বিজ্ঞপ্তি
সম্প্রতি প্রকাশিত ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং ফর ইনোভেশন (WURI) ২০২৫-এর প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের শীর্ষ ৪০০ উদ্ভাবনী বিশ্ববিদ্যালয়ের তালিকায় ২৫৭তম স্থান অর্জন করেছে উত্তরা ইউনিভার্সিটি। সোমবার (১৪ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উরি র্যাঙ্কিংয়ে এই অবস্থান লাভ উত্তরা ইউনিভার্সিটির বাস্তবভিত্তিক প্রভাব, প্রগতিশীল শিক্ষাব্যবস্থা এবং উদ্ভাবনের প্রতি তাদের অঙ্গীকারের এক উজ্জ্বল দৃষ্টান্ত।
উরি র্যাঙ্কিং একটি আন্তর্জাতিক মানদণ্ড, যা সৃজনশীলতা, উদ্ভাবন এবং সামাজিক অবদানের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান নির্ধারণ করে। সামগ্রিকভাবে গ্লোবাল উরি র্যাঙ্কিংয়ে স্থান পাওয়ার পাশাপাশি উত্তরা ইউনিভার্সিটি তিনটি গুরুত্বপূর্ণ বিভাগে শীর্ষস্থান অর্জন করেছে—অবকাঠামো উন্নয়ন ও প্রযুক্তি বিভাগে বিশ্বে প্রথম স্থান, বিশ্ববিদ্যালয় ব্র্যান্ড ও সুনাম বিভাগে নবম স্থান, এসডিজিভিত্তিক বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্বে দশম স্থান।
এই স্বীকৃতিগুলো উত্তরা ইউনিভার্সিটির আন্তর্জাতিক অবস্থানকে আরও শক্তিশালী করবে এবং একটি আধুনিক, টেকসই ও প্রযুক্তিনির্ভর শিক্ষা পরিবেশ গঠনে এর ধারাবাহিক ভূমিকা বজায় রাখবে বলে আশা করা হচ্ছে।
এ বিষয়ে উত্তরা ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ইয়াসমীন আরা লেখা বলেন, ‘এই স্বীকৃতি শুধু উত্তরা ইউনিভার্সিটির গর্ব নয়, উচ্চশিক্ষার উদ্ভাবনী দৃষ্টান্ত হিসেবে এটি বাংলাদেশেরও গর্ব। শিক্ষক ও শিক্ষার্থী সবাই মিলে আমাদের আন্তর্জাতিক অবস্থানকে আরও শক্তিশালী করতে হবে।’
সম্প্রতি প্রকাশিত ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং ফর ইনোভেশন (WURI) ২০২৫-এর প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের শীর্ষ ৪০০ উদ্ভাবনী বিশ্ববিদ্যালয়ের তালিকায় ২৫৭তম স্থান অর্জন করেছে উত্তরা ইউনিভার্সিটি। সোমবার (১৪ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উরি র্যাঙ্কিংয়ে এই অবস্থান লাভ উত্তরা ইউনিভার্সিটির বাস্তবভিত্তিক প্রভাব, প্রগতিশীল শিক্ষাব্যবস্থা এবং উদ্ভাবনের প্রতি তাদের অঙ্গীকারের এক উজ্জ্বল দৃষ্টান্ত।
উরি র্যাঙ্কিং একটি আন্তর্জাতিক মানদণ্ড, যা সৃজনশীলতা, উদ্ভাবন এবং সামাজিক অবদানের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান নির্ধারণ করে। সামগ্রিকভাবে গ্লোবাল উরি র্যাঙ্কিংয়ে স্থান পাওয়ার পাশাপাশি উত্তরা ইউনিভার্সিটি তিনটি গুরুত্বপূর্ণ বিভাগে শীর্ষস্থান অর্জন করেছে—অবকাঠামো উন্নয়ন ও প্রযুক্তি বিভাগে বিশ্বে প্রথম স্থান, বিশ্ববিদ্যালয় ব্র্যান্ড ও সুনাম বিভাগে নবম স্থান, এসডিজিভিত্তিক বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্বে দশম স্থান।
এই স্বীকৃতিগুলো উত্তরা ইউনিভার্সিটির আন্তর্জাতিক অবস্থানকে আরও শক্তিশালী করবে এবং একটি আধুনিক, টেকসই ও প্রযুক্তিনির্ভর শিক্ষা পরিবেশ গঠনে এর ধারাবাহিক ভূমিকা বজায় রাখবে বলে আশা করা হচ্ছে।
এ বিষয়ে উত্তরা ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ইয়াসমীন আরা লেখা বলেন, ‘এই স্বীকৃতি শুধু উত্তরা ইউনিভার্সিটির গর্ব নয়, উচ্চশিক্ষার উদ্ভাবনী দৃষ্টান্ত হিসেবে এটি বাংলাদেশেরও গর্ব। শিক্ষক ও শিক্ষার্থী সবাই মিলে আমাদের আন্তর্জাতিক অবস্থানকে আরও শক্তিশালী করতে হবে।’
চীন একটা বহুল বৈচিত্র্যময় দেশ। এখানে আসার পর দেখেছি, স্থানীয়রা চীনের সংস্কৃতিগুলো খুব জোরালোভাবে প্রচার করে। চীন বৃহৎ দেশ হওয়ায় একেক প্রদেশে একেক ধরনের সংস্কৃতি দেখা যায়। নিরাপত্তার দিক দিয়েও চীন অন্যতম। আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য চীনের নিরাপত্তা অত্যন্ত যত্নসহকারে রক্ষা করা হয়। এ ছাড়া অন্যান্য
২০ ঘণ্টা আগেপ্রাথমিকের পর মাদ্রাসার ইবতেদায়ি পর্যায় এবং অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। চলতি বছরের ডিসেম্বরের শেষে এ পরীক্ষাগুলো অনুষ্ঠিত হতে পারে। মাদ্রাসা শিক্ষা বোর্ড সূত্রের তথ্য অনুযায়ী, মোট ছয়টি বিষয়ে পাঁচটি পত্রে এবারের বৃত্তি পরীক্ষা আয়োজিত হবে।
১ দিন আগেপাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ওপর ‘দমন-পীড়নের’ ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২ জন শিক্ষক। তারা অবিলম্বে শিক্ষকদের মিথ্যা মামলা প্রত্যাহার, গ্রেপ্তারকৃতদের মুক্তি ও বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানিয়েছে।
১ দিন আগেপার্বত্য চট্টগ্রামের (সিএইচটি) শিক্ষার্থীদের আধুনিক শিক্ষা ও ই-লার্নিংয়ের সুযোগ দিতে আগামী ছয় মাসের মধ্যে এই অঞ্চলের ১০০টি বিদ্যালয়ে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সংযোগ চালুর পরিকল্পনা নিয়েছে সরকার। এই উদ্যোগকে শিক্ষাক্ষেত্রে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা
২ দিন আগে