তাহমিদ হাসান
ঢাকার কোলাহল পেরিয়ে প্রকৃতির এক অপরূপ লীলাভূমি, সাভারের গণ স্বাস্থ্যকেন্দ্র। ব্যস্ত শহর থেকে একটু দূরে গাছপালা, জলাশয়, সবুজে ঘেরা এই স্থানে শীত এলেই নেমে আসে এক স্বপ্নিল আবহ। চারপাশ মেতে ওঠে প্রকৃতির নির্মল সুরে, আর তার সঙ্গী হয় হাজারো অতিথি পাখির কলকাকলি।
শীতের আগমনী বার্তা নিয়ে যখন হিমেল বাতাস বয়ে যায়, তখন গণ স্বাস্থ্যকেন্দ্রের জলাশয় আর আশপাশের প্রান্তর যেন রঙিন পালকের মেলায় পরিণত হয়। সুদূর সাইবেরিয়া, লাদাখ কিংবা হিমালয়ের বরফে ঢাকা প্রান্তর পেরিয়ে আসা এই পরিযায়ী পাখিদের কলতানে মুখর হয়ে ওঠে সকাল। জলাশয়ের স্থির জলে প্রতিফলিত হয় তাদের রঙিন ডানা, আর বাতাস বয়ে আনে তাদের ডানার ঝাপটায় সৃষ্টি হওয়া সুর।
পরিযায়ীদের মিলনমেলা
বর্ষার শেষ দিক থেকে এই অঞ্চলে অতিথি পাখিদের আনাগোনা শুরু হলেও শীতের শুরুতেই তা চূড়ান্ত রূপ নেয়। বিভিন্ন জাতের হাঁস, বক, চখাচখি, জলপিপি, বালিহাঁসসহ অজানা অনেক প্রজাতির পাখি এই সময়ে গণ স্বাস্থ্যকেন্দ্রের জলাশয় ও আশপাশের এলাকায় দল বেঁধে বিচরণ করে। সকালে দল বেঁধে ছোট জলাশয়গুলোতে খাবারের খোঁজে নামে তারা, আর সন্ধ্যায় আশ্রয় নেয় আশপাশের বাঁশঝাড় কিংবা উঁচু গাছের ডালে।
গণ স্বাস্থ্যকেন্দ্রের কর্মচারীরা জানান, পাখিদের কোলাহলেই তাঁদের সকাল শুরু হয়। হাঁসজাতীয় পাখির দল সারা দিন জলাশয়ে কাটালেও অন্যান্য প্রজাতির পাখিরা নির্দিষ্ট সময়ে দলবদ্ধভাবে বিচরণ করে। তবে জলাশয়ের অপরিকল্পিত ব্যবহার এবং সংরক্ষণের অভাবে এসব পাখি আবাস-সংকটে পড়বে বলে আশঙ্কা করছেন তাঁরা।
প্রকৃতি আর পাখির সহাবস্থান
গণবিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নুসাইবা ইসলাম বলেন, ‘শীতকালে অতিথি পাখিরা আমাদের ক্যাম্পাস ও আশপাশের পরিবেশের সৌন্দর্য কয়েক গুণ বাড়িয়ে দেয়। তাদের উপস্থিতিতে প্রকৃতি যেন আরও জীবন্ত হয়ে ওঠে। কিন্তু যখন শীত শেষে তারা ফিরে যায়, তখন এই জলাশয়গুলো যেন শূন্যতায় ডুবে যায়।’
পরিবেশবিজ্ঞানী অধ্যাপক মেসবাহ্-উস-সালেহীন এ প্রসঙ্গে বলেন, একসময় লাখ লাখ পরিযায়ী পাখি বাংলাদেশে আসত, কিন্তু অপরিকল্পিত নগরায়ণ এবং পরিবেশগত অবহেলার কারণে তাদের সংখ্যা কমে যাচ্ছে। জলাশয় ও প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণের মাধ্যমে এদের আবাসস্থল রক্ষা করা না গেলে ভবিষ্যতে এই সৌন্দর্য কেবল স্মৃতির পাতায় সীমাবদ্ধ থাকবে।
পরিযায়ী পাখিদের আগমন ও প্রস্থান
শীতপ্রধান অঞ্চলে যখন বরফে ঢাকা পড়ে খাদ্যভান্ডার, তখন বেঁচে থাকার তাগিদে এ দেশের উষ্ণ পরিবেশে আশ্রয় নেয় পরিযায়ী পাখিরা। জলাশয়ের পানি কমতে শুরু করলে তাদের জন্য সহজলভ্য হয়ে ওঠে ছোট মাছ, শামুক, ঝিনুকসহ অন্যান্য জলজ উদ্ভিদ। এভাবেই কয়েক মাস ধরে চলে তাদের নীরব সহাবস্থান। তবে মার্চের শেষ দিকে তারা আবার ফিরে যায় আপন গন্তব্যে, রেখে যায় অপূর্ব স্মৃতি ও প্রকৃতির প্রতি ভালোবাসার এক মুগ্ধ আবেশ।
সংরক্ষণ প্রয়োজন, সচেতনতা অপরিহার্য
অতিথি পাখিদের আগমন প্রকৃতির ভারসাম্য ও জীববৈচিত্র্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু আধুনিক উন্নয়ন, জলাশয় ভরাট, দূষণ ও শিকারিদের কারণে এই প্রাণবৈচিত্র্য আজ হুমকির মুখে। তাই টেকসই পরিকল্পনা, সচেতনতা বৃদ্ধি এবং প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণের উদ্যোগ নেওয়া প্রয়োজন। শুধু প্রকৃতিপ্রেমী মানুষের ভালোবাসা নয়, প্রয়োজন প্রশাসনিক উদ্যোগও।
গণ স্বাস্থ্যকেন্দ্রের মতো জায়গাগুলোতে যদি উপযুক্ত পরিবেশ সৃষ্টি করা যায়, তবে ভবিষ্যতেও এই পাখিদের আগমন নিশ্চিত করা সম্ভব হবে। আর প্রকৃতি ও প্রাণিকুলের এই সহাবস্থান টিকিয়ে রাখাই হতে পারে আমাদের দায়িত্ব ও ভালোবাসার প্রকৃত প্রকাশ।
ঢাকার কোলাহল পেরিয়ে প্রকৃতির এক অপরূপ লীলাভূমি, সাভারের গণ স্বাস্থ্যকেন্দ্র। ব্যস্ত শহর থেকে একটু দূরে গাছপালা, জলাশয়, সবুজে ঘেরা এই স্থানে শীত এলেই নেমে আসে এক স্বপ্নিল আবহ। চারপাশ মেতে ওঠে প্রকৃতির নির্মল সুরে, আর তার সঙ্গী হয় হাজারো অতিথি পাখির কলকাকলি।
শীতের আগমনী বার্তা নিয়ে যখন হিমেল বাতাস বয়ে যায়, তখন গণ স্বাস্থ্যকেন্দ্রের জলাশয় আর আশপাশের প্রান্তর যেন রঙিন পালকের মেলায় পরিণত হয়। সুদূর সাইবেরিয়া, লাদাখ কিংবা হিমালয়ের বরফে ঢাকা প্রান্তর পেরিয়ে আসা এই পরিযায়ী পাখিদের কলতানে মুখর হয়ে ওঠে সকাল। জলাশয়ের স্থির জলে প্রতিফলিত হয় তাদের রঙিন ডানা, আর বাতাস বয়ে আনে তাদের ডানার ঝাপটায় সৃষ্টি হওয়া সুর।
পরিযায়ীদের মিলনমেলা
বর্ষার শেষ দিক থেকে এই অঞ্চলে অতিথি পাখিদের আনাগোনা শুরু হলেও শীতের শুরুতেই তা চূড়ান্ত রূপ নেয়। বিভিন্ন জাতের হাঁস, বক, চখাচখি, জলপিপি, বালিহাঁসসহ অজানা অনেক প্রজাতির পাখি এই সময়ে গণ স্বাস্থ্যকেন্দ্রের জলাশয় ও আশপাশের এলাকায় দল বেঁধে বিচরণ করে। সকালে দল বেঁধে ছোট জলাশয়গুলোতে খাবারের খোঁজে নামে তারা, আর সন্ধ্যায় আশ্রয় নেয় আশপাশের বাঁশঝাড় কিংবা উঁচু গাছের ডালে।
গণ স্বাস্থ্যকেন্দ্রের কর্মচারীরা জানান, পাখিদের কোলাহলেই তাঁদের সকাল শুরু হয়। হাঁসজাতীয় পাখির দল সারা দিন জলাশয়ে কাটালেও অন্যান্য প্রজাতির পাখিরা নির্দিষ্ট সময়ে দলবদ্ধভাবে বিচরণ করে। তবে জলাশয়ের অপরিকল্পিত ব্যবহার এবং সংরক্ষণের অভাবে এসব পাখি আবাস-সংকটে পড়বে বলে আশঙ্কা করছেন তাঁরা।
প্রকৃতি আর পাখির সহাবস্থান
গণবিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নুসাইবা ইসলাম বলেন, ‘শীতকালে অতিথি পাখিরা আমাদের ক্যাম্পাস ও আশপাশের পরিবেশের সৌন্দর্য কয়েক গুণ বাড়িয়ে দেয়। তাদের উপস্থিতিতে প্রকৃতি যেন আরও জীবন্ত হয়ে ওঠে। কিন্তু যখন শীত শেষে তারা ফিরে যায়, তখন এই জলাশয়গুলো যেন শূন্যতায় ডুবে যায়।’
পরিবেশবিজ্ঞানী অধ্যাপক মেসবাহ্-উস-সালেহীন এ প্রসঙ্গে বলেন, একসময় লাখ লাখ পরিযায়ী পাখি বাংলাদেশে আসত, কিন্তু অপরিকল্পিত নগরায়ণ এবং পরিবেশগত অবহেলার কারণে তাদের সংখ্যা কমে যাচ্ছে। জলাশয় ও প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণের মাধ্যমে এদের আবাসস্থল রক্ষা করা না গেলে ভবিষ্যতে এই সৌন্দর্য কেবল স্মৃতির পাতায় সীমাবদ্ধ থাকবে।
পরিযায়ী পাখিদের আগমন ও প্রস্থান
শীতপ্রধান অঞ্চলে যখন বরফে ঢাকা পড়ে খাদ্যভান্ডার, তখন বেঁচে থাকার তাগিদে এ দেশের উষ্ণ পরিবেশে আশ্রয় নেয় পরিযায়ী পাখিরা। জলাশয়ের পানি কমতে শুরু করলে তাদের জন্য সহজলভ্য হয়ে ওঠে ছোট মাছ, শামুক, ঝিনুকসহ অন্যান্য জলজ উদ্ভিদ। এভাবেই কয়েক মাস ধরে চলে তাদের নীরব সহাবস্থান। তবে মার্চের শেষ দিকে তারা আবার ফিরে যায় আপন গন্তব্যে, রেখে যায় অপূর্ব স্মৃতি ও প্রকৃতির প্রতি ভালোবাসার এক মুগ্ধ আবেশ।
সংরক্ষণ প্রয়োজন, সচেতনতা অপরিহার্য
অতিথি পাখিদের আগমন প্রকৃতির ভারসাম্য ও জীববৈচিত্র্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু আধুনিক উন্নয়ন, জলাশয় ভরাট, দূষণ ও শিকারিদের কারণে এই প্রাণবৈচিত্র্য আজ হুমকির মুখে। তাই টেকসই পরিকল্পনা, সচেতনতা বৃদ্ধি এবং প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণের উদ্যোগ নেওয়া প্রয়োজন। শুধু প্রকৃতিপ্রেমী মানুষের ভালোবাসা নয়, প্রয়োজন প্রশাসনিক উদ্যোগও।
গণ স্বাস্থ্যকেন্দ্রের মতো জায়গাগুলোতে যদি উপযুক্ত পরিবেশ সৃষ্টি করা যায়, তবে ভবিষ্যতেও এই পাখিদের আগমন নিশ্চিত করা সম্ভব হবে। আর প্রকৃতি ও প্রাণিকুলের এই সহাবস্থান টিকিয়ে রাখাই হতে পারে আমাদের দায়িত্ব ও ভালোবাসার প্রকৃত প্রকাশ।
বিশ্ববিদ্যালয় কেবল উচ্চশিক্ষা অর্জনের জায়গা নয়, এটি জীবনের বৃহত্তর পাঠশালা। পাঠ্যবইয়ের জ্ঞান অর্জনের পাশাপাশি এখানে শেখার আছে নেতৃত্বের দক্ষতা, আত্ম-উন্নয়নের কৌশল এবং ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি।
২ দিন আগেইউরোপের দেশ সুইডেন। দেশটির মেরিন জেট পাওয়ার কোম্পানির টেস্ট অ্যান্ড ভ্যালিডেশন ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছেন প্রবাসী বাংলাদেশি মুহাম্মদ শাকিরুল্লাহ। সুইডেনে বাংলাদেশিদের ক্যারিয়ার গড়ার সম্ভাবনা...
২ দিন আগেসব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) নিয়মিত পরিচালনা পর্ষদ গঠনের প্রক্রিয়া স্থগিত রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আজ রোববার (২৭ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব (বেসরকারি মাধ্যমিক-১) সাইয়েদ এ জেড মোরশেদ আলী স্বাক্ষরিত অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।
২ দিন আগেএই তালিকায় সেরা বিশ্ববিদ্যালয়ের প্রথম সারিতে না থাকলেও বাংলাদেশের সরকারি ও বেসরকারি ২৪টি বিশ্ববিদ্যালয় জায়গা করে নিয়েছে। প্রকাশিত তালিকা অনুযায়ী, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যৌথভাবে শীর্ষ অবস্থানে রয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
২ দিন আগে