Ajker Patrika

পরীক্ষার্থীদের জন্য প্রস্তুত রাবি

রিপন চন্দ্র রায়, রাবি
পরীক্ষার্থীদের জন্য প্রস্তুত রাবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর টেলিভিশন কক্ষ কিংবা মসজিদের মেঝেতে বিছানো হয়েছে চাদর ও কাঁথা। তার ওপর ছোট্ট কাগজের টুকরায় লেখা কয়েকটি কথা। কেউবা প্লাস্টিকের দড়ি দিয়ে ঘিরে রেখেছেন নির্দিষ্ট জায়গা। অন্যদিকে হলের কক্ষগুলো পরিষ্কারের ধুম পড়ে গেছে। কাজ চলছে কক্ষের ভেতরের চেয়ার-টেবিল বাইরে বের করে জায়গা প্রশস্তকরণের। ৫ মার্চ থেকে শুরু হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। পরীক্ষা দিতে আসা হাজার হাজার পরীক্ষার্থীর আবাসনের জন্য এভাবেই প্রস্তুত হচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

প্রতিবারের মতো এবারও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তিনটি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় ১ লাখ ৮৫ হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন। তাঁদের থাকার জন্য আবাসিক হোটেল কিংবা আশপাশের মেসে সিট খুঁজছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শুধু আবাসনের ব্যবস্থা নয়, স্বল্প মূল্যে যাতায়াতের সুব্যবস্থাও করছেন তাঁরা। ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বসানো হয়েছে ক্যাম্পাসভিত্তিক বিভিন্ন সংগঠন ও বিভিন্ন জেলা সমিতির হেল্প ডেস্ক। ক্যাম্পাসের দেয়ালগুলোতে সাঁটানো হয়েছে পোস্টার। যাঁদের এখনো থাকার ব্যবস্থা হয়নি কিংবা ক্যাম্পাসে পরিচিত কেউ নেই, তাঁরা এসব পোস্টারে দেওয়া মোবাইল ফোন নম্বরে যোগাযোগ করলেই হয়ে যাবে আবাসনের ব্যবস্থা।

শুধু হল নয়, আশপাশের মেসে অবস্থানরত শিক্ষার্থীরাও ভর্তি পরীক্ষায় আসা পরীক্ষার্থী ও অভিভাবকদের জন্য মেসের ছাদ ও অন্যান্য ফাঁকা জায়গা দখল করে রাখছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত