Ajker Patrika

স্টামফোর্ড ইউনিভার্সিটিতে ফোরাম অ্যান্ড ক্লাব এক্সিলেন্স অ্যাওয়ার্ড অনুষ্ঠিত

বিজ্ঞপ্তি
ফোরাম অ্যান্ড ক্লাব এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৪ আয়োজিত। ছবি: স্টামফোর্ড ইউনিভার্সিটি
ফোরাম অ্যান্ড ক্লাব এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৪ আয়োজিত। ছবি: স্টামফোর্ড ইউনিভার্সিটি

স্টামফোর্ড ইউনিভার্সিটিতে আয়োজিত হয়েছে ‘ফোরাম অ্যান্ড ক্লাব এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৪’। বিশ্ববিদ্যালয়টির স্টুডেন্ট ওয়েলফেয়ার-এর আয়োজনে গতকাল মঙ্গলবার বিকেল ৩টায় সেন্ট্রাল অডিটোরিয়ামে এই অ্যাওয়ার্ড অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. ফারাহনাজ ফিরোজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মনিরুজ্জামান এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. ইউনুস মিয়া।

স্টামফোর্ড ইউনিভার্সিটি ফাউন্ডার অ্যাওয়ার্ড, স্টামফোর্ড ইউনিভার্সিটি চেয়ারম্যান অ্যাওয়ার্ড এবং স্টামফোর্ড ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড— এই তিনটি ক্যাটাগরিতে ফোরাম অ্যান্ড ক্লাব এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৪ প্রদান করা হয়।

ফোরাম অ্যান্ড ক্লাব এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৪-এ ফাউন্ডার অ্যাওয়ার্ড অর্জন করেছে স্টামফোর্ড ইউনিভার্সিটি সাহিত্য ফোরাম, চেয়ারম্যান অ্যাওয়ার্ড অর্জন করেছে স্টামফোর্ড ইউনিভার্সিটি ইয়েস ফোরাম এবং ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড অর্জন করেছে স্টামফোর্ড ইউনিভার্সিটি রোবোটিকস ক্লাব।

অ্যাওয়ার্ড প্রদান শেষে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি স্টুডেন্ট ওয়েলফেয়ার আয়োজিত ফোরাম অ্যান্ড ক্লাব এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৪।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ড. ইউনূসের সফরসঙ্গী হয়েও ফখরুল–আখতাররা ভিভিআইপি সুবিধা পাননি কেন—জানাল প্রেস উইং

স্পিকারের বাসভবনই হবে প্রধানমন্ত্রীর অস্থায়ী আবাস

আ.লীগের ঝটিকা মিছিল: মানিকগঞ্জের প্যানেল মেয়র আরশেদ আলীসহ চারজন কারাগারে

ঘরে সদ্য বিবাহিত বিক্রয় প্রতিনিধির লাশ, চিরকুটে লেখা ‘জীবন খুবই কঠিন’

জাতীয় সংসদ নির্বাচন: আলোচনায় আসনের ভাগ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত