খুলনা বিশ্ববিদ্যালয়
রুবায়েত হোসেন, খুবি
পুরোনো জিনস প্যান্ট থেকে তৈরি টোট ব্যাগ—এটি শুধু পরিবেশরক্ষায় নয়, বরং উপকূলীয় নারীদের কর্মসংস্থানের নতুন দিক খুলে দেবে। এমনই এক উদ্যোগ নিয়ে স্টুডেন্ট সোসাইটি ফর ক্লাইমেট চেঞ্জ অ্যাওয়ারনেস আয়োজিত ‘ক্লাইমেট ট্যাংক এক্সিলারেটর’ প্রতিযোগিতার বাংলাদেশ পর্বে চ্যাম্পিয়ন হয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) দল ‘টিম বিডি-১৫’। এই দলটি আগামী ফেব্রুয়ারি মাসে আমেরিকায় ফেলোশিপ প্রোগ্রামে অংশ নিতে যাচ্ছেন।
দক্ষিণ এশিয়ার পাঁচটি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১৮টি দলের মধ্যে প্রতিযোগিতার নানা ধাপ অতিক্রম করে বাংলাদেশ পর্বে ‘টিম বিডি-১৫’ চ্যাম্পিয়ন হয়। তাদের অনন্য উদ্যোগ ‘জিনস টু টোটস’; যা পুরোনো জিনস প্যান্ট থেকে পরিবেশবান্ধব টোট ব্যাগ তৈরির মাধ্যমে পলিথিনের বিকল্প সরবরাহ করে এবং উপকূলীয় নারীদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করে। দলটির সদস্যরা হলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের স্নাতকোত্তর শিক্ষার্থী ইমন কাজী; একই ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. মেহেদী হাসান তমাল; সয়েল, ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শিউলি চাকমা এবং পরিসংখ্যান ডিসিপ্লিনের তৃতীয় বর্ষের শিক্ষার্থী জি এম রাকিব।
শুধু ব্যাগ তৈরি নয়; তাঁরা সামাজিক যোগাযোগমাধ্যমে মার্কেটিং শুরু করেছেন এবং ভবিষ্যতে ই-কমার্স প্ল্যাটফর্মে পণ্য বাজারজাত হবে বলে ঠিক করেছেন। দলনেতা ইমন কাজী বলেন, ‘খুবই আনন্দিত যে বিশ্বদরবারে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছি। আমরা উপকূলীয় অঞ্চলের ভোগান্তির কথা বিশ্বের সামনে তুলে ধরার চেষ্টা করব।’
পুরোনো জিনস প্যান্ট থেকে তৈরি টোট ব্যাগ—এটি শুধু পরিবেশরক্ষায় নয়, বরং উপকূলীয় নারীদের কর্মসংস্থানের নতুন দিক খুলে দেবে। এমনই এক উদ্যোগ নিয়ে স্টুডেন্ট সোসাইটি ফর ক্লাইমেট চেঞ্জ অ্যাওয়ারনেস আয়োজিত ‘ক্লাইমেট ট্যাংক এক্সিলারেটর’ প্রতিযোগিতার বাংলাদেশ পর্বে চ্যাম্পিয়ন হয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) দল ‘টিম বিডি-১৫’। এই দলটি আগামী ফেব্রুয়ারি মাসে আমেরিকায় ফেলোশিপ প্রোগ্রামে অংশ নিতে যাচ্ছেন।
দক্ষিণ এশিয়ার পাঁচটি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১৮টি দলের মধ্যে প্রতিযোগিতার নানা ধাপ অতিক্রম করে বাংলাদেশ পর্বে ‘টিম বিডি-১৫’ চ্যাম্পিয়ন হয়। তাদের অনন্য উদ্যোগ ‘জিনস টু টোটস’; যা পুরোনো জিনস প্যান্ট থেকে পরিবেশবান্ধব টোট ব্যাগ তৈরির মাধ্যমে পলিথিনের বিকল্প সরবরাহ করে এবং উপকূলীয় নারীদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করে। দলটির সদস্যরা হলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের স্নাতকোত্তর শিক্ষার্থী ইমন কাজী; একই ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. মেহেদী হাসান তমাল; সয়েল, ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শিউলি চাকমা এবং পরিসংখ্যান ডিসিপ্লিনের তৃতীয় বর্ষের শিক্ষার্থী জি এম রাকিব।
শুধু ব্যাগ তৈরি নয়; তাঁরা সামাজিক যোগাযোগমাধ্যমে মার্কেটিং শুরু করেছেন এবং ভবিষ্যতে ই-কমার্স প্ল্যাটফর্মে পণ্য বাজারজাত হবে বলে ঠিক করেছেন। দলনেতা ইমন কাজী বলেন, ‘খুবই আনন্দিত যে বিশ্বদরবারে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছি। আমরা উপকূলীয় অঞ্চলের ভোগান্তির কথা বিশ্বের সামনে তুলে ধরার চেষ্টা করব।’
রাজধানীর নীলক্ষেতের গাউসুল আজম মার্কেটে নির্বাচনে ব্যবহৃত ব্যালট পেপার ছাপানো ও ফাঁস হওয়া নকল ব্যালটের অভিযোগ নিয়ে এবার অধিকতর তদন্ত করবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন কমিশন। নির্বাচনের চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে...
৬ ঘণ্টা আগেতিনি বলেন, ‘আমরা শিক্ষার্থীদের প্রতিশ্রুতি দিয়েছিলাম, জয়-পরাজয় যাই হোক না কেন, তাদের অধিকার ও স্বার্থরক্ষায় লড়াই অব্যাহত রাখব। সদ্য অনুষ্ঠিত নির্বাচনে অনিয়ম শিক্ষার্থীদের প্রত্যাশিত ভোটাধিকারকে ব্যাহত করেছে। তবু আমরা আন্দোলন-সংগ্রামের পথেই আছি।’
১৪ ঘণ্টা আগেশিক্ষার্থীদের অংশগ্রহণে ইতিমধ্যেই ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। দীর্ঘ অপেক্ষার পর ভোটাধিকার প্রয়োগ করতে পারায় তারা উচ্ছ্বসিত। এবারের নির্বাচনে ১১টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫৭ জন প্রার্থী। মোট ভোটার সংখ্যা ৪ হাজার ৭৬১ জন।
১৮ ঘণ্টা আগেভর্তি পরীক্ষা যেকোনো শিক্ষার্থীর জীবনে অন্যতম গুরুত্বপূর্ণ মাইলফলক। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বা দেশের অন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা শুধু পড়াশোনার দক্ষতার ভিত্তিতে নয়, ধৈর্য, মনোবল এবং সঠিক প্রস্তুতির মাধ্যমে সাফল্য অর্জন করতে পারে।
২১ ঘণ্টা আগে