Ajker Patrika

বিশ্ববিদ্যালয়গুলোর জন্য স্টার্টআপ উদ্ভাবন প্রতিযোগিতা শুরু

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১১: ৪১
বিশ্ববিদ্যালয়গুলোর জন্য স্টার্টআপ উদ্ভাবন প্রতিযোগিতা শুরু

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) ও ইউনিভার্সিটি ইনোভেশন হাব প্রোগ্রাম (ইউআইএইচপি) নতুন স্টার্টআপ উদ্ভাবন প্রতিযোগিতা ‘লঞ্চ প্যাড বাই ইউআইএইচপি-ইউআইইউ’ চালু করেছে। এটি ডিজিটাল উদ্যোক্তা ও উদ্ভাবন ইকোসিস্টেম ডেভেলপমেন্ট প্রজেক্ট বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের (বিএইচটিপিএ) একটি উদ্যোগ। 

ওয়ার্ল্ড ব্যাংকের আর্থিক সহায়তায় লঞ্চ প্যাড বাই ইউআইএইচপি-ইউআইইউ প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বাংলাদেশের সব বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক ও সাবেক শিক্ষার্থীদের তিন থেকে পাঁচ সদস্যের দল (একজন নারী সদস্য বাধ্যতামূলক) গঠন করে, নিজস্ব উদ্ভাবনী ব্যবসায়িক পরিকল্পনা বা পিচ ডেক এবং প্রোটোটাইপ তৈরি করে আগামী ১৫ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট ওয়েবসাইটে///https://uihp.org জমা দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। 

পরবর্তী পর্বে সংক্ষিপ্ত তালিকাভুক্ত দলগুলো প্রায় ১৬ সপ্তাহের একটি কাস্টমাইজড হাইব্রিড মেন্টরশিপ সেশন ও প্রায় ৮০ ঘণ্টা গাইডেড সেশনের পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠানের উচ্চতর কর্মকর্তা ও দেশের প্রতিষ্ঠিত স্টার্ট-আপগুলির সঙ্গে তাদের প্রোটোটাইপ ও পরিকল্পনাগুলো শেয়ার করার সুযোগ পাবে। মেন্টরশিপের পর, চূড়ান্ত রাউন্ডে-যা ২০২৫ সালের শুরুতে ঘটবে-নির্ধারিত উদ্যোগের বাণিজ্যিকীকরণের জন্য প্রি-সিড তহবিল এবং প্রাতিষ্ঠানিক সহায়তার জন্য বিচারকমণ্ডলীর সামনে পরিকল্পনা উপস্থাপন করার জন্য দলগুলোর ভেতর সরাসরি প্রতিযোগিতা হবে। 

প্রতিযোগিতাটি বাংলাদেশের সব বিশ্ববিদ্যালয়ের জন্য উন্মুক্ত এবং সম্প্রতি একটি লঞ্চিং ওয়েবিনার এবং ব্রিফিং সেশনের মাধ্যমে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সিনিয়র প্রশাসনিক কর্মকর্তা, অনুষদের উপস্থিতিতে এই প্রকল্প চালু করা হয়েছে। 

লঞ্চ প্যাড বাই ইউআইএইচপি-ইউআইইউ বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে উদ্ভাবন ও উদ্যোক্তাদের সংস্কৃতি গড়ে তোলার জন্য গড়ে তোলা হয়েছে এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রেখে উদ্যোক্তা ও উদ্ভাবক হওয়ার জন্য ছাত্র ও গবেষকদের ক্ষমতায়ন করার লক্ষ্যে এটি সৃষ্ট। প্রোগ্রাম সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যাবে ওয়েবসাইটে

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত