Ajker Patrika

বিইউপিতে ‘ডেভথন ৫.০’ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত

বিইউপিতে ‘ডেভথন ৫.০’ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত। ছবি: সংগৃহীত
বিইউপিতে ‘ডেভথন ৫.০’ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) স্বাধীনতা অডিটোরিয়ামে গতকাল সোমবার ‘ডেভথন ৫.০’ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের উদ্ভাবনী ও গবেষণা চিন্তা বিকাশের লক্ষ্যে এই প্রতিযোগিতার আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব ডেভেলপমেন্ট স্টাডিজের অধীনে পরিচালিত বিইউপি ডেভেলপমেন্ট লিডার্স ক্লাব।

গত ২১-২৩ ডিসেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে ইন্টারন্যাশনাল কনফারেন্স, কেইস কমপিটিশন, শর্ট ডকুমেন্টারি, ক্যারিয়ার এক্সপো এবং ডেভটক শীর্ষক পাঁচটি পর্বে অনুষ্ঠিত হয়। কেস কমপিটিশন বিভাগে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের টিম ‘দো মাহিনো মেইন পয়সা ডাবল’ চ্যাম্পিয়ন, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের টিম ‘রটেন মার্স’ প্রথম রানারআপ এবং ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির টিম ‘দ্য পিচার্স’ দ্বিতীয় রানার আপ হয়।

অন্যদিকে, শর্ট ডকুমেন্টারি কমপিটিশনে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের টিম ‘স্লিথেরিন’, টিম ‘ইয়েট অ্যানাদার বিজকম্প টিম (ওয়াইএবিটি) ’ এবং টিম ‘লানা’ যথাক্রমে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হওয়ার গৌরব অর্জন করে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টিম ‘আই-সাইনবার্গ’ স্পেশাল মেনশন অ্যাওয়ার্ড অর্জন করেছে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিইউপির উপাচার্য মেজর জেনারেল মো. মাহ্বুব-উল আলম, বিএসপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল, পিএইচডি।

অনুষ্ঠানে বিইউপির ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

এবার ‘পাকিস্তানপন্থার’ বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলেন আসিফ মাহমুদ

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

বাহাত্তরের সংবিধান, জুলাই সনদ, প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতির ক্ষমতা নিয়ে আইন উপদেষ্টার গুরুত্বপূর্ণ মন্তব্য

রাতে গ্রেপ্তারের পর দুপুরে মুক্ত, পরে আবার গ্রেপ্তার তামান্না

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত