Ajker Patrika

বিইউবিটির নতুন উপাচার্য শওকত আলী

বিইউবিটির নতুন উপাচার্য শওকত আলী

বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিতে (বিইউবিটি) উপাচার্য পদে যোগদান করেছেন অধ্যাপক এ বি এম শওকত আলী। বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা, গবেষণা এবং প্রশাসনে প্রায় তিন দশকেরও বেশি সময় কাজের অভিজ্ঞতা রয়েছে তাঁর। বিইউবিটিতে যোগদানের আগে এই অধ্যাপক ফিজি দ্বীপপুঞ্জের ইউনিভার্সিটি অব ফিজির কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। 

এ বি এম শওকত আলী ১৯৯০ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং ১৯৯১ সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন। ২০০৫ সালে তিনি অস্ট্রেলিয়ার মোনাস ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন এবং ১৯৯৭ সাল থেকে দেশ ও বিদেশে বিভিন্ন সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উচ্চ পর্যায়ে শিক্ষকতা, গবেষণা এবং প্রশাসনিক দায়িত্ব পালন করেন। 

অধ্যাপনা ছাড়াও কম্পিউটার বিজ্ঞানী, তথ্য বিশ্লেষক এবং লেখক হিসেবে তাঁর খ্যাতি রয়েছে। স্বনামধন্য এই অধ্যাপকের উপাচার্য হিসেবে যোগদানে বিইউবিটি পরিবার অত্যন্ত আনন্দিত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত