Ajker Patrika

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে সিএসই ফেস্ট 

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে সিএসই ফেস্ট 

উচ্চ শিক্ষা শেষে শিক্ষার্থীদেরকে দেশে কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) অধ্যাপক মুহাম্মদ আলমগীর। তিনি বলেন, ‘বাংলাদেশের অর্জন আরও বেশি হতো যদি মেধাবীরা বিদেশমুখী না হয়ে তাঁদের মেধা দেশের কাজে লাগাত। তাই দেশকে এগিয়ে নিতে দেশে থেকে শিক্ষার্থীদের কাজ করতে হবে।’ 

ইউজিসি চেয়ারম্যান আরও বলেন, ‘৫০ বছর আগে চীন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়ার মতো দেশগুলো যে অবস্থায় ছিল, এখন তার চেয়ে বহুগুণ এগিয়েছে। তাঁদের দেশের মেধাবীরাই দেশকে এগিয়ে নিয়েছে।’ 

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে সিএসই ফেস্টে এসব কথা বলেন অধ্যাপক মুহাম্মদ আলমগীর। বিশ্ববিদ্যালয়টির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ ২৪ ও ২৫ এপ্রিল দুদিনব্যাপী রাজধানীর আফতাবনগরে নিজস্ব ক্যাম্পাসে এই অনুষ্ঠানের আয়োজন করেছে। 

এবারের সিএসই ফেস্টে প্রায় ২৪টি বিশ্ববিদ্যালয় ও ২০টি আইটি কোম্পানির প্রতিনিধিরা অংশ নিয়েছেন। উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউজিসির চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) অধ্যাপক মুহাম্মদ আলমগীর। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রধান উপদেষ্টা মোহাম্মদ ফরাসউদ্দিন। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘তোমাদের অর্জনে এই দেশ, সমাজ, মা-বাবার অবদানের কথা চিন্তা করে নিজেকে শ্রেষ্ঠ মানুষ হিসেবে গড়ে তুলবে।’ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক শামস রহমান এবং সিএসই বিভাগের চেয়ারপারসন ও সহযোগী অধ্যাপক মাহিন ইসলাম।      

সিএসই ফেস্টের আয়োজনগুলোর মধ্যে রয়েছে প্রোগ্রামিং প্রতিযোগিতা, গেমিং প্রতিযোগিতা, রোবো সকার, লাইন ফলোয়ার প্রতিযোগিতা, প্রজেক্ট শোকেসিং প্রতিযোগিতা, চাকরির মেলা, আইটি অলিম্পিয়াড, প্রযুক্তির বিভিন্ন বিষয়ে ৫টি সেমিনার এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত