মোঃ সৈয়দুর রহমান
রমজান মাস এলেই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস যেন এক ভিন্ন আমেজে মেতে ওঠে। বিকেল গড়াতেই শিক্ষার্থীদের আড্ডায় মুখর হয়ে ওঠে ক্যাম্পাসের প্রতিটি চত্বর। দল বেঁধে ইফতার আয়োজনের প্রস্তুতি চলে—কেউ খাবার কিনতে ছুটছেন, কেউ আবার সাজিয়ে রাখছেন ইফতারসামগ্রী। এই আয়োজন শুধু আহার গ্রহণের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি পরিণত হয় এক অপূর্ব মিলনমেলায়, যেখানে বন্ধুত্ব, সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন আরও দৃঢ় হয়।
একসঙ্গে ইফতারের আবেগ
বিশ্ববিদ্যালয়পড়ুয়া অনেক শিক্ষার্থী পরিবার-পরিজন ছেড়ে হলে থাকেন। তাই বন্ধুরাই হয়ে ওঠেন তাঁদের দ্বিতীয় পরিবার। রোজার ক্লান্তি ভুলে সবাই মিলে ইফতার ভাগাভাগি করে নেওয়াই যেন সবচেয়ে বড় আনন্দ। আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী রাদিদ বিন আলম বলেন, ‘পরিবারের সঙ্গে ইফতার করার স্মৃতি এখনো মনে পড়ে। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে বন্ধুদের সঙ্গে ইফতার করেও একই রকম উষ্ণতা পাই। মনে হয়, আমরা সবাই একটা বড় পরিবারের অংশ।’ শুধু বর্তমান শিক্ষার্থীরাই নন, ইফতার আয়োজনে যোগ দেন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরাও। কর্মব্যস্ত জীবনে একটু সময় বের করে পুরোনো বন্ধুদের সঙ্গে ইফতার করার সুযোগ তাঁরা হাতছাড়া করতে চান না।
কোথায় এই ইফতার আয়োজন
ইফতারের মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রাঙ্গণ যেন উৎসবের রূপ নেয়। টিএসসি, মল চত্বর, কেন্দ্রীয় খেলার মাঠ, কার্জন হল, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের মাঠ, হাজী মুহম্মদ মুহসীন হলের মাঠ, বটতলা—প্রতিটি জায়গায় দল বেঁধে বসেন শিক্ষার্থীরা। কেউ পেপার বিছিয়ে রাখেন, কেউবা সঙ্গে আনা চাদরের ওপর ইফতারি সাজিয়ে অপেক্ষা করেন আজানের জন্য। খাবারের তালিকায় থাকে বাহারি আয়োজন—ছোলা, মুড়ি, পেঁয়াজু, বেগুনি, জিলাপি, কলা, আনারস, শরবত, জুসসহ নানা স্বাদের উপকরণ। ইফতারি কেনার জন্য সবাই মিলে অর্থ সংগ্রহ করেন, কেউ কেউ আবার নিজের পছন্দের খাবার নিয়ে আসেন।
সম্প্রীতির বার্তা
এই ইফতার শুধু ধর্মীয় রীতি পালন নয়, বরং এটি ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির এক অনন্য উদাহরণ। মুসলিম শিক্ষার্থীদের পাশাপাশি ভিন্ন ভিন্ন ধর্মাবলম্বীরাও এই আয়োজনে সমান আনন্দের সঙ্গে অংশ নেন। দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী অরিত্রী চক্রবর্তী প্রাপ্তি বলেন, ‘আমার কাছে রমজানের সবচেয়ে প্রিয় অংশ ইফতার। এটি কেবল খাবার গ্রহণের বিষয় নয়, বরং একসঙ্গে বসে গল্প করার, অনুভূতি ভাগাভাগি করার এক সুন্দর উপলক্ষ।’
ঐতিহ্যে পরিণত হওয়া উদ্যোগ
প্রতিদিন ক্যাম্পাসজুড়ে এভাবে সম্মিলিত ইফতার এখন এক ঐতিহ্যে পরিণত হয়েছে। দূরে থাকা প্রিয়জনদের অভাব পূরণ হয় বন্ধুদের উষ্ণ উপস্থিতিতে। শুধু রোজাদাররাই নন, সব ধর্মের শিক্ষার্থীরা এখানে একত্র হন, যা সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ইফতার আয়োজন কেবল খাবার ভাগাভাগি নয়, বরং এটি শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য আর সহমর্মিতার এক উজ্জ্বল প্রতিচিত্র। প্রতিদিনের এই আয়োজন যেন একটাই বার্তা দেয়—আমরা সবাই একসঙ্গে, আমরা সবাই এক পরিবার!
রমজান মাস এলেই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস যেন এক ভিন্ন আমেজে মেতে ওঠে। বিকেল গড়াতেই শিক্ষার্থীদের আড্ডায় মুখর হয়ে ওঠে ক্যাম্পাসের প্রতিটি চত্বর। দল বেঁধে ইফতার আয়োজনের প্রস্তুতি চলে—কেউ খাবার কিনতে ছুটছেন, কেউ আবার সাজিয়ে রাখছেন ইফতারসামগ্রী। এই আয়োজন শুধু আহার গ্রহণের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি পরিণত হয় এক অপূর্ব মিলনমেলায়, যেখানে বন্ধুত্ব, সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন আরও দৃঢ় হয়।
একসঙ্গে ইফতারের আবেগ
বিশ্ববিদ্যালয়পড়ুয়া অনেক শিক্ষার্থী পরিবার-পরিজন ছেড়ে হলে থাকেন। তাই বন্ধুরাই হয়ে ওঠেন তাঁদের দ্বিতীয় পরিবার। রোজার ক্লান্তি ভুলে সবাই মিলে ইফতার ভাগাভাগি করে নেওয়াই যেন সবচেয়ে বড় আনন্দ। আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী রাদিদ বিন আলম বলেন, ‘পরিবারের সঙ্গে ইফতার করার স্মৃতি এখনো মনে পড়ে। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে বন্ধুদের সঙ্গে ইফতার করেও একই রকম উষ্ণতা পাই। মনে হয়, আমরা সবাই একটা বড় পরিবারের অংশ।’ শুধু বর্তমান শিক্ষার্থীরাই নন, ইফতার আয়োজনে যোগ দেন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরাও। কর্মব্যস্ত জীবনে একটু সময় বের করে পুরোনো বন্ধুদের সঙ্গে ইফতার করার সুযোগ তাঁরা হাতছাড়া করতে চান না।
কোথায় এই ইফতার আয়োজন
ইফতারের মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রাঙ্গণ যেন উৎসবের রূপ নেয়। টিএসসি, মল চত্বর, কেন্দ্রীয় খেলার মাঠ, কার্জন হল, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের মাঠ, হাজী মুহম্মদ মুহসীন হলের মাঠ, বটতলা—প্রতিটি জায়গায় দল বেঁধে বসেন শিক্ষার্থীরা। কেউ পেপার বিছিয়ে রাখেন, কেউবা সঙ্গে আনা চাদরের ওপর ইফতারি সাজিয়ে অপেক্ষা করেন আজানের জন্য। খাবারের তালিকায় থাকে বাহারি আয়োজন—ছোলা, মুড়ি, পেঁয়াজু, বেগুনি, জিলাপি, কলা, আনারস, শরবত, জুসসহ নানা স্বাদের উপকরণ। ইফতারি কেনার জন্য সবাই মিলে অর্থ সংগ্রহ করেন, কেউ কেউ আবার নিজের পছন্দের খাবার নিয়ে আসেন।
সম্প্রীতির বার্তা
এই ইফতার শুধু ধর্মীয় রীতি পালন নয়, বরং এটি ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির এক অনন্য উদাহরণ। মুসলিম শিক্ষার্থীদের পাশাপাশি ভিন্ন ভিন্ন ধর্মাবলম্বীরাও এই আয়োজনে সমান আনন্দের সঙ্গে অংশ নেন। দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী অরিত্রী চক্রবর্তী প্রাপ্তি বলেন, ‘আমার কাছে রমজানের সবচেয়ে প্রিয় অংশ ইফতার। এটি কেবল খাবার গ্রহণের বিষয় নয়, বরং একসঙ্গে বসে গল্প করার, অনুভূতি ভাগাভাগি করার এক সুন্দর উপলক্ষ।’
ঐতিহ্যে পরিণত হওয়া উদ্যোগ
প্রতিদিন ক্যাম্পাসজুড়ে এভাবে সম্মিলিত ইফতার এখন এক ঐতিহ্যে পরিণত হয়েছে। দূরে থাকা প্রিয়জনদের অভাব পূরণ হয় বন্ধুদের উষ্ণ উপস্থিতিতে। শুধু রোজাদাররাই নন, সব ধর্মের শিক্ষার্থীরা এখানে একত্র হন, যা সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ইফতার আয়োজন কেবল খাবার ভাগাভাগি নয়, বরং এটি শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য আর সহমর্মিতার এক উজ্জ্বল প্রতিচিত্র। প্রতিদিনের এই আয়োজন যেন একটাই বার্তা দেয়—আমরা সবাই একসঙ্গে, আমরা সবাই এক পরিবার!
চীন একটা বহুল বৈচিত্র্যময় দেশ। এখানে আসার পর দেখেছি, স্থানীয়রা চীনের সংস্কৃতিগুলো খুব জোরালোভাবে প্রচার করে। চীন বৃহৎ দেশ হওয়ায় একেক প্রদেশে একেক ধরনের সংস্কৃতি দেখা যায়। নিরাপত্তার দিক দিয়েও চীন অন্যতম। আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য চীনের নিরাপত্তা অত্যন্ত যত্নসহকারে রক্ষা করা হয়। এ ছাড়া অন্যান্য
২০ ঘণ্টা আগেপ্রাথমিকের পর মাদ্রাসার ইবতেদায়ি পর্যায় এবং অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। চলতি বছরের ডিসেম্বরের শেষে এ পরীক্ষাগুলো অনুষ্ঠিত হতে পারে। মাদ্রাসা শিক্ষা বোর্ড সূত্রের তথ্য অনুযায়ী, মোট ছয়টি বিষয়ে পাঁচটি পত্রে এবারের বৃত্তি পরীক্ষা আয়োজিত হবে।
১ দিন আগেপাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ওপর ‘দমন-পীড়নের’ ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২ জন শিক্ষক। তারা অবিলম্বে শিক্ষকদের মিথ্যা মামলা প্রত্যাহার, গ্রেপ্তারকৃতদের মুক্তি ও বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানিয়েছে।
১ দিন আগেপার্বত্য চট্টগ্রামের (সিএইচটি) শিক্ষার্থীদের আধুনিক শিক্ষা ও ই-লার্নিংয়ের সুযোগ দিতে আগামী ছয় মাসের মধ্যে এই অঞ্চলের ১০০টি বিদ্যালয়ে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সংযোগ চালুর পরিকল্পনা নিয়েছে সরকার। এই উদ্যোগকে শিক্ষাক্ষেত্রে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা
২ দিন আগে