Ajker Patrika

এনএসইউতে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা

আপডেট : ২৭ মার্চ ২০২৪, ১১: ২৪
এনএসইউতে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা

যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও বিজয় দিবস উদ্‌যাপনের জন্য নর্থ সাউথ ইউনিভার্সিটি গতকাল মঙ্গলবার এক আলোচনা সভার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন সাংবাদিক, কথাসাহিত্যিক, গবেষক ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আফসান চৌধুরী। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম। 

আলোচনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনএসইউর কোষাধ্যক্ষ ও উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক আবদুর রব খান, বিভিন্ন স্কুলের ডিনরা, পরিচালকেরা, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক এবং শিক্ষার্থীরা। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে অধ্যাপক আবদুর রব খান বলেন, ‘স্বাধীনতার ৫৪ বছরে বাংলাদেশ একটি তলাবিহীন ঝুড়ি থেকে বিশ্বদরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। অবকাঠামো, দারিদ্র্যবিমোচন, মাথাপিছু আয়, সামাজিক উন্নয়ন প্রতিটি ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি লাভ করেছে।’ 

প্রধান অতিথির বক্তব্যে আফসান চৌধুরী বলেন, ‘ইতিহাসের বিভিন্ন বাস্তবতা রয়েছে। কোনো বিপ্লবেই সমাজের কোনো সুনির্দিষ্ট শ্রেণি অংশ নেয় না। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে আমাদের স্বাধীনতা এসেছে। প্রাতিষ্ঠানিকতা, অপ্রাতিষ্ঠানিকতা ও উপপ্রাতিষ্ঠানিকতা—এই তিন বাস্তবতা মিলেই বাংলাদেশ হয়েছে।’ 

সভাপতির ভাষণে এনএসইউর উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা অনেক ত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে। কিছু প্রত্যাশা নিয়ে দেশ স্বাধীন হয়েছিল। সেই প্রত্যাশা পূরণে দেশের তরুণ প্রজন্মকে জাগ্রত হতে হবে।’ 

অনুষ্ঠানের অংশ হিসেবে এনএসইউর পক্ষ থেকে একটি দল সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে যুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। পাশাপাশি ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলন ও আলোকসজ্জার ব্যবস্থা করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত