জবি প্রতিনিধি
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) টিএসসির খাবারের মূল্য পুনর্নির্ধারণ করে মূল্যতালিকা ঝুলিয়ে দিয়েছেন শিক্ষার্থীরা। এতে খাবারের দাম উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছে।
আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা দোকানদারদের সঙ্গে আলোচনার মাধ্যমে এ মূল্য নির্ধারণ করে বলে জানান টিএসসি সংস্কার প্রতিনিধিরা।
মূল্যতালিকায় দেখা যায়, রং চায়ের দাম ২ টাকা কমিয়ে ৬ টাকা, দুধ চা ২ টাকা কমিয়ে ৮, কেক ৫ টাকা কমিয়ে ১০, রুটি ৫ টাকা কমিয়ে ১০, কলা ১০, বাটার বান ২০, শিঙারা ৫, পাকোড়া ৫, সমুচা ১০, ভেজিটেবল রোল ১০, চিকেন রোল ৫ টাকা কমিয়ে ২৫, ডিম চপ ১০, স্যান্ডউইচ ৫ টাকা কমিয়ে ৩০ ও ডিম জালি ৫ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২০ টাকা।
সকালের নাশতার আইটেমের মূল্যতালিকায় এসেছে উল্লেখযোগ্য পরিবর্তন। প্রতিটি পরোটা ৬ টাকা, ডাল অথবা ভাজি ১০, ডিম ভাজি ২০, ডিম খিচুড়ি ৩০ টাকা করা হয়েছে।
এ ছাড়া দুপুরের খাবারের দাম নির্ধারণ করা হয়েছে: ভাত, মাছ ও ডাল ৫০ টাকা; ভাত, মুরগি ও ডাল ৫০ টাকা; ভাত, ভর্তা ও ডাল ২০ টাকা; ভাত, ডিম ও ডাল ৩০ টাকা এবং ভাত, মুরগির গিলা–কলিজা ও ডাল ৪০ টাকা।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের ১৫ ব্যাচের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ও টিএসসি সংস্কার কমিটির সদস্য সোহাগ হোসেন বলেন, ‘আমরা ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে এ মূল্যতালিকা নির্ধারণ করেছি। শিক্ষার্থীদের খাবারের মান বাড়ানো ও দাম সহনীয় পর্যায়ে রাখতে আমরা কাজ করে যাচ্ছি। এ মূল্যতালিকার সঙ্গে ব্যবসায়ীরা একমত হয়েছেন এবং আমাদের কথা দিয়েছেন তাঁরা খাবারের মান ঠিক রেখে এই নির্ধারিত মূল্যে খাবার বিক্রি করবেন।’
প্রসঙ্গত, ২ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ে মোট ৫টি উন্নয়ন ও সংস্কারমূলক কমিটি করা হয়, যার একটি হলো টিএসসি ও ক্যাফেটেরিয়া সংস্কার কমিটি। সেই কমিটির উদ্যোগে টিএসসির খাবারের মূল্যতালিকা করা হয়েছে বলে জানা গেছে।
এর আগে বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী টিএসসির দোকানিদের সঙ্গে আলোচনা না করেই দাম কমায় এবং টিএসসির দোকানমালিক পরিবর্তনের পাঁয়তারা করে। প্রতিবাদে দোকানিরা পরদিন দোকান বন্ধ রাখেন। পরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংস্কার প্রতিনিধিরা কমিটি গঠনের মাধ্যমে দোকানিদের সঙ্গে আলোচনায় বসেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) টিএসসির খাবারের মূল্য পুনর্নির্ধারণ করে মূল্যতালিকা ঝুলিয়ে দিয়েছেন শিক্ষার্থীরা। এতে খাবারের দাম উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছে।
আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা দোকানদারদের সঙ্গে আলোচনার মাধ্যমে এ মূল্য নির্ধারণ করে বলে জানান টিএসসি সংস্কার প্রতিনিধিরা।
মূল্যতালিকায় দেখা যায়, রং চায়ের দাম ২ টাকা কমিয়ে ৬ টাকা, দুধ চা ২ টাকা কমিয়ে ৮, কেক ৫ টাকা কমিয়ে ১০, রুটি ৫ টাকা কমিয়ে ১০, কলা ১০, বাটার বান ২০, শিঙারা ৫, পাকোড়া ৫, সমুচা ১০, ভেজিটেবল রোল ১০, চিকেন রোল ৫ টাকা কমিয়ে ২৫, ডিম চপ ১০, স্যান্ডউইচ ৫ টাকা কমিয়ে ৩০ ও ডিম জালি ৫ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২০ টাকা।
সকালের নাশতার আইটেমের মূল্যতালিকায় এসেছে উল্লেখযোগ্য পরিবর্তন। প্রতিটি পরোটা ৬ টাকা, ডাল অথবা ভাজি ১০, ডিম ভাজি ২০, ডিম খিচুড়ি ৩০ টাকা করা হয়েছে।
এ ছাড়া দুপুরের খাবারের দাম নির্ধারণ করা হয়েছে: ভাত, মাছ ও ডাল ৫০ টাকা; ভাত, মুরগি ও ডাল ৫০ টাকা; ভাত, ভর্তা ও ডাল ২০ টাকা; ভাত, ডিম ও ডাল ৩০ টাকা এবং ভাত, মুরগির গিলা–কলিজা ও ডাল ৪০ টাকা।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের ১৫ ব্যাচের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ও টিএসসি সংস্কার কমিটির সদস্য সোহাগ হোসেন বলেন, ‘আমরা ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে এ মূল্যতালিকা নির্ধারণ করেছি। শিক্ষার্থীদের খাবারের মান বাড়ানো ও দাম সহনীয় পর্যায়ে রাখতে আমরা কাজ করে যাচ্ছি। এ মূল্যতালিকার সঙ্গে ব্যবসায়ীরা একমত হয়েছেন এবং আমাদের কথা দিয়েছেন তাঁরা খাবারের মান ঠিক রেখে এই নির্ধারিত মূল্যে খাবার বিক্রি করবেন।’
প্রসঙ্গত, ২ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ে মোট ৫টি উন্নয়ন ও সংস্কারমূলক কমিটি করা হয়, যার একটি হলো টিএসসি ও ক্যাফেটেরিয়া সংস্কার কমিটি। সেই কমিটির উদ্যোগে টিএসসির খাবারের মূল্যতালিকা করা হয়েছে বলে জানা গেছে।
এর আগে বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী টিএসসির দোকানিদের সঙ্গে আলোচনা না করেই দাম কমায় এবং টিএসসির দোকানমালিক পরিবর্তনের পাঁয়তারা করে। প্রতিবাদে দোকানিরা পরদিন দোকান বন্ধ রাখেন। পরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংস্কার প্রতিনিধিরা কমিটি গঠনের মাধ্যমে দোকানিদের সঙ্গে আলোচনায় বসেন।
এসএসসি ও সমমানের উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল প্রকাশিত হয়েছে। আজ রোববার সকাল ১০টার দিকে ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়েছে। চলতি বছর এসএসসি পরীক্ষায় ফলাফল তুলনামূলক খারাপ করেছে শিক্ষার্থীরা। বিগত ১৬ বছরের মধ্যে পাসের হার সর্বনিম্ন।
১ দিন আগেপ্রতিদিনই আমাদের জীবনে ইতিবাচক -নেতিবাচক বিভিন্ন ঘটনা ঘটে থাকে। কিন্তু মানুষ হিসেবে আমরা প্রায়ই নেতিবাচক ঘটনাগুলোতেই বেশি মনোযোগ দিই। ভালো যে অনেক কিছুই ঘটছে, তা হয়তো টেরই পাই না। দিন শেষে আমরা ক্লান্ত, অভিযোগে ভরা, হতাশ। অথচ এ মানসিকতার বদল আনতে পারে একটি ছোট, কিন্তু গুরুত্বপূর্ণ অভ্যাস...
১ দিন আগেইতালিতে ইউনিভার্সিটি অব মিলান ডিএসইউ স্কলারশিপ ২০২৬-এর আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। এ বৃত্তির আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। এ বৃত্তিটি সম্পূর্ণ অর্থায়িত।
১ দিন আগেলক্ষ্মীপুর জেলার পশ্চিম শেখপুরা গ্রাম থেকে উঠে এসে হলি ক্রস কলেজ এবং পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা সম্পন্ন করেন। সেখান থেকে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ম্যাসাচুসেটস বোস্টনে পাবলিক পলিসিতে পিএইচডি গবেষণার যাত্রা। বর্তমানে ম্যাসাচুসেটস স্টেট হাউসের ব্যস্ত করিডরে লেজিসলেটিভ ইন্টার্ন হিসেবে কাজ...
১ দিন আগে