Ajker Patrika

আর্ট অব গিভিংয়ের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ‘সহায়কদের সহায়তা’

আর্ট অব গিভিংয়ের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ‘সহায়কদের সহায়তা’

বাংলাদেশে ‘আর্ট অব গিভিং’ সম্প্রদায় দেশের বিভিন্ন কসমোপলিটন শহরে একযোগে ‘সহায়কদের সহায়তা’ উদ্যোগ সফলভাবে সম্পাদন করেছে। ইন্টারন্যাশনাল আর্ট অব গিভিং ডে-এর ১১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খাবার বিতরণসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়। 

দান ও ভাগাভাগি করে নেওয়ার আনন্দ উদ্‌যাপনের মধ্য দিয়ে প্রতি বছর পালন করা হয় ইন্টারন্যাশনাল আর্ট অব গিভিং ডে। এ বছর দিনটিতে সেই সব ব্যক্তিদের স্বীকৃতি এবং সম্মান জানানো হয় যারা নিঃস্বার্থভাবে সামগ্রিক প্রচেষ্টাকে সমর্থন করার জন্য তাঁদের সর্বোচ্চ সামর্থ্যকে উৎসর্গ করে। এসব ব্যক্তির মধ্যে খাবারের ব্যাগ বিতরণের মাধ্যমে আনন্দ ও তৃপ্তি এনে দেওয়ার চেষ্টা করা হয়েছে। 

নিরবচ্ছিন্ন পরিষেবা দিয়ে যারা সহায়ক ভূমিকা পালন করেছেন এই ধরনের স্বীকৃতি তাঁদের হৃদয় গভীরভাবে স্পর্শ করে। সংশ্লিষ্ট সম্প্রদায়ের নেতৃত্ব দেওয়ার জন্য সভাপতি হিসেবে আনুষ্ঠানিক মনোনয়নের মাধ্যমে এ বছর আর্ট অব গিভিং নতুন উচ্চতায় পৌঁছেছে। মানবতার সেবা এবং শান্তি আনন্দ ও সম্প্রীতি ভাগাভাগির দৃষ্টিভঙ্গি দ্বারা চালিত, আর্ট অব গিভিং সম্প্রদায় অগণিত ব্যক্তির জীবনে একটি অর্থবহ প্রভাব তৈরি করে চলেছে। 

 ‘সহায়কদের সহায়তা’ প্রতিপাদ্যের অধীনে অনুষ্ঠানটি চাঁদপুর ও ধানমন্ডি ঢাকার ড্যাফোডিল ফ্যামিলি, চট্টগ্রামের ড্যাফোডিল ফ্যামিলি, ডিআইএসএস আশুলিয়া সাভার ও বিরুলিয়া, সাভার ঢাকার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আশুলিয়াসহ বিভিন্ন স্থানে আয়োজন করা হয়। আর্ট অব গিভিং সম্প্রদায় বিশ্বাস করে, ‘যারা আমাদের উদ্দেশ্যে অক্লান্তভাবে অবদান রাখে তাঁদের প্রতি সমর্থন প্রসারিত করে, আমরা ইতিবাচক এবং সহানুভূতির একটি প্রবল প্রভাব তৈরি করতে পারি।’ 

আর্ট অব গিভিং সম্প্রদায়ে যোগদান করতে এবং মানবতার সেবা এবং শান্তি আনন্দ ও সম্প্রীতি প্রচারের জন্য নিবেদিত এই সামাজিক আন্দোলনের অংশ হতে আগ্রহী ব্যক্তিদের এই নিবন্ধন করতে উৎসাহিত করা হচ্ছে। আর্ট অব গিভিং সম্প্রদায় নিঃস্বার্থ কাজের মাধ্যমে আনন্দ ছড়িয়ে দেওয়ার এক দশককে চিহ্নিত করে, এই হৃদয়গ্রাহী উদ্যোগটি দেওয়ার রূপান্তরকারী শক্তির প্রমাণ হিসেবে দাঁড়িয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত