Ajker Patrika

মাদারীপুরে পাঠকবন্ধুর উদ্যোগে নানা আয়োজন

আয়শা সিদ্দিকা আকাশী, মাদারীপুর
মাদারীপুরে পাঠকবন্ধুর উদ্যোগে নানা আয়োজন

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মাদারীপুরে পাঠকবন্ধুর উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পিং এবং তার এক দিন আগে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।

ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পিং

২১ ফেব্রুয়ারি মাদারীপুর শহীদ কানন চত্বরে পাঠকবন্ধুর জেলা শাখার আয়োজনে ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পিং অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পাঠকবন্ধুর সদস্য সোহাগ হাসান এবং সঞ্চালনায় ছিলেন শামিমা নাসরিন ইতি।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ‘নিরাপদ চিকিৎসা চাই’ মাদারীপুর জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মশিউর রহমান পারভেজ।

এই উদ্যোগের মধ্য দিয়ে অনেকে তাঁদের রক্তের গ্রুপ জানতে পেরেছেন, যা ভবিষ্যতে রক্তদানের মতো মানবিক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ক্রীড়া প্রতিযোগিতা

২০ ফেব্রুয়ারি পাঠকবন্ধুর উদ্যোগে সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের জাজিরা গ্রামের ১৩৭ নং নাছিরউদ্দীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলী আকবর। বিদ্যালয়ের শিক্ষার্থীরা এই আয়োজনকে আনন্দের সঙ্গে গ্রহণ করে। শিক্ষার্থী আরমান হাসান, সীমা, মরিয়ম জানায়, তারা এই প্রতিযোগিতায় অংশ নিতে পেরে খুবই খুশি। প্রধান শিক্ষক বলেন, ‘ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে শিশুদের মেধা বিকশিত হয়। এই আয়োজন করার জন্য সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতে পোশাকের অর্ডার স্থগিত করছে মার্কিন ক্রেতারা, বাংলাদেশ-ভিয়েতনামে কারখানা স্থানান্তরের পরামর্শ

মোবাইল-টাকা ছিনতাইয়ের পর দুই তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

১১ বছর বয়সেই যৌন সম্পর্ক, ১৩-তে ছয় নারীর শয্যাসঙ্গী হন এই ব্রিটিশ রাজপুত্র

যুক্তরাষ্ট্র থেকে সাড়ে ৩ বিলিয়ন ডলারের অস্ত্রক্রয় চুক্তি স্থগিত করেছে ভারত

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর ‘দমন-পীড়নে’ ২০২ শিক্ষকের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত