পড়াশোনা ও অর্থনৈতিক স্বচ্ছন্দ অনুপ্রাণিত করেছে
মানিক চক্রবর্তী
সিভিল ইঞ্জিনিয়ারিং, ইউনিভার্সিটি অব মিনেসোটা, যুক্তরাষ্ট্র
দেশে বিশ্ববিদ্যালয় অনুসারে শিক্ষার গুণগত মানে বিস্তর ফারাক রয়েছে। বিষয়টি বিদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে নেই। গবেষণা আর নতুন প্রযুক্তি উদ্ভাবনের ক্ষেত্রে দেশের প্রতিষ্ঠানগুলো বিদেশের বিশ্ববিদ্যালয়গুলো থেকে অনেক পিছিয়ে। এ ছাড়া বিদেশি বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণাধর্মী মাস্টার্স ও পিএইচডির ক্ষেত্রে ফান্ডিং বা স্কলারশিপের সুযোগ রয়েছে। এসব স্কলারশিপের অর্থ দিয়ে বিশ্ববিদ্যালয়ের সব খরচ মিটিয়ে ভালোভাবে জীবনধারণ করা যায়। মোদ্দাকথা, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা ও ডিগ্রি অর্জনের পাশাপাশি অর্থনৈতিক স্বচ্ছন্দ। একজন শিক্ষার্থীর জীবন খুব সহজ করে দেয়। এসব বিষয় আমাকে বিদেশে পড়তে অনুপ্রাণিত করেছে।
নেটওয়ার্কিং ছিল আগ্রহের জায়গা
মো. শাকিল আজাদ সিয়াম
কম্পিউটার নেটওয়ার্কিং ম্যানেজমেন্ট, ইউনিভার্সিটি অব পোর্টসমাউথ, যুক্তরাজ্য
দেশে অনেক চমৎকার বিশ্ববিদ্যালয় রয়েছে। তবু উচ্চশিক্ষা গ্রহণের জন্য বিদেশে আসার কারণ—ভিন্ন একাডেমিক পরিবেশ বুঝতে পারা। এ ছাড়া ছিল বিভিন্ন শিক্ষাপদ্ধতির অভিজ্ঞতা, বিশেষ প্রোগ্রাম বা গবেষণার সুযোগগুলো কাজে লাগানো। বিদেশের শিক্ষাব্যবস্থা পুরোটাই ব্যবহারিক, যা শিক্ষার্থীদের নতুন কিছু শিখতে আগ্রহী করে তোলে এবং এ পদ্ধতি শিক্ষার্থীরা খুব উপভোগ করে। সহপাঠী হিসেবে বিভিন্ন দেশের শিক্ষার্থীদের সঙ্গে মেশা যায়, তাদের পরিবেশ সম্পর্কে জানা যায়। অপরিচিত মানুষের ভিড়ে পড়াশোনা করাটা একদিকে যেমন চ্যালেঞ্জিং, তেমনি উপভোগ্য বটে। বিদেশে পড়াশোনা নেটওয়ার্কিংয়ের সুযোগ-সুবিধা দিয়ে থাকে, যা বিশ্বব্যাপী কর্মজীবনের সম্ভাবনা বাড়াতে সাহায্য করে।
নতুন ধরনের জ্ঞান আহরণ ছিল উদ্দেশ্য
নয়ন চৌধুরী অর্জুন
যানবাহন ও গতিশীলতা, চিংহুয়া বিশ্ববিদ্যালয়, চীন
ছোটবেলা থেকে প্রবল ইচ্ছা ছিল উচ্চতর ডিগ্রি অর্জন করা এবং গবেষক হিসেবে নতুন কিছু উদ্ভাবন করা। সে জন্য প্রয়োজন পর্যাপ্ত গবেষণার সামগ্রী ও দক্ষ প্রশিক্ষক। দেশে অনেক বিশ্ববিদ্যালয় থাকলেও গবেষণার ক্ষেত্রে সুযোগ-সুবিধা কম। যে কারণে স্বপ্নপূরণে দেশের বাইরে উচ্চতর ডিগ্রি নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করি। বিদেশের বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিটি ল্যাবে রয়েছে অত্যাধুনিক গবেষণার সামগ্রী এবং সেরা প্রশিক্ষক। রয়েছেন আন্তরিক ও নিষ্ঠাবান শিক্ষক। একজন শিক্ষার্থীর যদি কোনো কিছু জানার পিপাসা থাকে, শিক্ষকেরা বন্ধুর মতো সে বিষয়গুলো জানাতে সহযোগিতা করেন। এ ছাড়া বিশ্বের বিভিন্ন দেশের মানুষের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি এবং নতুন নতুন জায়গা ভ্রমণ করে জ্ঞান আহরণও ছিল অন্যতম উদ্দেশ্য।
পড়াশোনা ও অর্থনৈতিক স্বচ্ছন্দ অনুপ্রাণিত করেছে
মানিক চক্রবর্তী
সিভিল ইঞ্জিনিয়ারিং, ইউনিভার্সিটি অব মিনেসোটা, যুক্তরাষ্ট্র
দেশে বিশ্ববিদ্যালয় অনুসারে শিক্ষার গুণগত মানে বিস্তর ফারাক রয়েছে। বিষয়টি বিদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে নেই। গবেষণা আর নতুন প্রযুক্তি উদ্ভাবনের ক্ষেত্রে দেশের প্রতিষ্ঠানগুলো বিদেশের বিশ্ববিদ্যালয়গুলো থেকে অনেক পিছিয়ে। এ ছাড়া বিদেশি বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণাধর্মী মাস্টার্স ও পিএইচডির ক্ষেত্রে ফান্ডিং বা স্কলারশিপের সুযোগ রয়েছে। এসব স্কলারশিপের অর্থ দিয়ে বিশ্ববিদ্যালয়ের সব খরচ মিটিয়ে ভালোভাবে জীবনধারণ করা যায়। মোদ্দাকথা, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা ও ডিগ্রি অর্জনের পাশাপাশি অর্থনৈতিক স্বচ্ছন্দ। একজন শিক্ষার্থীর জীবন খুব সহজ করে দেয়। এসব বিষয় আমাকে বিদেশে পড়তে অনুপ্রাণিত করেছে।
নেটওয়ার্কিং ছিল আগ্রহের জায়গা
মো. শাকিল আজাদ সিয়াম
কম্পিউটার নেটওয়ার্কিং ম্যানেজমেন্ট, ইউনিভার্সিটি অব পোর্টসমাউথ, যুক্তরাজ্য
দেশে অনেক চমৎকার বিশ্ববিদ্যালয় রয়েছে। তবু উচ্চশিক্ষা গ্রহণের জন্য বিদেশে আসার কারণ—ভিন্ন একাডেমিক পরিবেশ বুঝতে পারা। এ ছাড়া ছিল বিভিন্ন শিক্ষাপদ্ধতির অভিজ্ঞতা, বিশেষ প্রোগ্রাম বা গবেষণার সুযোগগুলো কাজে লাগানো। বিদেশের শিক্ষাব্যবস্থা পুরোটাই ব্যবহারিক, যা শিক্ষার্থীদের নতুন কিছু শিখতে আগ্রহী করে তোলে এবং এ পদ্ধতি শিক্ষার্থীরা খুব উপভোগ করে। সহপাঠী হিসেবে বিভিন্ন দেশের শিক্ষার্থীদের সঙ্গে মেশা যায়, তাদের পরিবেশ সম্পর্কে জানা যায়। অপরিচিত মানুষের ভিড়ে পড়াশোনা করাটা একদিকে যেমন চ্যালেঞ্জিং, তেমনি উপভোগ্য বটে। বিদেশে পড়াশোনা নেটওয়ার্কিংয়ের সুযোগ-সুবিধা দিয়ে থাকে, যা বিশ্বব্যাপী কর্মজীবনের সম্ভাবনা বাড়াতে সাহায্য করে।
নতুন ধরনের জ্ঞান আহরণ ছিল উদ্দেশ্য
নয়ন চৌধুরী অর্জুন
যানবাহন ও গতিশীলতা, চিংহুয়া বিশ্ববিদ্যালয়, চীন
ছোটবেলা থেকে প্রবল ইচ্ছা ছিল উচ্চতর ডিগ্রি অর্জন করা এবং গবেষক হিসেবে নতুন কিছু উদ্ভাবন করা। সে জন্য প্রয়োজন পর্যাপ্ত গবেষণার সামগ্রী ও দক্ষ প্রশিক্ষক। দেশে অনেক বিশ্ববিদ্যালয় থাকলেও গবেষণার ক্ষেত্রে সুযোগ-সুবিধা কম। যে কারণে স্বপ্নপূরণে দেশের বাইরে উচ্চতর ডিগ্রি নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করি। বিদেশের বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিটি ল্যাবে রয়েছে অত্যাধুনিক গবেষণার সামগ্রী এবং সেরা প্রশিক্ষক। রয়েছেন আন্তরিক ও নিষ্ঠাবান শিক্ষক। একজন শিক্ষার্থীর যদি কোনো কিছু জানার পিপাসা থাকে, শিক্ষকেরা বন্ধুর মতো সে বিষয়গুলো জানাতে সহযোগিতা করেন। এ ছাড়া বিশ্বের বিভিন্ন দেশের মানুষের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি এবং নতুন নতুন জায়গা ভ্রমণ করে জ্ঞান আহরণও ছিল অন্যতম উদ্দেশ্য।
এসএসসি ও সমমানের উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল প্রকাশিত হয়েছে। আজ রোববার সকাল ১০টার দিকে ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়েছে। চলতি বছর এসএসসি পরীক্ষায় ফলাফল তুলনামূলক খারাপ করেছে শিক্ষার্থীরা। বিগত ১৬ বছরের মধ্যে পাসের হার সর্বনিম্ন।
২ দিন আগেপ্রতিদিনই আমাদের জীবনে ইতিবাচক -নেতিবাচক বিভিন্ন ঘটনা ঘটে থাকে। কিন্তু মানুষ হিসেবে আমরা প্রায়ই নেতিবাচক ঘটনাগুলোতেই বেশি মনোযোগ দিই। ভালো যে অনেক কিছুই ঘটছে, তা হয়তো টেরই পাই না। দিন শেষে আমরা ক্লান্ত, অভিযোগে ভরা, হতাশ। অথচ এ মানসিকতার বদল আনতে পারে একটি ছোট, কিন্তু গুরুত্বপূর্ণ অভ্যাস...
২ দিন আগেইতালিতে ইউনিভার্সিটি অব মিলান ডিএসইউ স্কলারশিপ ২০২৬-এর আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। এ বৃত্তির আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। এ বৃত্তিটি সম্পূর্ণ অর্থায়িত।
২ দিন আগেলক্ষ্মীপুর জেলার পশ্চিম শেখপুরা গ্রাম থেকে উঠে এসে হলি ক্রস কলেজ এবং পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা সম্পন্ন করেন। সেখান থেকে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ম্যাসাচুসেটস বোস্টনে পাবলিক পলিসিতে পিএইচডি গবেষণার যাত্রা। বর্তমানে ম্যাসাচুসেটস স্টেট হাউসের ব্যস্ত করিডরে লেজিসলেটিভ ইন্টার্ন হিসেবে কাজ...
২ দিন আগে