ক্যাম্পাস ডেস্ক
বছরের প্রতিটি দিনই হয়তো মায়ের জন্য, কিন্তু মে মাসের এই বিশেষ দিনে আমরা একটু থেমে যাই, একটু গভীরভাবে ভাবি এই মানুষের কথা, যাঁর ভালোবাসা নিঃশর্ত, যাঁর আত্মত্যাগ সীমাহীন। ১১ মে বিশ্বজুড়ে উদ্যাপিত হচ্ছে মা দিবস—শ্রদ্ধা আর ভালোবাসায় মাকে স্মরণ করার এক অনন্য দিন। আধুনিক জীবনের ব্যস্ততায় হারিয়ে যাওয়া হাজারো অনুভূতির ভিড়ে মা দিবস যেন আমাদের স্মরণ করিয়ে দেয়, মায়ের প্রতি ভালোবাসা প্রকাশেরও একটি দিন আছে। দিবসটিতে নিজেদের মাকে স্মরণ করেছেন বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থীরা।
মা, তুমি আমার পৃথিবী
আমার জীবনের প্রতিটি আলো, প্রতিটি প্রেরণার মূল উৎস আমার মা। শৈশব থেকে দেখেছি—নিজের স্বপ্ন আর আরাম-আয়েশ ত্যাগ করে আমার মা একটিই লক্ষ্য স্থির করেছিলেন—সেটি আমার সুন্দর ভবিষ্যৎ। নিজের প্রয়োজন ভুলে মা আমাকে দিয়েছেন সেবা যত্ন। কখনো নিজে না খেয়ে খাইয়েছেন, কখনো নিজের জন্য কিছু না কিনে আমার মুখে হাসি ফোটাতে তুলে দিয়েছেন নতুন জামা। মা দিবসে এই অসাধারণ মানুষকে জানাই অকৃত্রিম শ্রদ্ধা, নিখাদ ভালোবাসা এবং অন্তরের গভীর থেকে কৃতজ্ঞতা—‘তুমি আমার গর্ব, আমার আশ্রয়, আমার পৃথিবী’।
মো. তাহমিদ আল মাহাবুব খান এলিন
ছাত্র, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ।
মায়ের শাড়িতে আজও মুখ লুকাই
মা হলেন ধরণীর বুকে আমার হাসি দেখানোর প্রধান কারিগর। আমার যুগস্রষ্টা, নৈবেদ্যর কারিগর। পৃথিবীর সকল আশা-ভরসা-প্রত্যাশার কেন্দ্রবিন্দু আমার মা। মায়ের শাড়িতে আজও মুখ লুকাই, খুঁজে বেড়াই সেই চিরচেনা মাকে। আমার যাপিত জীবনের সব উত্থান-পতনে যাঁর মুখে অফুরন্ত হাসির বন্যা ছোটে, তিনিই মা। মধ্যরাতে আজও তোমায় গান শোনাই, কতটা যত্নে সঙ্গোপনে তোমায় লালন করি বুকের মাঝে—তা জানো মা? তোমার বাচ্চাপাখি যে আজ ঘরছাড়া। আপন ভুবনে ডানা মেলে ওড়ার দোয়াই হোক এ বছরের ‘মা’ দিবসে আমার একান্ত চাওয়া। আমার সফলতার গল্পে তোমার নির্ভীক অগ্রযাত্রায় অমলিন হাসি বাঁধনখোলা হোক।
সামিহা সিরাজী লাজ
শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়
মা আমাদের প্রথম শিক্ষক
সব সম্পর্কের মাঝে সবচেয়ে পবিত্র, নিঃস্বার্থ ও গভীর সম্পর্কটি হলো মা ও সন্তানের সম্পর্ক। মায়ের প্রতিটি নিঃশ্বাসে থাকে সন্তানের জন্য প্রার্থনা, প্রতিটি পরিশ্রমে লুকিয়ে থাকে সন্তানের জন্য ভবিষ্যতের স্বপ্ন। মা-ই আমাদের প্রথম শিক্ষক, প্রথম বন্ধু এবং প্রথম আশ্রয়। তার কোল হলো পৃথিবীর সবচেয়ে নিরাপদ স্থান। শিশুর প্রথম হাঁটা, কথা বলা, কান্না—সবকিছুতেই মায়ের অবদান অমূল্য। তাই আমাদের কর্তব্য, এই মানুষকে ভালোবাসা, শ্রদ্ধা করা ও সময় দেওয়া। মা শুধু একটি সম্পর্ক নয়, মা হচ্ছে জীবনের গভীরতম শিকড়। মা ছাড়া জীবন কল্পনাই করা যায় না।
এসএম মাঞ্জুরুল ইসলাম
শিক্ষার্থী, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
মা সমস্ত আকাশের একমাত্র নক্ষত্র
মা, কত ক্ষুদ্র এই শব্দ! অথচ তার অন্তরালে লুকিয়ে থাকে এক বিশাল, অনন্ত মহাবিশ্ব। যদি পৃথিবীর সব অভিধান, সব কবিতা, সব উপমা একত্র হয়, তবু সেই মহিমার পূর্ণতায় পৌঁছানো যায় না। মা, এক জীবন্ত কাব্যগ্রন্থ। যেখানে প্রতিটি পঙ্ক্তি লেখা হয় নিঃস্বার্থ ভালোবাসার কালিতে, ত্যাগের নীরব অশ্রুতে। মামণি, তুমি সেই বটবৃক্ষ, যার ছায়ায় আমার ক্লান্তি জুড়িয়ে যায়। হয়তো প্রতিদিন বলি না, হয়তো প্রায়শই ভুলে যাই তোমার নীরব কষ্টের গল্পগুলো। তবু বিশ্বাস করো, তুমি আমার সমস্ত আকাশের একমাত্র নক্ষত্র।
শ্রেয়া ঘোষ
ছাত্রী, আমেরিকার হবার্ট অ্যান্ড উইলিয়াম স্মিথ কলেজ।
বছরের প্রতিটি দিনই হয়তো মায়ের জন্য, কিন্তু মে মাসের এই বিশেষ দিনে আমরা একটু থেমে যাই, একটু গভীরভাবে ভাবি এই মানুষের কথা, যাঁর ভালোবাসা নিঃশর্ত, যাঁর আত্মত্যাগ সীমাহীন। ১১ মে বিশ্বজুড়ে উদ্যাপিত হচ্ছে মা দিবস—শ্রদ্ধা আর ভালোবাসায় মাকে স্মরণ করার এক অনন্য দিন। আধুনিক জীবনের ব্যস্ততায় হারিয়ে যাওয়া হাজারো অনুভূতির ভিড়ে মা দিবস যেন আমাদের স্মরণ করিয়ে দেয়, মায়ের প্রতি ভালোবাসা প্রকাশেরও একটি দিন আছে। দিবসটিতে নিজেদের মাকে স্মরণ করেছেন বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থীরা।
মা, তুমি আমার পৃথিবী
আমার জীবনের প্রতিটি আলো, প্রতিটি প্রেরণার মূল উৎস আমার মা। শৈশব থেকে দেখেছি—নিজের স্বপ্ন আর আরাম-আয়েশ ত্যাগ করে আমার মা একটিই লক্ষ্য স্থির করেছিলেন—সেটি আমার সুন্দর ভবিষ্যৎ। নিজের প্রয়োজন ভুলে মা আমাকে দিয়েছেন সেবা যত্ন। কখনো নিজে না খেয়ে খাইয়েছেন, কখনো নিজের জন্য কিছু না কিনে আমার মুখে হাসি ফোটাতে তুলে দিয়েছেন নতুন জামা। মা দিবসে এই অসাধারণ মানুষকে জানাই অকৃত্রিম শ্রদ্ধা, নিখাদ ভালোবাসা এবং অন্তরের গভীর থেকে কৃতজ্ঞতা—‘তুমি আমার গর্ব, আমার আশ্রয়, আমার পৃথিবী’।
মো. তাহমিদ আল মাহাবুব খান এলিন
ছাত্র, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ।
মায়ের শাড়িতে আজও মুখ লুকাই
মা হলেন ধরণীর বুকে আমার হাসি দেখানোর প্রধান কারিগর। আমার যুগস্রষ্টা, নৈবেদ্যর কারিগর। পৃথিবীর সকল আশা-ভরসা-প্রত্যাশার কেন্দ্রবিন্দু আমার মা। মায়ের শাড়িতে আজও মুখ লুকাই, খুঁজে বেড়াই সেই চিরচেনা মাকে। আমার যাপিত জীবনের সব উত্থান-পতনে যাঁর মুখে অফুরন্ত হাসির বন্যা ছোটে, তিনিই মা। মধ্যরাতে আজও তোমায় গান শোনাই, কতটা যত্নে সঙ্গোপনে তোমায় লালন করি বুকের মাঝে—তা জানো মা? তোমার বাচ্চাপাখি যে আজ ঘরছাড়া। আপন ভুবনে ডানা মেলে ওড়ার দোয়াই হোক এ বছরের ‘মা’ দিবসে আমার একান্ত চাওয়া। আমার সফলতার গল্পে তোমার নির্ভীক অগ্রযাত্রায় অমলিন হাসি বাঁধনখোলা হোক।
সামিহা সিরাজী লাজ
শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়
মা আমাদের প্রথম শিক্ষক
সব সম্পর্কের মাঝে সবচেয়ে পবিত্র, নিঃস্বার্থ ও গভীর সম্পর্কটি হলো মা ও সন্তানের সম্পর্ক। মায়ের প্রতিটি নিঃশ্বাসে থাকে সন্তানের জন্য প্রার্থনা, প্রতিটি পরিশ্রমে লুকিয়ে থাকে সন্তানের জন্য ভবিষ্যতের স্বপ্ন। মা-ই আমাদের প্রথম শিক্ষক, প্রথম বন্ধু এবং প্রথম আশ্রয়। তার কোল হলো পৃথিবীর সবচেয়ে নিরাপদ স্থান। শিশুর প্রথম হাঁটা, কথা বলা, কান্না—সবকিছুতেই মায়ের অবদান অমূল্য। তাই আমাদের কর্তব্য, এই মানুষকে ভালোবাসা, শ্রদ্ধা করা ও সময় দেওয়া। মা শুধু একটি সম্পর্ক নয়, মা হচ্ছে জীবনের গভীরতম শিকড়। মা ছাড়া জীবন কল্পনাই করা যায় না।
এসএম মাঞ্জুরুল ইসলাম
শিক্ষার্থী, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
মা সমস্ত আকাশের একমাত্র নক্ষত্র
মা, কত ক্ষুদ্র এই শব্দ! অথচ তার অন্তরালে লুকিয়ে থাকে এক বিশাল, অনন্ত মহাবিশ্ব। যদি পৃথিবীর সব অভিধান, সব কবিতা, সব উপমা একত্র হয়, তবু সেই মহিমার পূর্ণতায় পৌঁছানো যায় না। মা, এক জীবন্ত কাব্যগ্রন্থ। যেখানে প্রতিটি পঙ্ক্তি লেখা হয় নিঃস্বার্থ ভালোবাসার কালিতে, ত্যাগের নীরব অশ্রুতে। মামণি, তুমি সেই বটবৃক্ষ, যার ছায়ায় আমার ক্লান্তি জুড়িয়ে যায়। হয়তো প্রতিদিন বলি না, হয়তো প্রায়শই ভুলে যাই তোমার নীরব কষ্টের গল্পগুলো। তবু বিশ্বাস করো, তুমি আমার সমস্ত আকাশের একমাত্র নক্ষত্র।
শ্রেয়া ঘোষ
ছাত্রী, আমেরিকার হবার্ট অ্যান্ড উইলিয়াম স্মিথ কলেজ।
২০২৪-২৫ শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। ৩১ মে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
১৩ ঘণ্টা আগেসৌদি আরবের মদিনা ইসলামি বিশ্ববিদ্যালয় বৃত্তি ২০২৫-এর জন্য আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। সম্পূর্ণ অর্থায়িত এ বৃত্তির আওতায় আগ্রহী শিক্ষার্থীরা স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জন করতে পারবেন।
১৭ ঘণ্টা আগেএকটা সময় ছিল, যখন ‘পাঠশালা’ শব্দটির মানেই ছিল একটি নির্দিষ্ট স্থানে, নির্দিষ্ট সময়ে শিক্ষকের মুখনিঃসৃত জ্ঞান শ্রবণ করা। সময়ের পরিক্রমায় সেই ধারণা বদলেছে। শুধু বদলানো নয়, ২১০০ শতকের প্রযুক্তিনির্ভর বিশ্বে শিক্ষা গ্রহণের সংজ্ঞাই যেন পাল্টে গেছে।
১৭ ঘণ্টা আগেতামিরুল মিল্লাতে পড়াশোনা করেছেন সাদ আল আমিন। মাদ্রাসায় পড়ুয়া এই শিক্ষার্থী উচ্চশিক্ষা নিতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের খ্যাতনামা নক্স কলেজে ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে। প্রায় ৩ কোটি টাকার বৃত্তি পেয়েছেন তিনি। তাঁর এই পথচলার পেছনে রয়েছে সৃজনশীলতা, সমাজসচেতনতা ও অদম্য স্বপ্ন। বিদেশে উচ্চশিক্ষার...
১৭ ঘণ্টা আগে