ঝিনাইদহ ক্যাডেট কলেজ
মো. আশিকুর রহমান
ঝিনাইদহ ক্যাডেট কলেজের ছয় শিক্ষার্থী এক অনন্য সাফল্য অর্জন করেছেন। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল স্পেস সোসাইটি (এনএসএস) আয়োজিত ২০২৪ সালের ‘লিভিং ইন আ হেলদি স্পেস’ প্রতিযোগিতায় বাংলাদেশ দল অর্জন করেন প্রথম স্থান। নবম গ্রেড (বড় দল) বিভাগে তাঁদের প্রকল্প বিশ্বসেরা নির্বাচিত হয়েছে।
এই কৃতিত্বের পেছনে আছেন আরিয়ান হোসেন সাহির, ইফতেখার মাহমুদ আসিফ, রাফান মাশরুর হক, তাশরিফ হাসান, এস কে আহনাফ হক ও জিসান মাহমুদ। তাঁরা এক বছরের বেশি সময় ধরে নিবিড় পরিশ্রমে যুক্ত ছিলেন এই প্রকল্পে। সৃজনশীল ভাবনা, বৈজ্ঞানিক বিশ্লেষণ আর দলগত প্রচেষ্টায় গড়ে তুলেছেন এক ব্যতিক্রমী ধারণা। তাঁদের উদ্ভাবনের নাম ‘স্টেলার স্যাংচুয়ারিজ: অর্কেস্ট্রেটিং এফারভেসেন্ট হেলথ উইদ সেলেস্টিয়াল গার্ডেন’। এটি মহাকাশে টেকসই মানববসতির জন্য স্বাস্থ্যকর পরিবেশ গঠনের এক স্বপ্নদর্শী পরিকল্পনা। প্রকল্পটিতে উঠে এসেছে খাদ্যনিরাপত্তা, সীমিত সম্পদের যথাযথ ব্যবহার এবং বর্জ্য ব্যবস্থাপনার চমৎকার সমাধান।
এই সাফল্যের পেছনে অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে কলেজের রোবোটিকস ল্যাব ‘অটোমেটোস ২৭’। সাবেক ক্যাডেটদের সংগঠন জেক্সকা এই ল্যাব স্থাপনে সহযোগিতা করেছে এবং শিক্ষার্থীদের পাশে থেকেছে শুরু থেকে। এই ল্যাব থেকে উদ্ভাবনের যাত্রা শুরু হয়।
প্রতিযোগিতায় অংশ নেয় ১১টি দেশের ১ হাজার ৬৪১টি শিক্ষাপ্রতিষ্ঠান। মোট প্রতিযোগী ছিলেন ৯ হাজার ২৮ জন শিক্ষার্থী। প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ৭টি বিভাগ ও ২১টি উপবিভাগে। প্রতিপাদ্য ছিল মহাকাশে স্বাস্থ্যকর ও টেকসই জীবন গঠনের উপায়।
বিজয়ী দলের এক সদস্য বলেন, ‘আমাদের প্রকল্প শুধু মহাকাশ নয়, বরং ভবিষ্যতের পৃথিবীর জন্যও একটি কার্যকর সমাধান হতে পারে।’
এই অর্জন শুধু ঝিনাইদহ ক্যাডেট কলেজ নয়, গোটা দেশের জন্য এক গর্বের বিষয়। তাদের এই সফলতা আগামীর বিজ্ঞানী, উদ্ভাবক ও স্বপ্নদ্রষ্টাদের জন্য সৃষ্টি করবে নতুন প্রেরণা।
ঝিনাইদহ ক্যাডেট কলেজের ছয় শিক্ষার্থী এক অনন্য সাফল্য অর্জন করেছেন। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল স্পেস সোসাইটি (এনএসএস) আয়োজিত ২০২৪ সালের ‘লিভিং ইন আ হেলদি স্পেস’ প্রতিযোগিতায় বাংলাদেশ দল অর্জন করেন প্রথম স্থান। নবম গ্রেড (বড় দল) বিভাগে তাঁদের প্রকল্প বিশ্বসেরা নির্বাচিত হয়েছে।
এই কৃতিত্বের পেছনে আছেন আরিয়ান হোসেন সাহির, ইফতেখার মাহমুদ আসিফ, রাফান মাশরুর হক, তাশরিফ হাসান, এস কে আহনাফ হক ও জিসান মাহমুদ। তাঁরা এক বছরের বেশি সময় ধরে নিবিড় পরিশ্রমে যুক্ত ছিলেন এই প্রকল্পে। সৃজনশীল ভাবনা, বৈজ্ঞানিক বিশ্লেষণ আর দলগত প্রচেষ্টায় গড়ে তুলেছেন এক ব্যতিক্রমী ধারণা। তাঁদের উদ্ভাবনের নাম ‘স্টেলার স্যাংচুয়ারিজ: অর্কেস্ট্রেটিং এফারভেসেন্ট হেলথ উইদ সেলেস্টিয়াল গার্ডেন’। এটি মহাকাশে টেকসই মানববসতির জন্য স্বাস্থ্যকর পরিবেশ গঠনের এক স্বপ্নদর্শী পরিকল্পনা। প্রকল্পটিতে উঠে এসেছে খাদ্যনিরাপত্তা, সীমিত সম্পদের যথাযথ ব্যবহার এবং বর্জ্য ব্যবস্থাপনার চমৎকার সমাধান।
এই সাফল্যের পেছনে অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে কলেজের রোবোটিকস ল্যাব ‘অটোমেটোস ২৭’। সাবেক ক্যাডেটদের সংগঠন জেক্সকা এই ল্যাব স্থাপনে সহযোগিতা করেছে এবং শিক্ষার্থীদের পাশে থেকেছে শুরু থেকে। এই ল্যাব থেকে উদ্ভাবনের যাত্রা শুরু হয়।
প্রতিযোগিতায় অংশ নেয় ১১টি দেশের ১ হাজার ৬৪১টি শিক্ষাপ্রতিষ্ঠান। মোট প্রতিযোগী ছিলেন ৯ হাজার ২৮ জন শিক্ষার্থী। প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ৭টি বিভাগ ও ২১টি উপবিভাগে। প্রতিপাদ্য ছিল মহাকাশে স্বাস্থ্যকর ও টেকসই জীবন গঠনের উপায়।
বিজয়ী দলের এক সদস্য বলেন, ‘আমাদের প্রকল্প শুধু মহাকাশ নয়, বরং ভবিষ্যতের পৃথিবীর জন্যও একটি কার্যকর সমাধান হতে পারে।’
এই অর্জন শুধু ঝিনাইদহ ক্যাডেট কলেজ নয়, গোটা দেশের জন্য এক গর্বের বিষয়। তাদের এই সফলতা আগামীর বিজ্ঞানী, উদ্ভাবক ও স্বপ্নদ্রষ্টাদের জন্য সৃষ্টি করবে নতুন প্রেরণা।
ওমানের সুলতান সরকার আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য, ফুল ফান্ডেড বা সম্পূর্ণ অর্থায়িত স্কলারশিপের ঘোষণা দিয়েছে। এই স্কলারশিপের অধীনে শিক্ষার্থীরা ‘ওমানি প্রোগ্রাম ফর কালচারাল অ্যান্ড সায়েন্টিফিক কো-অপারেশন’-এর আওতায় বিভিন্ন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করতে পারবেন।
৭ ঘণ্টা আগেমাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানে ২০২৫ শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন (eSIF পূরণের মাধ্যমে) কার্যক্রম শুরু হয়েছে। গত ১৭ আগস্ট থেকে শুরু হওয়া এই প্রক্রিয়া চলবে আগামী ১৭ সেপ্টেম্বর পর্যন্ত।
১০ ঘণ্টা আগেবিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে (বিইউএফটি) তিন দিনব্যাপী ইন্টারন্যাশনাল মডেল ইউনাইটেড নেশনস (বিইউএফটিআইমান) কনফারেন্সের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। ১৪ আগস্ট থেকে শুরু হওয়া এই আয়োজন চলবে ১৬ আগস্ট পর্যন্ত।
১ দিন আগেইতালির ইউনিভার্সিটি অব পিসা স্কলারশিপ-২০২৬-এর আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। সম্পূর্ণ অর্থায়িত এ বৃত্তির আওতায় শিক্ষার্থীরা স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন।
২ দিন আগে