরদাম
ছবি এঁকে অল্পবিস্তর আয়ও করে থাকেন লিয়ান। বিভিন্ন উৎসব বা দিবসে তাঁর কাজ বেড়ে যায়। সেই সঙ্গে বাড়ে আয়। ১১/১৪ ইঞ্চি একটি সাদাকালো স্কেচ আঁকার জন্য তিনি ৯০০ টাকা নেন। ক্যানভাসে আঁকা ছবির দাম শুরু হয় ৫ হাজার টাকা থেকে।
সাধারণ ও শান্তিপ্রিয় জীবন কাটাতে চান লিয়ান। গ্রামীণ পরিবেশে ছবি আঁকা ও লেখালেখির মধ্য দিয়ে সারল্যময় জীবন কাটানোর ইচ্ছা তাঁর। ফেসবুকে লিয়ানের পেজের নাম স্কেচ (Sketch)। সেখানে তাঁর আঁকা ছবি দেখা যায়। চাইলে সেখান থেকেও পছন্দমতো ছবি এঁকে নেওয়ার অর্ডারও করা যায়।
প্রথম দেখায় বেশ বিভ্রমে পড়তে হয়, এগুলো সত্যিকার মুদ্রা নাকি ছবি! শুধু টাকা নয়, ডলার দেখেও একই অবস্থা হবে আপনার। এক যুগের বেশি সময় ধরে বিভিন্ন মুদ্রার ছবি আঁকছেন আকিল মেহেবুব লিয়ান। মুদ্রার একেকটি ছবি আঁকতে তাঁর লেগে যায় বছরখানেক।
এঁকেছেন ৩ হাজারের বেশি ছবি। এসব ছবি নিয়ে দেশ-বিদেশ মিলিয়ে ৮টি প্রদর্শনীতে অংশ নিয়েছেন। পেয়েছেন অনেক পুরস্কার। লিয়ান একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ করেছেন। মা, বাবা, ছোট বোনকে নিয়ে তাঁর পরিবার। থাকেন ঢাকার কাফরুলে।
ছোটবেলার আগ্রহে বড়বেলায় বিখ্যাত
ছোটবেলা থেকে ছবি আঁকার প্রতি আগ্রহ লিয়ানের। পড়ার বইয়ে থাকা বিভিন্ন ছবি হুবহু আঁকতেন তিনি। স্কুলে পড়ার সময় সহপাঠীকে ছবি এঁকে দিয়ে করেন প্রথম রোজগার। কলেজে ওঠার পর ছবি আঁকায় লিয়ানের আগ্রহ আরও বেড়ে যায়। ছবিতে জীবনের গল্প ফুটিয়ে তুলতে চেষ্টা করেন লিয়ান। তিনি এমন কাজ বাছাই করেন, যেটা তাঁর কাছে কিছুটা হলেও চ্যালেঞ্জের। ছবি আঁকার বিষয়ে লিয়ানের প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা নেই। এ ক্ষেত্রে তিনি স্বশিক্ষিত। সমস্যায় পড়লে ইউটিউবের দ্বারস্থ হন।
মানুষ কত কিছুরই-না ছবি আঁকে। কিন্তু লিয়ানের পছন্দ টাকার ছবি আঁকা। মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ টাকা। এর সঙ্গে জড়িয়ে আছে বহু স্মৃতি। এসব স্মৃতি লিয়ানকে টাকার ছবি আঁকতে উদ্বুদ্ধ করে। তবে হ্যাঁ, পেনসিল, জল ও তেলরঙে লিয়ান টাকার ছবি ছাড়াও পোর্ট্রেট, ল্যান্ডস্কেপ, ওয়াল পেইন্টিং ইত্যাদিও আঁকেন। গাজীপুরে এক বন্ধুর পুরোনো মাটির ঘর রংতুলির আঁচড়ে রাঙিয়ে তুলেছেন তিনি।
প্রদর্শনী ও পুরস্কার
অবসকিউর আর্টিস্ট অব বাংলাদেশ ২০১৯, কালার ফ্লো আর্ট এক্সিবিশন ২০২২, শিল্প বাংলা আর্ট এক্সিবিশন ২০২২, অ্যানুয়াল স্টুডেন্ট আর্ট শো ২০২২ (দুবাই), বিজয় আর্ট এক্সিবিশন ২০২২ (দুবাই), টিউন অব আর্ট ইন্টারন্যাশনাল আর্ট ফেস্টিভ্যাল ২০২২, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস চিত্রকর্ম প্রদর্শনী ২০২৩ (দুবাই), ডটস ইন্টারন্যাশনাল মিনিয়েচার আর্ট এক্সিবিশন ২০২৩-এ অংশ নিয়েছেন লিয়ান।
লিয়ান অবসকিউর আর্টিস্ট ২০২১-এ তৃতীয় স্থান, মাহফুজ ক্যানভাস আয়োজিত শিল্প প্রতিযোগিতায় বিজয়ী পুরস্কার, ইনসপেরিয়া আর্ট কনটেস্ট অ্যাওয়ার্ড ২০২১-এ প্রথম স্থান, বিডি গড ট্যালেন্ট অ্যাওয়ার্ড ২০২১-এ বিজয়ী পুরস্কার, রাইজ টু ফ্রেম হার্ড কনটেস্ট ২০২১-এ বিজয়ী পুরস্কার পান। এর বাইরেও তিনি কিছু পুরস্কার পেয়েছেন।
২০ হাজার লাইক
লিয়ানের আঁকা উল্লেখযোগ্য একটি ছবি হলো আমেরিকান ডলার। এই ছবিটি এঁকে ব্যাপক সাড়া ফেলেছিলেন তিনি। সাত মাস সময় লেগেছিল ছবিটি আঁকতে। একটি ফেসবুক গ্রুপে ছবিটি পোস্ট করার কিছুক্ষণের মধ্যে ২০ হাজার লাইক পেয়েছিলেন তিনি।
বিখ্যাতদের ছবি
কলকাতার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জির ছবি এঁকেছেন লিয়ান। আবার অনেকে তাঁর কাছ থেকে ছবি এঁকে বিখ্যাত মানুষের কাছে উপহার হিসেবে পাঠিয়েছে। এই উপহার পাওয়া মানুষের তালিকায় আছেন কয়েকজন আফগান ক্রিকেটার এবং ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী।
বই ও শখ
একজন চিত্রশিল্পীকে নিয়ে লেখা লিয়ানের প্রথম উপন্যাস ‘রুধির’ প্রকাশিত হয়েছে ২০১৮ সালের বইমেলায়। ছবি আঁকা থেকে পাওয়া টাকা জমিয়ে তিনি বই প্রকাশ করেন। ছবি আর লেখালেখির বাইরে তাঁর শখ পাখি পোষা।
দরদাম
ছবি এঁকে অল্পবিস্তর আয়ও করে থাকেন লিয়ান। বিভিন্ন উৎসব বা দিবসে তাঁর কাজ বেড়ে যায়। সেই সঙ্গে বাড়ে আয়। ১১/১৪ ইঞ্চি একটি সাদাকালো স্কেচ আঁকার জন্য তিনি ৯০০ টাকা নেন। ক্যানভাসে আঁকা ছবির দাম শুরু হয় ৫ হাজার টাকা থেকে।
সাধারণ ও শান্তিপ্রিয় জীবন কাটাতে চান লিয়ান। গ্রামীণ পরিবেশে ছবি আঁকা ও লেখালেখির মধ্য দিয়ে সারল্যময় জীবন কাটানোর ইচ্ছা তাঁর। ফেসবুকে লিয়ানের পেজের নাম স্কেচ (Sketch)। সেখানে তাঁর আঁকা ছবি দেখা যায়। চাইলে সেখান থেকেও পছন্দমতো ছবি এঁকে নেওয়ার অর্ডারও করা যায়।
তিনি বলেন, ‘আমরা শিক্ষার্থীদের প্রতিশ্রুতি দিয়েছিলাম, জয়-পরাজয় যাই হোক না কেন, তাদের অধিকার ও স্বার্থরক্ষায় লড়াই অব্যাহত রাখব। সদ্য অনুষ্ঠিত নির্বাচনে অনিয়ম শিক্ষার্থীদের প্রত্যাশিত ভোটাধিকারকে ব্যাহত করেছে। তবু আমরা আন্দোলন-সংগ্রামের পথেই আছি।’
৩ ঘণ্টা আগেশিক্ষার্থীদের অংশগ্রহণে ইতিমধ্যেই ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। দীর্ঘ অপেক্ষার পর ভোটাধিকার প্রয়োগ করতে পারায় তারা উচ্ছ্বসিত। এবারের নির্বাচনে ১১টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫৭ জন প্রার্থী। মোট ভোটার সংখ্যা ৪ হাজার ৭৬১ জন।
৭ ঘণ্টা আগেভর্তি পরীক্ষা যেকোনো শিক্ষার্থীর জীবনে অন্যতম গুরুত্বপূর্ণ মাইলফলক। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বা দেশের অন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা শুধু পড়াশোনার দক্ষতার ভিত্তিতে নয়, ধৈর্য, মনোবল এবং সঠিক প্রস্তুতির মাধ্যমে সাফল্য অর্জন করতে পারে।
১১ ঘণ্টা আগেপ্রায় ১১৪ কোটি টাকা ব্যয়ের একটি স্কিমে প্রশিক্ষণেই খরচ ধরা হয়েছে ৫৬ কোটি টাকার বেশি। অর্থাৎ স্কিমে মোট ব্যয়ের অর্ধেকই খরচ হবে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রশিক্ষণে। শিক্ষা মন্ত্রণালয়ের অধীন পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরকে (ডিআইএ) ডিজিটালাইজড করার অংশ হিসেবে এই স্কিমের প্রস্তাব করা হয়েছে।
১৬ ঘণ্টা আগে