Ajker Patrika

এআইইউবিতে ‘ইমার্জেন্সি রেসপন্স টিম’ গঠন

আপডেট : ০২ আগস্ট ২০২৪, ১৫: ৪২
এআইইউবিতে ‘ইমার্জেন্সি রেসপন্স টিম’ গঠন

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশে (এআইইউবি) ‘ইমার্জেন্সি রেসপন্স টিম’ গঠন করা হয়েছে। দেশজুড়ে উদ্ভূত পরিস্থিতিতে এই দল গঠন করা হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে এআইইউবি। 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সম্প্রতি দেশজুড়ে উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষার্থীরা যে কষ্ট এবং কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে, তাতে এআইইউবি কর্তৃপক্ষ গভীরভাবে চিন্তিত। এআইইউবির যেসব শিক্ষার্থী প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বর্তমান পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাঁদের নিয়ে এআইইউবি কর্তৃপক্ষ গভীরভাবে উদ্বিগ্ন। এআইইউবির ছাত্র-ছাত্রীদের সুস্থতা এবং সার্বিক নিরাপত্তা, আমাদের কাছে বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

এআইইউবি এই কঠিন সময়ে শিক্ষার্থীদের ও তাঁদের পরিবারকে সহযোগিতা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। এই বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জরুরি চিকিৎসাসেবা, আইনি সহায়তা ও মানসিক স্বাস্থ্যসেবাগুলো দেওয়ার জন্য একটি জরুরি সেবা দিতে ইমার্জেন্সি রেসপন্স টিম গঠন করা হয়েছে। সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনে এআইইউবি ওয়েবসাইটে দেওয়া হটলাইন নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ করা যাচ্ছে। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এই কঠিন সময়ে শিক্ষার্থীদের ও তাঁদের পরিবারকে যথাযোগ্য সহায়তা দেওয়ার জন্য প্রস্তুত এআইইউবি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশসহ এশিয়ার ৫ দেশে সফর বাতিল করলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

স্ত্রীকে হতে হবে নোরা ফাতেহির মতো, না খাইয়ে রেখে তিন ঘণ্টা করে ব্যায়াম করান স্বামী

বাংলা বলায় কলকাতার মার্কেটে ছুরি, বন্দুকের বাঁট ও হকিস্টিক নিয়ে ছাত্রদের ওপর হামলা

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত